নারায়ণ গঙ্গোপাধ্যায়
== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ,
স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয়
।
![]() |
টেনিদা-র স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায় । |
বাংলাদেশের
দিনাজপুরে জন্ম ১ । সেখানেই স্কুল-জীবন অতিবাহিত
করেছিলেন নারায়ণ
(তারকনাথ) গঙ্গোপাধ্যায় ।
বারো বছর বয়সে ‘মাস পয়লা’ পত্রিকায় ছাপা হয় তাঁর কবিতা ‘ডাক’ ।
১৯৩৮ সালে এম এ পড়বার উদ্দেশ্যে কলকাতা আগমন ।
বারো বছর বয়সে ‘মাস পয়লা’ পত্রিকায় ছাপা হয় তাঁর কবিতা ‘ডাক’ ।
১৯৩৮ সালে এম এ পড়বার উদ্দেশ্যে কলকাতা আগমন ।
এই
সময় বাল্যবন্ধু নিমাই বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে যৌথভাবে লেখেন তিনটি
কিশোরপাঠ্য গ্রন্থ (১৯৩৮ – ১৯৪০) ।
নারায়ণ গঙ্গোপাধ্যায় বললেই এক বিশেষ ধারার গল্প মনে আসে ছোটদের ।
‘বিভীষিকার মুখে’ সহ সেই অ্যাডভেঞ্চার উপন্যাসত্রয়ী, নামে-মেজাজে ছিল একেবারেই আলাদা ।
নারায়ণ গঙ্গোপাধ্যায় বললেই এক বিশেষ ধারার গল্প মনে আসে ছোটদের ।
‘বিভীষিকার মুখে’ সহ সেই অ্যাডভেঞ্চার উপন্যাসত্রয়ী, নামে-মেজাজে ছিল একেবারেই আলাদা ।
‘বিভীষিকার মুখে’, নারায়ণ গঙ্গোপাধ্যায় ও নিমাই বন্দ্যোপাধ্যায়, দেব সাহিত্য কুটীর, ১৯৪০ (?) । প্রচ্ছদ ।। প্রতুল চন্দ্র বন্দ্যোপাধ্যায় । |
‘নটরাজের
চোখ’ বা ‘একখানা কালো হাত’ ২
-ও গোড়ার দিকের রোমাঞ্চকর রচনা ।
‘মৌচাক’ পত্রিকায় নারায়ণ-এর পয়লা কিসসাটিও ছিল ‘গভীর-গম্ভীর’ ৩ ।
লেখকের একটি বহুল উদ্ধৃত উক্তির সূত্রে ৪ অনেকের অনুমান, ‘মৌচাক’-এর ‘সভাপতি’ (১৩৫৩) ওঁর প্রথম কিশোর কাহিনি ৫ ।
প্রকৃতপক্ষে এই সম্মান বোধহয় ‘রংমশাল’-এ প্রকাশিত ‘নটরাজের চোখ’ (১৩৪৫) -এর প্রাপ্য ।
‘মৌচাক’ পত্রিকায় নারায়ণ-এর পয়লা কিসসাটিও ছিল ‘গভীর-গম্ভীর’ ৩ ।
লেখকের একটি বহুল উদ্ধৃত উক্তির সূত্রে ৪ অনেকের অনুমান, ‘মৌচাক’-এর ‘সভাপতি’ (১৩৫৩) ওঁর প্রথম কিশোর কাহিনি ৫ ।
প্রকৃতপক্ষে এই সম্মান বোধহয় ‘রংমশাল’-এ প্রকাশিত ‘নটরাজের চোখ’ (১৩৪৫) -এর প্রাপ্য ।
‘নটরাজের চোখ’, ‘রংমশাল’, ফাল্গুন ১৩৪৫ । |
আমাদের অনুমান, ১৯৪৬-এর তিনটি গল্প – ‘অথ নিমন্ত্রণ ভোজন’, ‘খট্টাঙ্গ ও পলান্ন’ ৬ এবং ‘সভাপতি’ থেকেই ছোটদের হাসির গল্পের রাজ্যে নারায়ণী নিশান উড়তে থাকে ।
অচিরেই বেরয় তাঁর প্রথম কিশোর গল্প সংকলন ‘সপ্তকাণ্ড’ ৭ ।
‘সপ্তকাণ্ড’, বৃন্দাবন ধর অ্যান্ড সন্স (প্রাঃ)
লিমিটেড, ১৩৫৫ ।
প্রচ্ছদ ।। শৈল চক্রবর্তী । |
ইতিমধ্যে এম এ পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হয়েছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় (১৯৪০) ।
১৯৪২ থেকে জলপাইগুড়ি-র আনন্দচন্দ্র কলেজ, ১৯৪৫ থেকে কলকাতা-র সিটি কলেজ ও ১৯৫৬ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়-এ ছাত্রবৎসল, ডাকসাইটে অধ্যাপক রূপে তাঁর জনপ্রিয়তা উত্তরোত্তর বেড়েছে ।
একে একে প্রকাশিত হয়েছে তাঁর বড়দের উপন্যাস ‘তিমির-তীর্থ’, ‘উপনিবেশ’ ।
‘বীতংস’, ‘দুঃশাসন’, ‘টোপ’-এর মত ক্লাসিক গল্প ।
ছোটগল্প তাত্ত্বিক কিংবা ‘সুনন্দ’ ছদ্মনামে ফিচার-লেখক হিসাবেও তিনি সাফল্য পেয়েছেন ।
নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত ‘উপনিবেশ’ ।
প্রচ্ছদ ।। কানাই গুপ্ত । |
নানা
পুরস্কারে ভূষিত এই সাহিত্যিকের অকালপ্রয়াণ ৮ ই নভেম্বর ১৯৭০-এ ।
...............
