Tenida Tales

টেনিদা-র ছোটগল্প

 

== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় == 

পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে কোনও ব্যবসায়িক স্বার্থে নয়


'Tenida Treasury' Blog.
নানা টেনিদা-কাহিনির প্রথম প্রকাশিত অলংকরণ
শিল্পী (বাঁদিক থেকে) : বীতপাল, সমর দে, শৈল চক্রবর্তী, নীতীশ মুখোপাধ্যায়, নরেন্দ্র দত্ত ।


“... যখন উনি টেনিদার গল্প লিখতেন তখন নিজের দুষ্টুমি-ভরা মুখখানা হাসিতে ভরে যেত ।”
- আশা দেবী



ছোটদের মজার  গল্পের রাজ্যে বুঝি শিবরাম চক্রবর্তী-র পাশেই তাঁর আসন ।
অথচ সূচনাটা ছিল অন্যরকম ।
পরপর লিখেছিলেন কয়েকটি রোমহর্ষক  বা অ্যাডভেঞ্চারধর্মী  কাহিনি

এল ১৯৪৬ ।
সাহিত্যিক বিশু মুখোপাধ্যায়-এর অনুরোধ ।
একসঙ্গে তৈরি হল তিনখানি ক্লাসিক হাসির গল্প ।
একই সালে জন্ম নিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর চিরন্তন চরিত্র-ত্রয়ী । 
ফুচুদা , প্যালারাম এবং ... টেনিদা 

টেনিদা-র গল্প # কোনটা ?
খোদ ‘টেনিদা সমগ্র’ গ্রন্থের সম্পাদকও এই প্রশ্ন করেছিলেন
প্রাপ্ত তথ্য অনুসারে এটি হল ‘খট্টাঙ্গ ও পলান্ন’ ।
প্রকাশিত হয় ‘মণিকাঞ্চন’ (বার্ষিকী), প্রথম খণ্ডে ।

মৎস্য-পুরাণ’ এল পরের বছর ।
বার্ষিকীর নাম ‘মাণিক-মেলা’ ।
এতেও পয়লা কাহিনির কায়দায় নায়কের সঙ্গে পরিচয় করানো হয়েছে পাঠকের ।
টেনিদা ট্রেজারি’ ব্লগের অনুমান এটিই গল্প #

১৩৫৫ সনে নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর ‘সপ্তকাণ্ড’ গ্রন্থে এই দুটির সঙ্গে সংকলিত হয় আরও দু'খানি টেনি-কাহিনি ।
দধীচি, পোকা ও বিশ্বকর্মা’ । ‘ক্যামোফ্লেজ’ ।
এগুলি কবে কোথায় প্রথম বেরয়, জানা যায়নি
দধীচি, পোকা ও বিশ্বকর্মা’ থেকেই সম্ভবত আবির্ভূত হলেন চার মূর্তি-র বাকি সদস্যদ্বয় । 
ক্যাবলা এবং হাবুল সেন
ক্যামোফ্লেজ’-এ চারজনেই যেন টিম হিসাবে প্রতিষ্ঠিত । চাটুজ্যেদের রোয়াকে সভাপতির প্রথম গল্প শুনতে জমা হয়েছেন ।

১৩৫৫-পূর্ববর্তী এই দুটি হতে পারে গল্প #
তবে এ-বিষয়ে দ্বিমত রয়েছে
প্রথম প্রকাশকাল সঠিক না জানা পর্যন্ত নিশ্চিত হওয়া মুস্কিল ।
প্রসঙ্গত ‘ক্যামোফ্লেজ’ বাদে বাকি তিনটিতেই প্যালা-র কাছে জব্দ হয়েছেন টেনিদা

১৩৫৫ – ১৩৭৫ ।
এই বিশ বছরে মোট ন’টি টেনিদা প্রকাশিত হয় ‘বার্ষিক শিশুসাথী’-তে ।
গল্প # দিয়ে শুরু । ‘ভজহরি ফিলম কর্পোরেশন’ ।
এতদিন ভজহরি মুখোপাধ্যায় ছিলেন প্রায় পূর্ণবয়স্ক ‘ভদ্রলোক’ ।
এবার জানা গেল, তাঁর ম্যাট্রিক পরীক্ষা আসন্ন ।

পরের উপকার করিও না’ থেকে পুরোপুরি ঢাকাই ভাষায় বাক্যালাপ জুড়ে দিলেন হাবুল সেন 

বিশু মুখোপাধ্যায় তথা ‘মৌচাক’ পত্রিকার কাছে ঋণী ছিলেন নারায়ণ
তাঁর কিশোর সাহিত্যের প্রবেশদ্বার উন্মুক্ত করে দেওয়ার জন্য
অনেকের ধারণা, ‘মৌচাক’-এ বহুবার দেখা দিয়েছেন টেনিদা
হিসাব কিন্তু বলছে, সম্ভবত একবারই । ‘একটি ফুটবল ম্যাচ’-এ ।
মঞ্চের পর চার মূর্তি এবার মাঠে ।

