Tenida List

টেনিদা তালিকা

 

== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় == 

পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে কোনও ব্যবসায়িক স্বার্থে নয়

 'Tenida Treasury' Blog.
টেনিদা-কাহিনির কয়েকটি প্রথম প্রকাশিত হেডপীস ।
শিল্পী (বাঁদিক থেকে) : অজ্ঞাত, সমর দে, সূর্য রায়, সুভাষ সিংহ-রায়, বলাইবন্ধু রায় ।



৩৩ টি ছোটগল্প ।
১ টি বড়গল্প ।
৪ টি উপন্যাস ।
১ টি নাটিকা ।  
... এবং ২ টি গল্পে অতিথি  ।

নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর টেনিদা-রচনার এই হল হিসাব । 
টেনিদা ট্রেজারি’-র মতে । 
অবশ্য এর বাইরে অগ্রন্থিত বা অপ্রকাশিত লেখা থাকতেই পারে । 

চার মূর্তির যাবতীয় কীর্তির কথক কমলেশ (প্যালারাম ) বন্দ্যোপাধ্যায়  
ফুচুদা, বলটুদা, ঘোড়ামামা প্রমুখ চরিত্র তাঁর দুনিয়ায় ঘুরেফিরে এসেছেন ।
প্যালা-কেন্দ্রিক সেই সব কিসসায় টেনিদা হয়ত গরহাজির 
তবু তাঁর প্রসঙ্গ কি এড়ানো সম্ভব ?
রোমাঞ্চকর বন্দুক’ (১৩৬২), বল্টুদার উৎসাহলাভ’ (১৩৬৭), সৌজন্য-দিবস’ (১৩৬৮), ভূতুড়ে কামরা’ (১৩৭১), ‘কবিতার জন্ম’ (১৩৭২) বা ঘোড়ামামার কাটলেট’ (১৩৭৬)-এ মিলবে টেনিদা-র উল্লেখ । পরের মুখে ।
এমনকি প্যালা-হীন উপন্যাস ‘জয়ধ্বজের জয়রথ’ কিংবা নাটিকা ‘ঘুমপাড়ানি গান(১৩৬৩ ?)-এ যথাক্রমে ট্যাঁপা ও পাঁচুগোপাল টেনিদা-র বিখ্যাত সব উক্তি স্মরণ করেন ।
এগুলি থাক হিসাবের বাইরে ।
 


গোড়াতেই দাখিল করা ফিরিস্তির অন্তে এসে চোখ ব্রহ্মতালুতে উঠল বুঝি ?
অতিথি ’ । কিনা গেস্ট অ্যাপিয়ারেন্স । 
গজকেষ্ট বাবুর হাসি’ (১৩৬৭) ভারি বিচিত্র গল্প । 
নারায়ণ-সৃষ্ট একগুচ্ছ চিরস্মরণীয় চরিত্র আচমকা এতে উঁকি দিয়ে যান । 
হাবুল, ক্যাবলা, প্যালা ও তাঁর পিসতুতো ভাই ফুচুদা, বলটুদা ...
এবং মাত্র দুটি অনুচ্ছেদে খোদ টেনিদা ! 
স্রেফ অন্যের কথায় তাঁর উল্লেখ নয় । একেবারে সংক্ষিপ্ত সংলাপহীন সশরীর উপস্থিতি ।
অগ্রন্থিত ‘টিকটিকি বাবুর গল্প’ (১৩৭৪)-তেও তিনি অতিথি শিল্পী ।
 