ফ্ল্যাশব্যাক ।
...............
ফ্ল্যাশব্যাক ।
১৯৪৬
সালের এপ্রিল মাস ।
দ্বিতীয়া পত্নী আশা দেবী-র সঙ্গে পটলডাঙায় উঠে এলেন নারায়ণ গঙ্গোপাধ্যায় ৮ ।
বাড়িওয়ালার পুত্র প্রভাতকুমার মুখোপাধ্যায়-এর ডাকনাম এবং আকৃতি ধার নিয়ে লিখে ফেললেন ‘খট্টাঙ্গ ও পলান্ন’ ।
সৃষ্টি হলেন এমন এক চরিত্র, আজও ডাকনামেই যাঁর নামডাক ।
সেই তাঁকে কেন্দ্র করেই আমাদের এই অকিঞ্চিৎকর প্রয়াস ।
টেনিদা-র সাত দশক উপলক্ষে ।
‘টেনিদা ট্রেজারি’ ।
দ্বিতীয়া পত্নী আশা দেবী-র সঙ্গে পটলডাঙায় উঠে এলেন নারায়ণ গঙ্গোপাধ্যায় ৮ ।
বাড়িওয়ালার পুত্র প্রভাতকুমার মুখোপাধ্যায়-এর ডাকনাম এবং আকৃতি ধার নিয়ে লিখে ফেললেন ‘খট্টাঙ্গ ও পলান্ন’ ।
সৃষ্টি হলেন এমন এক চরিত্র, আজও ডাকনামেই যাঁর নামডাক ।
সেই তাঁকে কেন্দ্র করেই আমাদের এই অকিঞ্চিৎকর প্রয়াস ।
টেনিদা-র সাত দশক উপলক্ষে ।
‘টেনিদা ট্রেজারি’ ।
___________________________________________________________________________________
১ = এই অংশের প্রাসঙ্গিক তথ্য গৃহীত হয়েছে মূলত সরোজ
দত্ত রচিত ‘নারায়ণ গঙ্গোপাধ্যায়’ (পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি,
১৯৯৬) থেকে ।
জীবনীকারের মতে নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর জন্ম সম্ভবত ২৭ শে জানুয়ারি, ১৯১৭ তারিখে । (ঐ, পৃষ্ঠা ৫)
২ = ‘মৌচাক’, কার্ত্তিক ১৩৫২ – অগ্রহায়ণ ১৩৫৩ ।
জীবনীকারের মতে নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর জন্ম সম্ভবত ২৭ শে জানুয়ারি, ১৯১৭ তারিখে । (ঐ, পৃষ্ঠা ৫)
২ = ‘মৌচাক’, কার্ত্তিক ১৩৫২ – অগ্রহায়ণ ১৩৫৩ ।
গ্রন্থস্থ
হওয়ার সময় (১৩৬০) ‘একখানা কালো হাত’ হয়ে যায় ‘অন্ধকারের আগন্তুক’ ।
৩ = ‘নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটদের শ্রেষ্ঠ গল্প’ গ্রন্থের ভূমিকা, অভ্যুদয় প্রকাশ-মন্দির, ১৩৬২ ।
উল্লিখিত গল্পটি ‘কমলাসাগরের উপাখ্যান’ হতে পারে, ‘মৌচাক’, কার্ত্তিক ১৩৫২ (?) ।
৪ = “বড়দের জন্যেই গল্প লিখছিলাম । হঠাৎ একদিন বিশু মুখোপাধ্যায় এলেন । ... এসেই ফরমাস করলেন, ‘মৌচাকে’ গল্প লিখতে হবে ছোটদের জন্যে ।”
(‘নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটদের শ্রেষ্ঠ গল্প’ গ্রন্থের ভূমিকা, অভ্যুদয় প্রকাশ-মন্দির, ১৩৬২)
৫ = ‘নারায়ণ গঙ্গোপাধ্যায়’, সরোজ দত্ত, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, ১৯৯৬, পৃষ্ঠা ১৮ ;
‘নারায়ণ গঙ্গোপাধ্যায় জীবনপঞ্জি’, ‘উজাগর’, নারায়ণ গঙ্গোপাধ্যায় সংখ্যা, মার্চ ও সেপ্টেম্বর ২০১৫, পৃষ্ঠা ৪২৯ ।
৬ = টেনিদা-সিরিজের প্রথম কাহিনি ।
