Matsya-Puraan

মৎস্য-পুরাণ

 

== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় == 

পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে কোনও ব্যবসায়িক স্বার্থে নয়


'Tenida Treasury' blog.



গল্পের গোড়ায় টেনিদা-র সঙ্গে পুনর্বার আলাপ করান নারায়ণ গঙ্গোপাধ্যায়
প্রায় পয়লা কিসসা খট্টাঙ্গ ও পলান্ন’-র কায়দাতেই  
ক্যাবলা বা হাবুল সেন-এর কোনো উল্লেখ নেই ।
টেনিদা ট্রেজারি’-র অনুমান, ‘মৎস্য-পুরাণ’ হতে পারে সিরিজের গল্প #

নায়কের উচ্চতা এখানে পাঁচ হাত ।
গল্প # –এর চাইতে হাতখানেক কম
তাঁর দমদমা-র বাগানবাড়িতে এই একবারই প্রবেশ করেন পাঠক ।
সেখানকার উদ্যান-পরিচারকের নাম জগা 

প্রথম দুই গল্পেই, প্যালারাম-কে প্রতিশ্রুতি দিয়ে শেষে বিপাকে পড়েন টেনিদা 


প্রথম প্রকাশ : 
মাণিক-মেলা (বার্ষিকী), আশ্বিন ১৩৫৪ 
সম্পাদক – খগেন্দ্রনাথ মিত্র 
পরিবেশক – এম এল দে য়্যাণ্ড কোং


নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) : 
১) সপ্তকাণ্ড, বৃন্দাবন ধর অ্যান্ড সন্স (প্রাঃ) লিমিটেড, ১৩৫৫ 
২) পটলডাঙ্গার টেনিদা, বেঙ্গল পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, ফাল্গুন ১৩৭৭, ‘মৎস্য পুরাণ’ নামে । 

চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত :  
টেনিদা, প্যালা । 


‘মাণিক-মেলা (বার্ষিকী)-র একটি বিজ্ঞাপন ও প্রচ্ছদ :

'Tenida Treasury' Blog.
‘শিশুসাথী’-তে প্রকাশিত বিজ্ঞাপন ।







'Tenida Treasury' Blog.
শিল্পী ।। অজ্ঞাত ।













প্রথম প্রকাশিত হেডপীস ও অলংকরণ :

'Tenida Treasury' Blog.

মৎস্য-পুরাণ’, ‘মাণিক-মেলা’, ১৩৫৪ ।
শিল্পী ।। অজ্ঞাত
লক্ষণীয়, লেখকের নামের বানান : শ্রীনারাণ গঙ্গোপাধ্যায়




___________________________________________________________________________________

= পাশাপাশি দ্রষ্টব্য পটলডাঙার টেনিদা : স্নিগ্ধ কৌতুক এবং ...’, সম্রাট দত্ত, সাহিত্যতক্কো’, ‘বাংলা সাহিত্যে দাদাগিরি’’, হেমন্ত ১৪২১ । 

এই নিবন্ধের তালিকায় (পৃষ্ঠা ১৩২) কিন্তু দ্বিতীয় গল্প হল দধীচি, পোকা ও বিশ্বকর্মা
___________________________________________________________________________________

No comments: