নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কিশোর সঞ্চয়ন [বই] (অভ্যুদয় সংস্করণ)
== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
পোস্টের বক্তব্য স্পষ্টতর
করতে এগুলি সাজানো হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।
একটি উপন্যাস, নটি ছোটগল্প, এক জোড়া নাটক, তিনটি কবিতা এবং দুটি প্রবন্ধে সজ্জিত হয় ‘নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কিশোর সঞ্চয়ন’ ।
প্রকাশক-এর ভূমিকা অনুযায়ী, দুখানি কবিতা শুধুমাত্র এই বইয়ের জন্যই রচনা করেন লেখক ।
গ্রন্থে টেনিদা-র উপস্থিতি কিন্তু মাত্র দুবার ।
‘ক্রিকেট মানে ঝিঁঝিঁ’ গল্পে । ‘পরের উপকার করিও না’ নাটকে ।
দীর্ঘ সূচিপত্র টাইপ করার পরিবর্তে ‘টেনিদা ট্রেজারি’ ব্লগে রাখা হচ্ছে তার প্রতিলিপি ।
প্রকাশক : অভ্যুদয় প্রকাশ-মন্দির ।
সাল : আশ্বিন ১৩৬৮ ।
প্রচ্ছদ শিল্পী : চারু খান ।
প্রচ্ছদ :
‘নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কিশোর
সঞ্চয়ন’, অভ্যুদয় প্রকাশ-মন্দির, ১৩৬৮ । শিল্পী ।। চারু খান । |
‘নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কিশোর
সঞ্চয়ন’, অভ্যুদয় প্রকাশ-মন্দির, ১৩৬৮ । |
প্রকাশক-এর ভূমিকা :
প্রকাশক-এর ভূমিকা, ‘নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কিশোর সঞ্চয়ন’, অভ্যুদয় প্রকাশ-মন্দির, ১৩৬৮ । |
সূচিপত্র :
সূচিপত্র, ‘নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কিশোর সঞ্চয়ন’, অভ্যুদয় প্রকাশ-মন্দির, ১৩৬৮ । |
2 comments:
duronto, apni ekhono achen sir!
তাই তো মনে হচ্ছে ... :P
Post a Comment