৭ = ‘সপ্তকাণ্ড’, বৃন্দাবন ধর অ্যান্ড সন্স (প্রাঃ) লিমিটেড, ১৩৫৫ ।
লালমাটি প্রকাশন কর্তৃক পুনঃপ্রকাশিত, ১৪২১ ।
৮ = “১৯৪৬ সালের মার্চ মাসে আমার শ্বশুরমশাই এই পুরনো বাড়িটা কিনলেন, পরের মাসেই ওঁরা দোতলায় ঘর ভাড়া নিয়ে এলেন ।”
পুনঃপ্রকাশ : ‘টেনিদা সমগ্র’, ১৯৯৬, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, পৃষ্ঠা ৪৯৬ ।)
___________________________________________________________________________________
৩ = ‘নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটদের শ্রেষ্ঠ গল্প’ গ্রন্থের ভূমিকা, অভ্যুদয় প্রকাশ-মন্দির, ১৩৬২ ।
উল্লিখিত গল্পটি ‘কমলাসাগরের উপাখ্যান’ হতে পারে, ‘মৌচাক’, কার্ত্তিক ১৩৫২ (?) ।
৪ = “বড়দের জন্যেই গল্প লিখছিলাম । হঠাৎ একদিন বিশু মুখোপাধ্যায় এলেন । ... এসেই ফরমাস করলেন, ‘মৌচাকে’ গল্প লিখতে হবে ছোটদের জন্যে ।”
(‘নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটদের শ্রেষ্ঠ গল্প’ গ্রন্থের ভূমিকা, অভ্যুদয় প্রকাশ-মন্দির, ১৩৬২)
সাহিত্যিক বিশু মুখোপাধ্যায় । |
৫ = ‘নারায়ণ গঙ্গোপাধ্যায়’, সরোজ দত্ত, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, ১৯৯৬, পৃষ্ঠা ১৮ ;
‘নারায়ণ গঙ্গোপাধ্যায় জীবনপঞ্জি’, ‘উজাগর’, নারায়ণ গঙ্গোপাধ্যায় সংখ্যা, মার্চ ও সেপ্টেম্বর ২০১৫, পৃষ্ঠা ৪২৯ ।
৬ = টেনিদা-সিরিজের প্রথম কাহিনি ।
৭ = ‘সপ্তকাণ্ড’, বৃন্দাবন ধর অ্যান্ড সন্স (প্রাঃ) লিমিটেড, ১৩৫৫ ।
লালমাটি প্রকাশন কর্তৃক পুনঃপ্রকাশিত, ১৪২১ ।
৮ = “১৯৪৬ সালের মার্চ মাসে আমার শ্বশুরমশাই এই পুরনো বাড়িটা কিনলেন, পরের মাসেই ওঁরা দোতলায় ঘর ভাড়া নিয়ে এলেন ।”
(প্রভাতকুমার
মুখোপাধ্যায় (টেনিদা) –র স্ত্রী বাসন্তী মুখোপাধ্যায়-এর উক্তি,
‘পটলডাঙার সেই টেনিদার বয়স এখন ৭৫’, দীপংকর চক্রবর্তী, আনন্দবাজার পত্রিকা, ২৫ সেপ্টেম্বর ১৯৯৫ । পুনঃপ্রকাশ : ‘টেনিদা সমগ্র’, ১৯৯৬, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, পৃষ্ঠা ৪৯৬ ।)
___________________________________________________________________________________
5 comments:
অসাধারণ ছোট গল্পকার
সত্যিই । 'টোপ' কি ভোলা সম্ভব ?
সৌরভবাবু, 'দেশ'-এর গ্রন্থ সমালোচনা বিভাগ থেকে জানতে পারলাম, মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত 'নারায়ণ গঙ্গোপাধ্যায় শতবার্ষিকী সংকলন' বইটিতে 'অগ্রন্থিত ছোটোদের গল্প' বিভাগ রয়েছে। টেনিদার অজানা কোনো মণি-মুক্তো তাতে রয়েছে কি?
না স্নেহাশিস বাবু - বইটির 'অগ্রন্থিত ছোটোদের গল্প' অংশে সংকলিত কাহিনিচতুষ্টয়ে টেনিদা অনুপস্থিত ।
ধন্যবাদ।
Post a Comment