Kuttimamar Haater Kaaj

কুট্টিমামার হাতের কাজ

 

== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় == 

পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে কোনও ব্যবসায়িক স্বার্থে নয়  



'Tenida Treasury' Blog.



চাটুজ্যেদের রোয়াক নয় ।
টেনিদা-প্যালা-র আড্ডাস্থল এখানে চিড়িয়াখানা । অ্যাটলাস-এর মূর্তির কাছে । 
এই গল্প থেকে টেনি-ভুবনে যুক্ত হলেন গজগোবিন্দ হালদার 
নায়কের পাঁচশো পঞ্চান্ন জন মামার প্রধানতম - কুট্টিমামা

তাঁর চেহারার বর্ণনা ও কীর্তিকলাপ অবশ্য ‘চার মূর্তির অভিযান’-এ পৌঁছে প্রশ্নের মুখে পড়ে । 

প্রথম প্রকাশ : 
বার্ষিক শিশুসাথী, ১৩৬ 

নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) : 
১) নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটদের শ্রেষ্ঠ গল্প’, অভ্যুদয় প্রকাশ-মন্দির, আশ্বিন ১৩৬২
২) ছোটদের শ্রেষ্ঠ গল্প’, অন্নপূর্ণা পাবলিশিং হাউস, জুন ১৯৭৪
৩) ছুটির আকাশ, ইষ্টলাইট বুক হাউস, ১০ ই আশ্বিন ১৩৬৩ 
৪) টেনিদার গল্প’, অভ্যুদয় প্রকাশ-মন্দির, জ্যৈষ্ঠ ১৩৭৫  
৫) সবার প্রিয় টেনিদা’, শিব্রাম চকরবর্তীর বইয়ের দোকান, সেপ্টেম্বর ১৯৭১  
৬) সবার প্রিয় টেনিদা’, শৈব্যা প্রকাশন বিভাগ, ১৯৮৬  
৭) টেনিদার কাণ্ডকারখানা, কামিনী প্রকাশালয়, নববর্ষ ১৩৯৭ । 

চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত : 
টেনিদা, প্যালা 


‘বার্ষিক শিশুসাথী, ১৩৬১-র প্রচ্ছদ :

'Tenida Treasury' Blog.

শিল্পী ।। অজ্ঞাত ।












প্রথম প্রকাশিত হেডপীস ও অলংকরণ :

'Tenida Treasury' Blog.

কুট্টিমামার হাতের কাজ’, বার্ষিক শিশুসাথী’, ১৩৬১
শিল্পী ।। শৈল চক্রবর্তী ।


















'Tenida Treasury' Blog.

কুট্টিমামার হাতের কাজ’, বার্ষিক শিশুসাথী’, ১৩৬১
শিল্পী ।। শৈল চক্রবর্তী ।

















'Tenida Treasury' Blog.
কুট্টিমামার হাতের কাজ’, বার্ষিক শিশুসাথী’, ১৩৬১
শিল্পী ।। শৈল চক্রবর্তী ।










___________________________________________________________________________________ 

= কাঁকড়াবিছে 

= সুনির্মল বসু ইতিপূর্বে আর এক কুট্টিমামা-র সন্ধান দিয়েছিলেন ।
‘দাঁড়মোনিয়াম’, ‘তালবোলা’-র স্রষ্টা সেই মাতুল অ্যামেচার আবিষ্কর্তা । 
লেখকের ‘লালন ফকিরের ভিটে’ (নব ভারতী, নতুন সংস্করণ ১৩৬০) গ্রন্থে সংকলিত হয় ‘কুট্টিমামার আবিষ্কার’ গল্পটি ।
'Tenida Treasury' blog.
সুনির্মল বসু-র ‘কুট্টিমামার আবিষ্কার’,
লালন ফকিরের ভিটে’ গ্রন্থ ।
শিল্পী ।। অজ্ঞাত ।


 
___________________________________________________________________________________
 

6 comments:

sisirbindu said...

বার্ষিক শিশুসাথী–র এই চমত্কার প্রচ্ছদটি বহুদিন বাদে ফের দেখলাম। বইটি ছেলেবেলায় বাড়ির পুরোনো বইয়ের ভিতর হঠাত্ই আবিষ্কার করেছিলাম। বাবা কিনেছিলেন। আমার গল্পের বই পড়ার হাতেখড়ি এই বইটি দিয়ে বলা যায়। গল্পগুলি কতবার যে পঅেছি! অনেক‚ অনেক ধন্যবাদ।

Unknown said...

অশেষ ধন্যবাদ শিশির বাবু !
আপনার সাহায্য ও উৎসাহ ছাড়া এই 'টেনিদা ট্রেজারি'-র কাজে হাত দেওয়ার সাহস পেতাম না ।
আমরা কৃতজ্ঞ ।

sankha goswami said...

alor fulki sangkalantite galpota pratham porechilam.sei amar pratham tenida path

Unknown said...

বাঃ !

Arnab said...

Amio ei golpota prothom pori Alor Phulki patrikai, aar Tenida aar Kuttimama r preme pore jai

Unknown said...

দারুণ !
'পটলডাঙ্গার টেনিদা' ধারাবাহিক হত দূরদর্শনে ।
রবি ঘোষ কুট্টি আর টেনি - দুটোই সেজেছিলেন ।
ঝপ করে মনে পড়ে গেল ...