ক্রিকেট মানে ঝিঁঝিঁ’-তেও তাই ।
এই কিসসার সূত্রে, বার্ষিক-এর পাশাপাশি ‘শিশুসাথী’-র সাধারণ সংখ্যাতেও ঠাঁই পেলেন আমাদের নায়ক । 
পরে এতেই ছাপা হয় তাঁর প্রথম দুই উপন্যাস । 

১৩৬১ সনে টেনিদা হাজির হন আরও দু’বার ।
একটি, ৫৫৫ জন মামার প্রধানতম-কে নিয়ে ‘কুট্টিমামার হাতের কাজ’ ।
অপর গল্প ‘বনভোজনের ব্যাপার’ । 
দেব সাহিত্য কুটীর পূজাবার্ষিকী-র অন্যতম আকর্ষণ ছিলেন টেনিদাঘনাদা-র মতই ১০ 
মোট ষোল বছরে তাঁর এক ডজন কীর্তি এখানেই বেরয় । 
বনভোজনের ব্যাপার’ দিয়ে সেই পথ চলা শুরু । 

উত্তরায়ণ’ (১৩৭১) বার্ষিকী ভাগ্যবান । এতে একসঙ্গে হাজির হর্ষবর্ধন, ঘনাদা এবং টেনিদা ! 

চার মূর্ত্তি’ । এই ধারাবাহিক উপন্যাস চলাকালীন নারায়ণ লিপিবদ্ধ করেছিলেন টেনিদা-র আরও চারটি ছোটগল্প ।
সঙ্গে একমাত্র টেনি-নাটিকা ১১

শুকতারা’-য় বোধহয় একবারই তাঁর উদয় – ‘হালখাতার খাওয়া-দাওয়া-য়
ঢাউস’ গল্পে সর্বপ্রথম ধ্বনিত হল ‘ডি-লা-গ্রান্ডি মেফিস্টোফিলিস ইয়াক্ ইয়াক্’ ।
ন্যাংচাদার ‘হাহাকার’’-এ জানা গেল কুরুবক বকবক করে । 
ক্যাবলা চশমা নিলেন ‘বেয়ারিং ছাঁট’-এ ।

গত শতকের ছয়ের দশক ।
আরও কিছু সাময়িকী অলংকৃত করলেন পটলডাঙার টেনিদা
বেতার জগৎ’ (?), ‘ওরে তোরা জয়ধ্বনি কর’ (?), ‘শারদীয়া কিশোর ভারতী’ ।
নতুন পর্যায়ের ‘সন্দেশ’-এ গল্প ছাড়াও এল অন্তিম উপন্যাসদুটি ।
চার বন্ধু ততদিনে কলেজের ফার্স্ট ইয়ার-এর ছাত্র । 

১৯৪৬ – ১৯৭০
চব্বিশ বছরে ৩৩ খানি ছোটগল্পের নায়ক টেনিদাএছাড়া দুটিতে অতিথি মাত্র ১২
এর মধ্যে কিন্তু ১৫ টিতেই  অনুপস্থিত ক্যাবলা আর হাবুল

লিডারের পাশে শুধুই কথক প্যালারাম 

নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর অকালপ্রয়াণ ১৩৭৭-এ ।
সে-সনে ছাপা হল সর্বশেষ টেনি-কাহিনিত্রয়ী ।
যার অন্যতম ঘুঁটেপাড়ার সেই ম্যাচ 
একাই সেখানে বত্রিশটি গোল দিয়েছিলেন ভজহরি
আর বাঙালি মনের গোলপোস্টে ? তেত্রিশটি !
তাঁর প্রত্যেকটি ছোটগল্প যে এক-একটি মোক্ষম গোল ।

শাবাশ টেনিদা !
গো অন গোলিং ... 
............... 

সাল অনুসারে বিন্যস্ত হল ‘টেনিদা ট্রেজারি’ ব্লগের ছোটগল্প তালিকা  
থাকছে প্রথম প্রকাশ তথ্য । যদিও কিছু ক্ষেত্রে তা অজানা । ১৩  
সবকটির শীর্ষচিত্র বা অলংকরণ সংগ্রহ করাও সম্ভব হয়নি । 
নামের বানান অবিকৃত রাখা হল ।  
রঙিন স্থূলাক্ষর শিরোনামের উপর ক্লিক করলে মিলবে সচিত্র বিস্তারিত বিবরণ ।


