সবার প্রিয় টেনিদা [বই] (‘শৈব্যা প্রকাশন বিভাগ’ সংস্করণ)
== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
পোস্টের বক্তব্য স্পষ্টতর
করতে এগুলি সাজানো হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।
নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর এক ডজন ছোটগল্পের সংকলন ।
আটটিতে টেনিদা উপস্থিত ।
‘সবার প্রিয় টেনিদা’ গ্রন্থের প্রথম প্রকাশক শিবরাম চকরবরতির বইয়ের দোকান (১৯৭১) ১ ।
সূচিপত্র অপরিবর্তিত রেখে ১৯৮৬ সালে শৈব্যা প্রকাশন বিভাগ থেকে পুনঃপ্রকাশিত হয় ‘সবার প্রিয় টেনিদা’ ।
এবারেও নয়া সংস্করণের নতুন প্রচ্ছদ আঁকেন শৈল চক্রবর্তী ।
তবে পরবর্তী কোনো মুদ্রণে এই দায়িত্ব পালন করেন সম্ভবত শিল্পী-সাহিত্যিক গৌতম রায় ।
প্রকাশক : শৈব্যা প্রকাশন বিভাগ ।
সাল : জানুয়ারি ১৯৮৬ ।
শিল্পী : শৈল চক্রবর্তী ।
গ্রন্থে সংকলিত টেনিদা-র কাহিনি (কিছু কিছু শিরোনামের বানান মূলানুগ
নয়) :
১) ‘টেনিদা আর ইয়েতি’
২) ‘ক্যামোফ্লেজ’ [সূচিপত্রে ছাপা হয়েছে ‘ক্যামোক্লেজ’]
৩) ‘হনোলুলুর মাকুদা’
৩) ‘হনোলুলুর মাকুদা’
৪) ‘কাক কাহিনী’
৫) ‘কুট্টিমামার হাতের কাজ’
৬) ‘হালখাতার খাওয়া দাওয়া’
৭) ‘ভজহরি ফিল্ম কর্পোরেশন’
৮) ‘চামচিকে আর টিকিট চেকার’
গ্রন্থে সংকলিত নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর টেনিদা-হীন কাহিনি :
১) ‘ঘণ্টাদার কাবলু কাকা’ [সূচিপত্রে ছাপা হয়েছে ‘ঘণ্টাদার কাবুল কাকা’]
২) ‘ঘোড়াটোরার ব্যাপার’
৩) ‘ওস্তাদের মার’
৪) ‘ছাত্র চরিতামৃত’
প্রচ্ছদ ও অলংকরণ :
২) ‘ঘোড়াটোরার ব্যাপার’
৩) ‘ওস্তাদের মার’
৪) ‘ছাত্র চরিতামৃত’
প্রচ্ছদ ও অলংকরণ :
‘সবার প্রিয় টেনিদা’, শৈব্যা
প্রকাশন বিভাগ,
১৯৮৬
।
শিল্পী
।। শৈল
চক্রবর্তী । |
‘সবার প্রিয় টেনিদা’, শৈব্যা
প্রকাশন বিভাগ,
১৯৮৬
।
শিল্পী
।। শৈল
চক্রবর্তী । |
‘সবার প্রিয় টেনিদা’, শৈব্যা
প্রকাশন বিভাগ,
১৯৮৬
।
গল্প ।। ‘টেনিদা আর ইয়েতি’ । শিল্পী ।। শৈল চক্রবর্তী । |
‘সবার প্রিয় টেনিদা’, শৈব্যা
প্রকাশন বিভাগ,
১৯৮৬
।
গল্প ।। ‘ক্যামোফ্লেজ’ । শিল্পী ।। শৈল চক্রবর্তী । |
পরে ‘সবার প্রিয় টেনিদা’-র মলাট বদলে যায় ।
তবু শৈল চক্রবর্তী-র প্রচ্ছদের ছাপ যেন রয়ে যায় নতুন শিল্পী (গৌতম রায় ?) -র তুলিতেও ।
১৯৮৬ সংস্করণের দুটি অলংকরণের একটি বাদ পড়ে ।
‘সবার প্রিয় টেনিদা’, শৈব্যা
প্রকাশন বিভাগ,
১৯৯৭
সংস্করণ ।
শিল্পী
।। গৌতম
রায় (?) । |
___________________________________________________________________________________
১ = https://tenida-treasury.blogspot.com/2017/01/Shawbaar-Priyo-Tenida-Book-SCBD-Edition.html
___________________________________________________________________________________
No comments:
Post a Comment