টেনিদা ট্রেজারি
== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
পোস্টের বক্তব্য স্পষ্টতর
করতে এগুলি সাজানো হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।
‘টেনিদা ট্রেজারি’ |
কী ?
‘টেনিদা
ট্রেজারি’ অলংকরণ আর্কাইভ ।
এখানে মিলবে না কোন টেনিদা-টেক্সট ।
অগুন্তি অমনিবাস, সংকলন, সমগ্র ইত্যাদি গ্রন্থের সৌজন্যে সেগুলি সবই সহজলভ্য ।
পরিবর্তে ‘টেনিদা ট্রেজারি’ ব্লগে সংরক্ষিত হচ্ছে টেনিদা-রচনার সঙ্গে প্রথম প্রকাশিত চিত্রসম্ভার ।
এখানে মিলবে না কোন টেনিদা-টেক্সট ।
অগুন্তি অমনিবাস, সংকলন, সমগ্র ইত্যাদি গ্রন্থের সৌজন্যে সেগুলি সবই সহজলভ্য ।
পরিবর্তে ‘টেনিদা ট্রেজারি’ ব্লগে সংরক্ষিত হচ্ছে টেনিদা-রচনার সঙ্গে প্রথম প্রকাশিত চিত্রসম্ভার ।
খ্যাতিমান / অপরিচিত শিল্পীদের তুলিতে
। দুষ্প্রাপ্য পত্র-পত্রিকা-পুস্তক থেকে ।
অধিকাংশই না-দেখা ।
নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর সমস্ত টেনি-কাহিনির পয়লা প্রকাশ-সংবাদ বা ছবি সংগ্রহ করা যায়নি ।
অধিকাংশই না-দেখা ।
নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর সমস্ত টেনি-কাহিনির পয়লা প্রকাশ-সংবাদ বা ছবি সংগ্রহ করা যায়নি ।
ব্লগ-বন্ধুদের মদত পেলে শূন্য পাতার
সংখ্যা ক্রমশ হ্রাস পাবে ।
‘টেনিদা ট্রেজারি’ নির্মীয়মাণ । আপনাদের সাক্ষী রেখেই সংযোজিত হবে নতুন পাওয়া তথ্য / চিত্র ।
আমাদের না-জানা, ভুল-জানা সংশোধনের ভার নিন আপনারা ।
ব্লগে বা ই-মেলে প্রেরিত তথ্য / মন্তব্য / পরামর্শ আমাদের সমৃদ্ধ করবে । উৎসাহ দেবে ।
‘টেনিদা ট্রেজারি’ নির্মীয়মাণ । আপনাদের সাক্ষী রেখেই সংযোজিত হবে নতুন পাওয়া তথ্য / চিত্র ।
আমাদের না-জানা, ভুল-জানা সংশোধনের ভার নিন আপনারা ।
ব্লগে বা ই-মেলে প্রেরিত তথ্য / মন্তব্য / পরামর্শ আমাদের সমৃদ্ধ করবে । উৎসাহ দেবে ।
___________________________________________________________________________________
কেন ?
কেন ?
প্রকাশিত হবে কিশোরদের প্রিয় চরিত্রকে
নিয়ে ঢাউস অমনিবাস ...
এমন খবর এলেই খুদে ভক্ত মহলে উল্লাস ।
অবশেষে সমস্ত রচনা মিলবে দু’ মলাটের মাঝে ।
কিন্তু – একটা ফ্লিপ সাইডও যে থেকে যায় ।
ইতিপূর্বে হয়ত সেই চরিত্রটিকে কেন্দ্র করে বেরিয়েছিল একাধিক ক্ষীণকান্তি সালংকৃত গ্রন্থ ।
‘সমগ্র’-র দাপটে সেগুলি ক্রমে লুপ্ত হতে থাকে ।
পুরনো পত্রিকায় প্রকাশিত প্রথম সচিত্র রূপও ততদিনে ঘচাং ফুঃ ।
এমন খবর এলেই খুদে ভক্ত মহলে উল্লাস ।
অবশেষে সমস্ত রচনা মিলবে দু’ মলাটের মাঝে ।
কিন্তু – একটা ফ্লিপ সাইডও যে থেকে যায় ।
ইতিপূর্বে হয়ত সেই চরিত্রটিকে কেন্দ্র করে বেরিয়েছিল একাধিক ক্ষীণকান্তি সালংকৃত গ্রন্থ ।
‘সমগ্র’-র দাপটে সেগুলি ক্রমে লুপ্ত হতে থাকে ।
পুরনো পত্রিকায় প্রকাশিত প্রথম সচিত্র রূপও ততদিনে ঘচাং ফুঃ ।