টেনিদা-র ছোটগল্প : 
খট্টাঙ্গ ও পলান্ন’ -মণিকাঞ্চন’ (বার্ষিকী), প্রথম খণ্ড, ১৩৫৩
মৎস্য -পুরাণ’ -মাণিক-মেলা’ (বার্ষিকী), আশ্বিন ১৩৫৪ 
দধীচি, পোকা ও বিশ্বকৰ্মা’ - অজ্ঞাত (১৩৫৫ বা তার পূর্বে) 
ক্যামোফ্লেজ’ - অজ্ঞাত (১৩৫৫ বা তার পূর্বে) 
ভজহরি ফিলম কর্পোরেশন’ -বার্ষিক শিশুসাথী’, ১৩৫৫ 
পরের উপকার করিও না’ [ছোটগল্প] -বার্ষিক শিশুসাথী’, ১৩৫৭ 
চামচিকে আর টিকিট চেকার’ -বার্ষিক শিশুসাথী’, ১৩৬০ 
একটি ফুটবল ম্যাচ’ -মৌচাক’, কার্ত্তিক ১৩৬০ 
কুট্টিমামার হাতের কাজ’ -বার্ষিক শিশুসাথী’, ১৩৬১ 
বনভোজনের ব্যাপার’ -ইন্দ্ৰধনু’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , মহালয়া ১৩৬১ 
ক্রিকেট মানে ঝিঁঝিঁ’ -শিশুসাথী’, ফাল্গুন ১৩৬১ 
পেশোয়ার কি আমীর’ -দেবালয়’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , ১৩৬২ 
হালখাতার খাওয়া-দাওয়া’ -শুকতারা’, আষাঢ় ১৩৬৩ 
সাংঘাতিক !’ -বার্ষিক শিশুসাথী’, ১৩৬৩ 
কুট্টি মামার দন্তকাহিনী’ -জয়যাত্রা’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , মহালয়া ১৩৬৩ 
ঢাউস’ -নবপত্রিকা’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , আশ্বিন ১৩৬৪ 
দি গ্রেট্ ছাঁটাই’ -অপরাজিতা’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , মহালয়া ১৩৬৫  
ন্যাংচাদার ‘হাহাকার’ -দেব দেউল’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , মহালয়া ১৩৬৬ 
গজকেষ্ট বাবুর হাসি’ [টেনিদা-র সংক্ষিপ্ত উপস্থিতি] -‘বার্ষিক শিশুসাথী’, ১৩৬৭
বেয়ারিং ছাঁট’ -বার্ষিক শিশুসাথী’, ১৩৬৮ 
ভজগৌরাঙ্গ কথা’ -শারদীয়া’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , মহালয়া ১৩৬৮ 
নিদারুণ প্রতিশোধ’ -বেতার জগৎ’, ১৫ মার্চ ১৯৬২ (১৩৬৮) 
কাক রহস্য (সম্ভবত এটিই কাক-কাহিনী’-র আদিরূপ) -বেতার জগৎ’ , ১৬ ২৮ ফেব্রুয়ারি ১৯৬৩ (১৩৬৯) 
টিকটিকির ল্যাজ’ -বার্ষিক শিশুসাথী’, ১৩৭০ 
তত্ত্বাবধান মানে - জীবে প্রেম !’ -শ্যামলী ’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , মহালয়া ১৩৭০ 
হনোলুলুর মাকুদা’ -সন্দেশ’, জ্যৈষ্ঠ ১৩৭১ 
কাঁকড়াবিছে’ -উত্তরায়ণ’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , ১৩৭১
টিকটিকি বাবুর গল্প
’ [টেনিদা-র সংক্ষিপ্ত উপস্থিতি] -শারদীয়া রোশনাই’, ১৩৭৪
দশানন-চরিত’ -বার্ষিক শিশুসাথী’, ১৩৭৪
একাদশীর রাঁচি যাত্রা
’ -বার্ষিক শিশুসাথী’, ১৩৭৫
টেনিদা আর ইয়েতি
’ - ইন্দ্রনীল’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , মহালয়া ১৩৭৫
প্রভাত সঙ্গীত
’ -শুকসারী’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , মহালয়া ১৩৭৬
ঘুঁটেপাড়ার সেই ম্যাচ
’ -শারদীয়া কিশোর ভারতী’, ১৩৭৭
চেঙ্গিস আর হ্যামলিনের বাঁশিওলা
’ -সন্দেশ’, ভাদ্র আশ্বিন ১৩৭৭
ব্রহ্মবিকাশের দন্তবিকাশ
’ -মণিহার’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , মহালয়া ১৩৭৭



___________________________________________________________________________________ 

= ‘আসল টেনিদা’, আশা দেবী, ‘সেরা সন্দেশ’ (১৩৮৮), আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড । 

