ভজহরি ফিলম কর্পোরেশন
== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
পোস্টের বক্তব্য স্পষ্টতর
করতে এগুলি সাজানো হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।
বিশ বছরে টেনিদা-র মোট ন’টি গল্প বেরয় ‘বার্ষিক শিশুসাথী’-তে ।
‘ভজহরি ফিলম কর্পোরেশন’ (১৩৫৫) দিয়ে সূচনা ।
প্যালা এবং টেনিদা-র কাহিনি ।
তা সত্ত্বেও ক্যাবলা-হাবুল কেন অনুপস্থিত, তার কৈফিয়ত দেওয়া হয়েছে ।
অর্থাৎ চারজনেই ততদিনে একটি টিম হিসাবে প্রতিষ্ঠিত ।
লিডার-এর ভাল নাম প্রথম এই গল্পে প্রকাশিত হলেও, প্যালা কিন্তু কমলেশ ব্যানার্জি নন । ১
প্যালারাম বন্দ্যোপাধ্যায় ।
এতদিন ভজহরি মুখোপাধ্যায়-কে মনে হত পূর্ণবয়স্ক ভদ্রলোক ।
এখানে জানা গেল, তাঁর ম্যাট্রিক আসন্ন ।
নামের পাশাপাশি ফাঁস হল তাঁর ঠিকানাও । ১৮ নং পটলডাঙা স্ট্রিট ।
পাঠক সে-বাড়ির তে-তলার ঘরে প্রবেশ করেন ।
আলাপ সেরে ফেলেন চট্টগ্রাম-নিবাসী পরিচারক বিষ্টু-র সঙ্গে ।
টেনিদা তাঁর ‘ছুটোবাবু’ ।
প্যালা-র ছোট মামা এবং টেনি-র বড়দা-র প্রসঙ্গ সম্ভবত এই গল্পেই প্রথম আসে ।
তাঁর কিশোর-কাহিনিতে, গড়পড়তা বাংলা ছায়াছবি নিয়ে বারবার ঠাট্টা করতেন নারায়ণ গঙ্গোপাধ্যায় ।
এখানে নায়কের মুখে রয়েছে তার সংজ্ঞা :
“তিনটে মারামারি, আটটা গান আর গোটা কতক ঘর বাড়ি দেখালেই ফিলিম হয়ে যায় ।” ২
‘ভজহরি ফিলম কর্পোরেশন’ চিত্রিত করেন শিল্পী পূর্ণচন্দ্র চক্রবর্তী ।
ইতিহাস বা পুরাণ নির্ভর ছবিতে যিনি ছিলেন অদ্বিতীয় ।
প্রথম প্রকাশ :
‘বার্ষিক শিশুসাথী’, ১৩৫৫
নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) :
নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) :
১) ‘ছুটির আকাশ’, ইষ্টলাইট
বুক হাউস, ১০ ই আশ্বিন ১৩৬৩ ।
২) ‘টেনিদার গল্প’,
অভ্যুদয় প্রকাশ-মন্দির, জ্যৈষ্ঠ ১৩৭৫ ।
৩) ‘সবার প্রিয় টেনিদা’, শিব্রাম চকরবর্তীর বইয়ের দোকান, সেপ্টেম্বর ১৯৭১ ।
৪) ‘সবার প্রিয় টেনিদা’, শৈব্যা প্রকাশন বিভাগ, ১৯৮৬ ।
৫) ‘টেনিদার কাণ্ডকারখানা’,
কামিনী প্রকাশালয়, নববর্ষ ১৩৯৭ । চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত :
প্রথম প্রকাশিত হেডপীস ও অলংকরণ :
‘ভজহরি
ফিলম কর্পোরেশন’,
শিল্পী
।। পূর্ণচন্দ্র
চক্রবর্তী ।‘বার্ষিক শিশুসাথী’, ১৩৫৫ । |
‘ভজহরি
ফিলম কর্পোরেশন’,
শিল্পী
।। পূর্ণচন্দ্র
চক্রবর্তী ।‘বার্ষিক শিশুসাথী’, ১৩৫৫ । |
‘ভজহরি
ফিলম কর্পোরেশন’,
শিল্পী
।। পূর্ণচন্দ্র
চক্রবর্তী ।‘বার্ষিক শিশুসাথী’, ১৩৫৫ । |
‘ভজহরি
ফিলম কর্পোরেশন’,
শিল্পী
।। পূর্ণচন্দ্র
চক্রবর্তী ।‘বার্ষিক শিশুসাথী’, ১৩৫৫ । |
___________________________________________________________________________________
১ = ‘চার মূর্তির অভিযান’ উপন্যাসে প্রথম জানা যায়
প্যালা সহ বাকি তিন মূর্তির ভাল নাম ।
২ = দ্রষ্টব্য : ‘ন্যাংচাদার ‘হাহাকার’’ -
https://tenida-treasury.blogspot.in/2016/12/Nyangchadar-Haahakar.html
___________________________________________________________________________________
২ = দ্রষ্টব্য : ‘ন্যাংচাদার ‘হাহাকার’’ -
https://tenida-treasury.blogspot.in/2016/12/Nyangchadar-Haahakar.html
___________________________________________________________________________________
2 comments:
Prathom chobita khub sundor
পূর্ণচন্দ্র চক্রবর্তী সম্ভবত এই একবারই টেনি-কাহিনি অলংকৃত করার সুযোগ পেয়েছিলেন । :)
Post a Comment