ধরুন টেনিদা ।
টেনি-চরিত্র
তথা চার মূর্তি-র বিবর্তন বুঝতে একটি বস্তু অপরিহার্য ।
পয়লা প্রকাশের ক্রমানুসারে বিন্যস্ত কাহিনি-তালিকা ।
অথচ লোপাট-হওয়া সাময়িকী ঘেঁটে তা তৈরি করা সাধারণ পাঠকের পক্ষে দুষ্কর ।
সংকলনেও সাধারণত গল্পের প্রকাশকাল উল্লিখিত থাকে না ।
উপরন্তু, প্রাচীন পত্রিকার অবলুপ্তির সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে থাকে প্রতিভাবান সঙ্গতকারী আঁকিয়েদের অলংকরণ ।
পয়লা প্রকাশের ক্রমানুসারে বিন্যস্ত কাহিনি-তালিকা ।
অথচ লোপাট-হওয়া সাময়িকী ঘেঁটে তা তৈরি করা সাধারণ পাঠকের পক্ষে দুষ্কর ।
সংকলনেও সাধারণত গল্পের প্রকাশকাল উল্লিখিত থাকে না ।
উপরন্তু, প্রাচীন পত্রিকার অবলুপ্তির সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে থাকে প্রতিভাবান সঙ্গতকারী আঁকিয়েদের অলংকরণ ।
‘টেনিদা সমগ্র’ গ্রন্থের সম্পাদক স্বয়ং স্বীকার করেছেন, টেনিদা-র গল্পের ক্ষেত্রে “প্রথম কোনটি, তা চিহ্নিত করা প্রায় দুঃসাধ্য ।” ১
টেনিদা-কে
প্রথম কে আঁকেন – এই প্রশ্নটি তো আরও পুঁদিচ্চেরি । সাঙ্ঘাতিক !
প্রথম
গল্পের প্রথম হেডপীস । টেনিদা-র প্রথম শিল্পী ।। কমল চ্যাটার্জি । |
তাহলে উপায় ?
পাঠের পক্ষে সুবিধাজনক অমনিবাস বা সমগ্র প্রকাশিত হতে থাক ।
পাশাপাশি অন্তর্জালে যথাসাধ্য সংরক্ষণ করা যাক বাংলা সংস্কৃতির আইকনিক চরিত্রদের সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি ।
অবশ্যই হারানো অলংকরণসমূহ সহ ।
নইলে বৃথাই এই ডিজিটাল যুগে বাঁচা ।
এই ভাবনা থেকেই আনাড়ি আঙুলে সাজানো গিয়েছিল ‘ঘনাদা গ্যালারি’ ২ , ‘মনোরঞ্জন মিউজিয়ম’ ৩ ।
বহু বন্ধুর বাড়িয়ে-দেওয়া হাত ধরে ।
‘টেনিদা ট্রেজারি’-ও তেমনি এক সম্মিলিত প্রচেষ্টা ।
বর্তমান ব্লগার গবেষক নন ।
সব মালমসলা একা জোগাড় করতে তিনি নিতান্ত অক্ষম ।
অন্তর্জালে জড়ানো সমস্ত টেনি-ফ্যানদের সহযোগিতা প্রয়োজন ।
তবেই এক জায়গায় পরপর সাজিয়ে রাখা যাবে চার মূর্তি-র যাবতীয় কীর্তির সচিত্র মূর্তি ।
আমাদের এবং অনাগত প্রজন্মের জন্য ।
___________________________________________________________________________________
কবে ?
কবে ?
টেনিদা-র
প্রথম কাহিনি ‘খট্টাঙ্গ ও পলান্ন’ । প্রথম প্রকাশ
১৯৪৬ সালে । ৪
চলছে ২০১৬ ।
অর্থাৎ টেনিদা-র সঙ্গে বাঙালি পাঠক কাটিয়ে দিলেন পুরো সাত দশক ।
উপরন্তু নারায়ণ-শতবর্ষ আসন্ন ।
‘টেনিদা ট্রেজারি’ সাজানোর অজুহাত হিসাবে মন্দ কী !
চলছে ২০১৬ ।
অর্থাৎ টেনিদা-র সঙ্গে বাঙালি পাঠক কাটিয়ে দিলেন পুরো সাত দশক ।
উপরন্তু নারায়ণ-শতবর্ষ আসন্ন ।
‘টেনিদা ট্রেজারি’ সাজানোর অজুহাত হিসাবে মন্দ কী !
___________________________________________________________________________________
কোথায় ?
কোথায় ?