টেনিদা-হীন প্যালা-কাহিনি অনেক ।
অন্তত তিনটিতে দেখা গেছে চার মূর্তির বাকি দুজন ক্যাবলাহাবুল সেন-কে :
ছাত্র-চরিতামৃত’ (১৩৫৬)-তে ক্যাবলাপ্যালা
তালিয়াৎ’ (১৩৭০) গল্পে হাবুল এবং প্যালা
চরণামৃত !’ (১৩৫৯ ?)-তে আবার লিডার বাদে তিন মূর্তিই । 
অপর দিকে, ‘মাল্টিপারপাস’-এ বন্ধু চতুষ্টয়ের কেউ নেই । তা সত্ত্বেও এসেছে হাবুল সেন-এর রেফারেন্স । 
বলাই বাহুল্য এগুলিকে টেনিদা-লিস্টে রাখার কারণ নেই । 

উপরন্তু, খোদ স্রষ্টা ছাড়াও টেনিদা-র গল্প লিখেছেন নারায়ণ-পত্নী আশা দেবী সহ অন্যান্য সাহিত্যিক ।

'Tenida Treasury' Blog.

আশা দেবী-র টেনিদার অজলাভ’,
কলরবপত্রিকায় ধারাবাহিক, ১৯৭৩ ।
শিল্পী ।। অজ্ঞাত ।


সেগুলিও স্থান পায়নি নিচের টেনিদা তালিকা-য় । 

নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যেসব রচনায় স্বনামধন্য ভজহরি মুখোপাধ্যায় স্বয়ং হাজির, এ হল শুধুমাত্র তারই লিস্ট ।
সঙ্গে থাকছে প্রথম প্রকাশ তথ্য । যদিও কিছু ক্ষেত্রে তা অজানা ।  
সবকটির শীর্ষচিত্র বা অলংকরণ সংগ্রহ করাও সম্ভব হয়নি ।
সাল অনুসারে বিন্যস্ত টেনিদা ট্রেজারি ব্লগের এই গল্প-উপন্যাস-নাটিকার একত্রিত টেনিদা তালিকা 
নামের বানান অবিকৃত রাখা হল । 
রঙিন স্থূলাক্ষর শিরোনামের উপর ক্লিক করলে মিলবে সচিত্র বিস্তারিত বিবরণ ।