= দ্রষ্টব্য ‘টেনিদা ট্রেজারি’ ব্লগে ‘নারায়ণ গঙ্গোপাধ্যায় : http://tenida-treasury.blogspot.in/p/narayan-gangopadhyay.html 

= ‘অথ নিমন্ত্রণ ভোজন’ গল্পে । 

= ‘অথ নিমন্ত্রণ ভোজন’ এবং ‘খট্টাঙ্গ ও পলান্ন’-তে । 

= টেনিদা সমগ্র’ (১৯৯৬), সংকলন ও সম্পাদনা প্রণবকুমার মুখোপাধ্যায়, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, পৃষ্ঠা ৪৯১ । 

= সরোজ দত্ত রচিত জীবনী (পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, ১৯৯৬) গ্রন্থের নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচনার প্রথম প্রকাশকালঅংশেও অনুল্লিখিত । 

= ‘পটলডাঙার টেনিদা : স্নিগ্ধ কৌতুক এবং ...’, সম্রাট দত্ত, ‘সাহিত্যতক্কো’, ‘বাংলা সাহিত্যে ‘দাদাগিরি’’, হেমন্ত ১৪২১ ।
এই সুলিখিত নিবন্ধের তালিকায় (পৃষ্ঠা ১৩২) গল্প # , , যথাক্রমে ‘দধীচি, পোকা ও বিশ্বকর্মা’, ‘ক্যামোফ্লেজ’ ও ‘মৎস্য-পুরাণ’ । 

= বড়দের জন্যেই গল্প লিখছিলাম । হঠাৎ একদিন বিশু মুখোপাধ্যায় এলেন । ... এসেই ফরমাস করলেন, ‘মৌচাকেগল্প লিখতে হবে ছোটদের জন্যে ।
(
নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর ছোটদের শ্রেষ্ঠ গল্পগ্রন্থের ভূমিকা, অভ্যুদয় প্রকাশ-মন্দির, ১৩৬২) 


= “বাংলা-সাহিত্যে টোনিদা-কে [য] টেনে এনেছিলেন বিশুদা – ‘মৌচাকে’র পাতায় আবির্ভাব হয়েছিল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা শিশু-সাহিত্য ।” – ‘টেনিদা’র তিরোধান’, সন্তোষকুমার দে, ‘মৌচাক’, পৌষ ১৩৭৭ ।
“মৌচাক পত্রিকাতেই ‘চারমূর্তি’র প্রথম আত্মপ্রকাশ ।” – ‘বৃহৎ টেনিদা সংকলন’ (১৯৯৩), শৈব্যা প্রকাশন বিভাগ । 
এছাড়া উইকিপিডিয়া-য় ‘টেনিদা’ : https://en.wikipedia.org/wiki/Tenida 

১০ = প্রেমেন্দ্র মিত্র-র ঘনাদা প্রায় ৩০ বার দেখা দেন দেব সাহিত্য কুটীর বার্ষিকী-তে ।
দ্রষ্টব্য ‘ঘনাদা গ্যালারি’ ওয়েবসাইট : http://ghanada.wixsite.com/ghanada-gallery/short-stories-from-the-1940s 

১১ = দ্রষ্টব্য ‘টেনিদা ট্রেজারি’ ব্লগে ‘টেনিদা-র নাটক : http://tenida-treasury.blogspot.in/p/tenida-play.html 

১২ = ‘গজকেষ্ট বাবুর হাসি’ (১৩৬৭) এবং ‘টিকটিকি বাবুর গল্প’ (১৩৭৪) 

১৩ = তালিকার প্রধান অবলম্বন সরোজ দত্ত রচিত জীবনী (পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, ১৯৯৬) গ্রন্থের নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচনার প্রথম প্রকাশকালঅংশ ।
সেটির কিছু অসম্পূর্ণতা বা ত্রুটি, ‘টেনিদা ট্রেজারি’-র এই ছোটগল্প তালিকা-য় সাধ্যমত শোধরানোর চেষ্টা করা হল । 
___________________________________________________________________________________ 

4 comments:

Anonymous said...

Very valuable information. Thank you Dattababu on behalf of all Tenida-lovers.

Unknown said...

dekhlum. ekTa kajer kaj halo. saroj datta-r 'timir phalake' baiTi ki dekha achhe? Tenida bishaye na haleo narayan gangopadhyay-er nijer lekha o tar opar khodkiri niye kichhu tathya achhe sekhane. ekbar dekhe nile bhalo hay.

Unknown said...

Thank you for visiting 'Tenida Treasury', Kausik babu.

Unknown said...

অশেষ ধন্যবাদ রামকৃষ্ণ বাবু !
'তিমির ফলকে' বইটি সম্পর্কে জানা ছিল না।
অবশ্যই চেষ্টা করব সংগ্রহ করতে ।
'টেনিদা ট্রেজারি' ব্লগে স্বাগত জানাই ।