ঝাউ-বাংলোর রহস্য [বই] (শৈব্যা সংস্করণ)
== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
পোস্টের বক্তব্য স্পষ্টতর
করতে এগুলি সাজানো হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।
শৈব্যা পুস্তকালয়-এর ‘ঝাউ-বাংলোর রহস্য’ গ্রন্থের প্রচ্ছদ ও ছবি আঁকেন ধীরেন বল ।
এর আগে ‘বার্ষিক শিশু সাথী’-তে কয়েকটি টেনি-কাহিনির প্রথম প্রকাশিত রূপ তিনিই অলংকৃত করেন ।
‘নারায়ণ গঙ্গোপাধ্যায়ের হাসির গল্প’ বইটিরও মলাট এবং কিছু অলংকরণ ছিল তাঁর ।
প্রকাশক : শৈব্যা পুস্তকালয় ।
সাল : তৃতীয় মুদ্রণ, অক্টোবর ১৯৭৫ ; পঞ্চম মুদ্রণ, মে ১৯৭৯ ।
শিল্পী : ধীরেন্দ্রনাথ বল ।
উৎসর্গপত্র : দ্রষ্টব্য - ‘ঝাউ-বাংলোর রহস্য [বই] (বিচিত্রা সংস্করণ)’ ১
ভূমিকা, ‘ঝাউ-বাংলোর রহস্য’, শৈব্যা পুস্তকালয় । |
প্রচ্ছদ ও অলংকরণ :
‘ঝাউ-বাংলোর রহস্য’, শৈব্যা পুস্তকালয় ।
শিল্পী ।। ধীরেন বল । |
‘ঝাউ-বাংলোর রহস্য’, শৈব্যা পুস্তকালয় ।
শিল্পী ।। ধীরেন বল । |
‘ঝাউ-বাংলোর রহস্য’, শৈব্যা পুস্তকালয় ।
শিল্পী ।। ধীরেন বল । |
‘ঝাউ-বাংলোর রহস্য’, শৈব্যা পুস্তকালয় ।
শিল্পী ।। ধীরেন বল । |
‘ঝাউ-বাংলোর রহস্য’, শৈব্যা পুস্তকালয় ।
শিল্পী ।। ধীরেন বল । |
‘ঝাউ-বাংলোর রহস্য’, শৈব্যা পুস্তকালয় ।
শিল্পী ।। ধীরেন বল । |
‘ঝাউ-বাংলোর রহস্য’, শৈব্যা পুস্তকালয় ।
শিল্পী ।। ধীরেন বল । |
শৈব্যা সংস্করণের ‘ঝাউ-বাংলোর রহস্য’-র তৃতীয় মুদ্রণে (১৯৭৫) অভ্যন্তরীণ অলংকরণগুচ্ছ উপস্থিত ।
পঞ্চম মুদ্রণে (১৯৭৯) কিন্তু উধাও ।
সেখানে ব্যবহৃত হয়েছে একটিমাত্র হেডপীস । সম্ভবত শ্রী গৌতম রায় অঙ্কিত ।
‘ঝাউ-বাংলোর রহস্য’, শৈব্যা পুস্তকালয় ।
শিল্পী ।। গৌতম রায় (?) । |
আবার ১৯৯২ সালের ‘সংশোধিত (৮)’ সংস্করণে দেখা যাচ্ছে অন্য দুটি শীর্ষচিত্র, ‘টেনিদার অভিযান’ ২ গ্রন্থেও যা স্থান পায় ।
‘ঝাউ-বাংলোর রহস্য’, শৈব্যা প্রকাশন
বিভাগ, ১৯৯২ ।
শিল্পী ।। গৌতম রায় । |
‘ঝাউ-বাংলোর রহস্য’, শৈব্যা প্রকাশন
বিভাগ, ১৯৯২ ।
শিল্পী ।। গৌতম রায় । |
___________________________________________________________________________________
১ = https://tenida-treasury.blogspot.in/2016/12/Jhaau-Bungalow-r-Rahasya-Book-Bichitra-Edition.html
২ = https://tenida-treasury.blogspot.com/2016/12/Tenidar-Abhijaan-Book.html
___________________________________________________________________________________
4 comments:
'Jhow Banglo' niye ekta alada post korar jonno dhonnobad.
আপনাকেও ধন্যবাদ !
আইডিয়াটা প্রথম আপনিই দিয়েছিলেন ।
Darrun...ebar ekta kambol... niye hok.
'কম্বল নিরুদ্দেশ' গ্রন্থের চিত্রগুচ্ছ মিলবে এই লিঙ্কে :
https://tenida-treasury.blogspot.com/2016/12/Kambal-Niruddesh-Book-Shaibya-Edition.html
'টেনিদা ট্রেজারি' ব্লগে স্বাগত জানাই ।।
Post a Comment