টেনিদা তালিকা : 
খট্টাঙ্গ ও পলান্ন’ -‘মণিকাঞ্চন’ (বার্ষিকী), প্রথম খণ্ড, ১৩৫৩
মৎস্য -পুরাণ’ -‘মাণিক-মেলা’ (বার্ষিকী), আশ্বিন ১৩৫৪ 
দধীচি, পোকা ও বিশ্বকৰ্মা’ - অজ্ঞাত (১৩৫৫ বা তার পূর্বে) 
ক্যামোফ্লেজ’ - অজ্ঞাত (১৩৫৫ বা তার পূর্বে) 
ভজহরি ফিলম কর্পোরেশন’ -‘বার্ষিক শিশুসাথী’, ১৩৫৫ 
পরের উপকার করিও না’ [ছোটগল্প] -‘বার্ষিক শিশুসাথী’, ১৩৫৭ 
চামচিকে আর টিকিট চেকার’ -‘বার্ষিক শিশুসাথী’, ১৩৬০ 
একটি ফুটবল ম্যাচ’ -‘মৌচাক’, কার্ত্তিক ১৩৬০ 
কুট্টিমামার হাতের কাজ’ -‘বার্ষিক শিশুসাথী’, ১৩৬১ 
বনভোজনের ব্যাপার’ -‘ইন্দ্ৰধনু’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , মহালয়া ১৩৬১ 
ক্রিকেট মানে ঝিঁঝিঁ’ -‘শিশুসাথী’, ফাল্গুন ১৩৬১ 
চার মূর্ত্তি’ [উপন্যাস] – ‘শিশুসাথী’, বৈশাখ ১৩৬২ – অগ্রহায়ণ ১৩৬৩ 
পেশোয়ার কি আমীর’ -‘দেবালয়’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , ১৩৬২ 
পরের উপকার করিও না’ [নাটিকা] – ‘রামধনু’, কার্ত্তিক ১৩৬২ 
হালখাতার খাওয়া-দাওয়া’ -‘শুকতারা’, আষাঢ় ১৩৬৩ 
সাংঘাতিক !’ -‘বার্ষিক শিশুসাথী’, ১৩৬৩ 
কুট্টি মামার দন্তকাহিনী’ -‘জয়যাত্রা’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , মহালয়া ১৩৬৩ 
ঢাউস’ -‘নবপত্রিকা’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , আশ্বিন ১৩৬৪ 
দি গ্রেট্ ছাঁটাই’ -‘অপরাজিতা’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , মহালয়া ১৩৬৫ 
চার মূর্তির অভিযান’ [উপন্যাস] – ‘শিশুসাথী’, অগ্রহায়ণ ১৩৬৫ – বৈশাখ ১৩৬৭ 
ন্যাংচাদার ‘হাহাকার’’ -‘দেব দেউল’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , মহালয়া ১৩৬৬  
গজকেষ্ট বাবুর হাসি [টেনিদা-র সংক্ষিপ্ত উপস্থিতি] -বার্ষিক শিশুসাথী’, ১৩৬৭ 
বেয়ারিং ছাঁট’ -‘বার্ষিক শিশুসাথী’, ১৩৬৮ 
ভজগৌরাঙ্গ কথা’ -‘শারদীয়া’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , মহালয়া ১৩৬৮ 
নিদারুণ প্রতিশোধ’ -‘বেতার জগৎ’, ১ – ১৫ মার্চ ১৯৬২ (১৩৬৮) 
ঝাউ-বাংলোর রহস্য’ [উপন্যাস] – ‘সন্দেশ’, বৈশাখ – চৈত্র ১৩৬৯ 
কাক রহস্য (সম্ভবত এটিই ‘কাক-কাহিনী’-র আদিরূপ) -‘বেতার জগৎ’ , ১৬ – ২৮ ফেব্রুয়ারি ১৯৬৩ (১৩৬৯) 
টিকটিকির ল্যাজ’ -‘বার্ষিক শিশুসাথী’, ১৩৭০ 
তত্ত্বাবধান মানে - জীবে প্রেম !’ -‘শ্যামলী (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , মহালয়া ১৩৭০ 
টেনিদা ও সিন্ধুঘোটক’ / ‘টেনিদা আর সিন্ধুঘোটক’ [বড়গল্প] -‘ওরে তোরা জয়ধ্বনি কর’, মাঘ ১৩৭০ 
হনোলুলুর মাকুদা’ -‘সন্দেশ’, জ্যৈষ্ঠ ১৩৭১ 
কাঁকড়াবিছে’ -‘উত্তরায়ণ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , ১৩৭১ 
কম্বল নিরুদ্দেশ’ [উপন্যাস] -‘সন্দেশ’, জ্যৈষ্ঠ ১৩৭২ – আষাঢ় ১৩৭৩
টিকটিকি বাবুর গল্প’ [টেনিদা-র সংক্ষিপ্ত উপস্থিতি] -‘শারদীয়া রোশনাই’, ১৩৭৪
দশানন-চরিত’ -‘বার্ষিক শিশুসাথী’, ১৩৭৪ 

একাদশীর রাঁচি যাত্রা’ -‘বার্ষিক শিশুসাথী’, ১৩৭৫ 
টেনিদা আর ইয়েতি’ - ‘ইন্দ্রনীল (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , মহালয়া ১৩৭৫ 
প্রভাত সঙ্গীত’ -‘শুকসারী (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , মহালয়া ১৩৭৬ 
ঘুঁটেপাড়ার সেই ম্যাচ’ -‘শারদীয়া কিশোর ভারতী’, ১৩৭৭ 
চেঙ্গিস আর হ্যামলিনের বাঁশিওলা’ -‘সন্দেশ’, ভাদ্র – আশ্বিন ১৩৭৭ 
ব্রহ্মবিকাশের দন্তবিকাশ’ -‘মণিহার’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , মহালয়া ১৩৭৭ 
চারমূর্তি’ [নাটক] – গ্রন্থাকারে প্রকাশিত, ১৩৬৫ ; লেখক অজ্ঞাত 
___________________________________________________________________________________ 