এই আমাদের অলংকরণ আর্কাইভ ‘টেনিদা ট্রেজারি’ ব্লগ
:
https://tenida-treasury.blogspot.in/
কিছু টেনিদা-রচনার প্রথম প্রকাশ তথ্য অথবা অলংকরণ এখনও অধরা ।
টেনিদা-সংক্রান্ত অনেক বইয়ের প্রচ্ছদ / অলংকরণ পাওয়া যায়নি ।
তার তালিকা রইল ব্লগের ‘না-পাওয়া টেনিদা’ পৃষ্ঠায় :
https://tenida-treasury.blogspot.in/
কিছু টেনিদা-রচনার প্রথম প্রকাশ তথ্য অথবা অলংকরণ এখনও অধরা ।
টেনিদা-সংক্রান্ত অনেক বইয়ের প্রচ্ছদ / অলংকরণ পাওয়া যায়নি ।
তার তালিকা রইল ব্লগের ‘না-পাওয়া টেনিদা’ পৃষ্ঠায় :
অনুগ্রহ করে ‘টেনিদা ট্রেজারি’ ব্লগ বা গ্রুপে আমাদের জানান ।
মতামত ও পরামর্শের জন্য আমরা অপেক্ষমাণ ।
মতামত ও পরামর্শের জন্য আমরা অপেক্ষমাণ ।
___________________________________________________________________________________
১ = ‘টেনিদা সমগ্র’ (১৯৯৬), সংকলন ও সম্পাদনা – প্রণবকুমার মুখোপাধ্যায়, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, পৃষ্ঠা ৪৯১ ।
১ = ‘টেনিদা সমগ্র’ (১৯৯৬), সংকলন ও সম্পাদনা – প্রণবকুমার মুখোপাধ্যায়, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, পৃষ্ঠা ৪৯১ ।
২ = ‘ঘনাদা গ্যালারি’ ওয়েবসাইট : http://ghanada.wixsite.com/ghanada-gallery
৩ = লেখক মনোরঞ্জন ভট্টাচার্য-কে নিয়ে ‘মনোরঞ্জন মিউজিয়ম’ ব্লগ : http://manoranjan-museum.blogspot.in/
৪ = ‘খট্টাঙ্গ ও পলান্ন’ বেরয় ‘মণিকাঞ্চন’ বার্ষিকীর প্রথম খণ্ডে (১৯৪৬) ।
48 comments:
de la grandi mephistopheles, yak yak!
Thank you অর্ণব !!!
তোমার সাহায্য ছাড়া এই কাজে হাত দেওয়ার সাহস হত না ।
অসামান্য। স্যালুট
অশেষ ধন্যবাদ !
This is one of the most awaited project. No words to express appreciation.
Baki dadader theke Teni Mukhujje kachher manush. Darun udyog, Datta moshai.
Thank you so much Samudra Babu.
Without your help, we wouldn't have made much progress.
অশেষ ধন্যবাদ কৌশিক বাবু !
আমারও প্রিয়তম 'দা' হলেন ভজহরি ।
অসাধারণ কাজ,চমৎকার হয়েছে। অনেক ধন্যবাদ সৌরভ বাবু - প্রদীপ্ত
অশেষ ধন্যবাদ প্রদীপ্ত বাবু !
'টেনিদা ট্রেজারি' ব্লগে স্বাগত জানাই ।
Tenida niye koNodin separate blog hobe vabini.Onek dhonnobad.
আপনাদের সবার উৎসাহ ও প্রত্যক্ষ সাহায্যেই এই ব্লগ সাজানো সম্ভব হল ।
অশেষ ধন্যবাদ ।
'টেনিদা ট্রেজারি'-তে স্বাগত জানাই ।
দারুণ‚দারুণ কাজ! illustration–গুলি ছেলেবেলার অনেক পুরোনো স্মৃতি উসকে দিয়ে গেল।
অশেষ ধন্যবাদ শিশির বাবু ।
আপনার উৎসাহ ও সাহায্য ব্যতীত এই ব্লগ অসম্পূর্ণ রয়ে যেত ।
'টেনিদা ট্রেজারি'-তে স্বাগত জানাই ।
Darun korchen,tenida j kotobar porechi thik nei,apnake dhonyobad.
অশেষ ধন্যবাদ তীর্থঙ্কর বাবু ।
'টেনিদা ট্রেজারি' ব্লগে স্বাগতম ।
মুগ্ধ হলাম!
অশেষ ধন্যবাদ ।
'টেনিদা ট্রেজারি' ব্লগে স্বাগতম ।
Ja sob Kando kore cholechis.. sudhu bhalo bola shokto .. alur chop r beguni diye boron korte hoi.. Tenida jindabad ..
ফুল-চন্দন-এর পরিবর্তে তোর মুখেও ফুলুরি-চপ পড়ুক রজত !
ভীষণ আনন্দ পেলাম ।
ভাল থাকিস । সঙ্গে থাকিস । :)
দারুন করেছেন দাদা,শুভেছা রইল
অশেষ ধন্যবাদ ।
'টেনিদা ট্রেজারি' ব্লগে স্বাগত জানাই ।
সাফল্য কামনা করি।
Loving it
আনন্দবাজার পত্রিকা তে এই ব্লগের উল্লেখ পাই। এই এলাহি আয়োজন দেখে ভীষন ভাল লাগল। শৈশবের স্মৃতি উষ্কে দেওয়ার জন্য ধন্যবাদ। এই অভিনব প্রচেষ্টার জন্য শুভেচ্ছা রইল।
অশেষ ধন্যবাদ !
'টেনিদা ট্রেজারি' ব্লগে স্বাগত জানাই ।
অশেষ ধন্যবাদ কল্যাণ বাবু !
'টেনিদা ট্রেজারি' ব্লগে স্বাগত জানাই ।
অশেষ ধন্যবাদ সুদীপ্ত বাবু !
'টেনিদা ট্রেজারি' ব্লগে আপনাকে স্বাগত জানাই ।
Anabadya prayas .Blog er samriddhi kamona kari.
darun
অশেষ ধন্যবাদ গৌতম বাবু !
'টেনিদা ট্রেজারি' ব্লগে আপনাকে স্বাগত জানাই ।
অশেষ ধন্যবাদ !
'টেনিদা ট্রেজারি' ব্লগে আপনাকে স্বাগত জানাই ।
a very good initiative....ami amar chena-janar madhye jatota somvob ei blog-r bepare prochar korbo...
অশেষ ধন্যবাদ !
'টেনিদা ট্রেজারি' ব্লগে আপনাকে স্বাগত জানাই ।
darun..khub bhalo laglo..bangali rao oitijho dhore rakhte jane..
অশেষ ধন্যবাদ !
'টেনিদা ট্রেজারি' ব্লগে আপনাকে স্বাগত জানাই ।
Fatafati Golpo Gucho..............
'টেনিদা ট্রেজারি' ব্লগে স্বাগত জানাই ।
ভীষণ ভাল লাগল দেখে।
অশেষ ধন্যবাদ ।
'টেনিদা ট্রেজারি' ব্লগে আপনাকে স্বাগত জানাই ।
নারায়ণবাবুর পটলডাঙ্গার আখ্যানতো শুধুমাত্র টেনিদাতে সীমাবদ্ধ নয়; বল্টুদা,ফুচুদা,হলধরদা,ঘোড়ামামা প্রভৃতি নানা মজাদার চরিত্র রয়েছে। এদের মধ্যে একমাত্র যোগসূত্র গল্পের কথক প্যালা। প্যালাকে নিয়ে একটা আলাদা blog পেলে ভালো লাগবে.... টেনিদাও যেন সেখানে বাদ না পড়ে।
চমৎকার প্রস্তাব । ধন্যবাদ আপনাকে ।
প্রসঙ্গত, 'অবসর' ব্লগে ফুচুদা-কে নিয়ে আমাদের এই লেখাটি দেখতে পারেন :
http://www.abasar.net/Bibidh_Sourav.htm
ধন্যবাদ।
আপনার ফুচুদাকে নিয়ে লেখাটা পড়লাম। ভালো লাগলো। প্রসঙ্গত, 'অথ নিমন্ত্রণ ভোজন' সম্ভবত একমাত্র লেখা যাতে প্যালার মেজদার নাম উল্লেখ আছে।
আপনাকে একটা অনুরোধ করতে চাই। যে প্যালা-কাহিনীগুলি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত সংকলনগুলিতে নেই (যেমন 'কলকাতার লোক','সৌজন্য-দিবস','টিকটিকি বাবুর গল্প','ভাদ্র মাসের গল্প' প্রভৃতি), সেই গল্পগুলির যদি একটা তালিকা দেন, তবে কৃতজ্ঞ থাকবো।
'ফুচুদা' পড়বার জন্য ধন্যবাদ স্নেহাশিস বাবু ।
নানা কারণে আপাতত ব্লগ-সংক্রান্ত কাজ থেকে বিরত থাকছি ।
তবে ভবিষ্যতে ইচ্ছে রইল গ্রন্থবদ্ধ-অগ্রন্থিত টেনি-হীন প্যালা-কাহিনি নিয়ে স্বতন্ত্র ব্লগ সাজাবার ।
ভালো থাকবেন ।
ধন্যবাদ।
অসাধারণ উদ্যোগ - যাকে বলে ডি লা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস!
ইয়াক ইয়াক - অর্থাৎ, অশেষ ধন্যবাদ !!!
'টেনিদা ট্রেজারি' ব্লগে আপনাকে স্বাগত জানাই ।
Post a Comment