= প্যালা-র গল্পগুচ্ছ সংকলিত হয়েছে ‘প্যালারামচরিত’ গ্রন্থে, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, ২০১২ । 

= তালিকার প্রধান অবলম্বন সরোজ দত্ত রচিত জীবনী (পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, ১৯৯৬) গ্রন্থের ‘নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচনার প্রথম প্রকাশকাল’ অংশ ।
সেটির কিছু অসম্পূর্ণতা বা ত্রুটি, ‘টেনিদা ট্রেজারি’-র এই টেনিদা তালিকা-য় সাধ্যমত শোধরানোর চেষ্টা করা হল । 
বিশিষ্ট সংগ্রাহক ও গবেষক শ্রী দেবাশিস গুপ্ত মহাশয়ের কাছে আমরা বিশেষভাবে ঋণী । 
___________________________________________________________________________________

19 comments:

Arnab said...

বাহ এরকম একটা লেখা দেব সাহিত্য কুটিরে প্রকাশিত টেনিদা বা টেনিদার খাওয়া দাওয়া বা টেনিদার বলা জার্গন নিয়ে করলে বেশ হয়।

Unknown said...

দারুণ আইডিয়া অর্ণব !
অবশ্যই চেষ্টা করব ।

Tirthankar Bhattacharyya said...

Tenida samagra ta pora kintu baki lekhagulo kothay pabo;Asha debi er lekhata somet?

Unknown said...

আশা দেবী-র 'টেনিদার অজলাভ' সংকলিত হয় শৈব্যা প্রকাশিত 'বৃহৎ টেনিদা সংকলন' গ্রন্থে ।
পরে 'কিশোর টেনিদা সমগ্র' বইতেও ।
আপনি দ্বিতীয়টির খোঁজ করে দেখতে পারেন ।
তবে আশা দেবী এবং অন্যান্যরা এছাড়াও কয়েকটি টেনি-কাহিনি রচনা করেন ।
সেগুলি গ্রন্থিত হয়ে থাকলেও, তা বর্তমানে পাওয়া যাবে কিনা জানা নেই ।

sumit said...

একটা গল্পো কিশোর ভারোতী পূজা সংখ্যা তে বেরিয়েছিল টেনিদার. লেখকের নাম ছিল না.ক্রিকেট খেলা নিয়ে. সাল ভুলে গেছি.

Unknown said...

ধন্যবাদ । এই তথ্য আমাদের অজানা ।
যদি খুঁজে পান, অনুগ্রহ করে জানাবেন ।
'টেনিদা ট্রেজারি' ব্লগে স্বাগত জানাই ।

Monish Chatterjee said...

Saurabh: Please do excuse my first-name address (I am trying to avoid our more familiar "Babu"). What a finely crafted blog! You have made our most beloved Teni-da come alive. I am genuinely gratified that there are those বাঙালি such as yourself who are preserving our priceless cultural heritage against the impact of time as well as the intrusion of excessive westernization. I simply cannot thank you and your team enough. This is not easy work- simply un-earthing many of the factual and temporal details is challenging enough; moreover, you have presented everything in such heartwarming manner with factoids, connections (such as with Shibram Chakraborty, Shaila Chakraborty and so many others). Please keep this going! Monish Chatterjee, Springboro, Ohio, USA (and inveterate lover of all things বাঙালি).

Unknown said...

Thanks a million Monish Babu (I'm too old-fashioned to avoid the 'Babu'. Sorry.) !
Unfortunately the response to 'Tenida Treasury' hasn't been particularly encouraging.
However ...

We have created some other blogs / sites that you maybe interested in :
1) 'Ghanada Gallery' - On Premendra Mitra's Ghanada of course -
https://ghanada.wix.com/ghanada-gallery
2) 'Manoranjan Museum' - On the author Manoranjan Bhattacharya -
http://manoranjan-museum.blogspot.in/
3) 'Blogus' - A general blog -
https://blogus-abogusblog.blogspot.in/

Thank you once more. ভাল থাকবেন ।
- Saurabh.

Anonymous said...

'সৌজন্য দিবস' (প্রথম প্রকাশ : শুকতারা - শ্রাবণ ১৩৬৮) গল্পেও আছে টেনিদার উল্লেখ। কবিতার জন্ম, ঘোড়ামামার কাটলেট, ভূতুড়ে কামরা প্রভৃতির সাথে এই নামটাও জুড়তে হবে।

Anonymous said...

আগের মন্তব্যে একটা ছোট ভুল হয়েছে। 'সৌজন্য দিবস' গল্পটার প্রথম প্রকাশ শ্রাবণ ১৩৬৮-র পরিবর্তে আশ্বিন ১৩৬৮ হবে।

Unknown said...

অশেষ ধন্যবাদ ।
আপনার সৌজন্যে 'সৌজন্য দিবস' সংযোজিত হল 'উল্লেখ'-সংক্রান্ত তালিকায় ।
সত্যিই সেই গল্পে প্যালা ও ফুচুদা-র কথোপকথনে এসেছে টেনিদা-র পরোপকার-প্রসঙ্গ ।

Anonymous said...

'বল্টুদার উৎসাহলাভ' গল্পটিকেও এই তালিকায় জোড়া যায় কি? সেখানে বল্টুদার বিবরণে অভিলাষের কাছে পটলডাঙ্গার টেনিদার বাড়ির ঠিকানা জানতে চেয়েছিল দুজন লোক।

Unknown said...

ধন্যবাদ ।
আপনার এই সংযোজনটিও 'টেনিদা ট্রেজারি'-কে সমৃদ্ধ করল ।

Boipoka said...

এই তালিকায় 'রোমাঞ্চকর বন্দুক' গল্পটি বোধহয় রাখা উচিত। সেখানে একবার টেনিদার উল্লেখ আছে।
প‍্যালার গল্প ছাড়াও 'জয়ধ্বজের জয়রথ' উপন্যাস, 'ঘুমপাড়ানি গান' নাটকে টেনিদার প্রসঙ্গ আছে।

Unknown said...

।। 'বইপোকা' মহাশয় সমীপেষু ।।
আপনার মূল্যবান সংযোজনসমূহ জুড়ে দেওয়া হলো এই 'টেনিদা তালিকা' পৃষ্ঠায় ।
সেই সঙ্গে আপনার (ছদ্ম)নামটি শ্রী-যুক্ত হয়ে সসম্মানে স্থান পেল 'কৃতজ্ঞতা স্বীকার'-এ :
https://tenida-treasury.blogspot.in/p/thanks.html

অশেষ ধন্যবাদ । ভালো থাকবেন ।।

Boipoka said...

অনেক ধন্যবাদ। তবে শ্রী-টা শ্রীমতী হবে। :-)

Unknown said...

সংশোধন করে দেওয়া হলো ।
অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত ।

Anonymous said...

আমি জানতাম আমি টেনিদা - পোকা ; কিন্তু পোকার ও পোকা হয় !!!
লা গ্রান্ডি প্রচেষ্টা !!
অসংখ্য ধন্যবাদ সৌরভ বাবু .....ছোট বেলার সেই স্মৃতি গুলো আবারো তরতাজা করার জন্য
আপনার ব্লগে এবার থেকে রেগুলার ঢুঁ মারতেই হবে

Unknown said...

।। Anonymous মহাশয় সমীপেষু ।।

অশেষ ধন্যবাদ !
'টেনিদা ট্রেজারি' ব্লগে স্বাগত জানাই ।