টেনিদা-র ছোটগল্প
== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
পোস্টের বক্তব্য স্পষ্টতর
করতে এগুলি সাজানো হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।
![]() |
নানা টেনিদা-কাহিনির প্রথম প্রকাশিত অলংকরণ । শিল্পী (বাঁদিক থেকে) : বীতপাল, সমর দে, শৈল চক্রবর্তী, নীতীশ মুখোপাধ্যায়, নরেন্দ্র দত্ত । |
“... যখন উনি টেনিদার গল্প লিখতেন তখন
নিজের দুষ্টুমি-ভরা মুখখানা হাসিতে ভরে যেত ।”
- আশা দেবী ১ ।
- আশা দেবী ১ ।
ছোটদের মজার গল্পের রাজ্যে বুঝি শিবরাম চক্রবর্তী-র
পাশেই তাঁর আসন ।
অথচ সূচনাটা ছিল অন্যরকম ।
পরপর লিখেছিলেন কয়েকটি রোমহর্ষক বা অ্যাডভেঞ্চারধর্মী কাহিনি ২ ।
এল ১৯৪৬ ।
সাহিত্যিক বিশু মুখোপাধ্যায়-এর অনুরোধ ।
একসঙ্গে তৈরি হল তিনখানি ক্লাসিক হাসির গল্প ।
একই সালে জন্ম নিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর চিরন্তন চরিত্র-ত্রয়ী ।
ফুচুদা ৩ , প্যালারাম ৪ এবং ... টেনিদা ।
টেনিদা-র গল্প # ১ কোনটা ?
খোদ ‘টেনিদা সমগ্র’ গ্রন্থের সম্পাদকও এই প্রশ্ন করেছিলেন ৫ ।
প্রাপ্ত তথ্য অনুসারে এটি হল ‘খট্টাঙ্গ ও পলান্ন’ ।
প্রকাশিত হয় ‘মণিকাঞ্চন’ (বার্ষিকী), প্রথম খণ্ডে ।
‘মৎস্য-পুরাণ’ এল পরের বছর ।
বার্ষিকীর নাম ‘মাণিক-মেলা’ ।
এতেও পয়লা কাহিনির কায়দায় নায়কের সঙ্গে পরিচয় করানো হয়েছে পাঠকের ।
‘টেনিদা ট্রেজারি’ ব্লগের অনুমান এটিই গল্প # ২ ।
১৩৫৫ সনে নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর ‘সপ্তকাণ্ড’ গ্রন্থে এই দুটির সঙ্গে সংকলিত হয় আরও দু'খানি টেনি-কাহিনি ।
‘দধীচি, পোকা ও বিশ্বকর্মা’ । ‘ক্যামোফ্লেজ’ ।
এগুলি কবে কোথায় প্রথম বেরয়, জানা যায়নি ৬ ।
‘দধীচি, পোকা ও বিশ্বকর্মা’ থেকেই সম্ভবত আবির্ভূত হলেন চার মূর্তি-র বাকি সদস্যদ্বয় ।
ক্যাবলা এবং হাবুল সেন ।
‘ক্যামোফ্লেজ’-এ চারজনেই যেন টিম হিসাবে প্রতিষ্ঠিত । চাটুজ্যেদের রোয়াকে সভাপতির প্রথম গল্প শুনতে জমা হয়েছেন ।
১৩৫৫-পূর্ববর্তী এই দুটি হতে পারে গল্প # ৩ ও ৪ ।
তবে এ-বিষয়ে দ্বিমত রয়েছে ৭ ।
প্রথম প্রকাশকাল সঠিক না জানা পর্যন্ত নিশ্চিত হওয়া মুস্কিল ।
প্রসঙ্গত ‘ক্যামোফ্লেজ’ বাদে বাকি তিনটিতেই প্যালা-র কাছে জব্দ হয়েছেন টেনিদা ।
১৩৫৫ – ১৩৭৫ ।
এই বিশ বছরে মোট ন’টি টেনিদা প্রকাশিত হয় ‘বার্ষিক শিশুসাথী’-তে ।
গল্প # ৫ দিয়ে শুরু । ‘ভজহরি ফিলম কর্পোরেশন’ ।
এতদিন ভজহরি মুখোপাধ্যায় ছিলেন প্রায় পূর্ণবয়স্ক ‘ভদ্রলোক’ ।
এবার জানা গেল, তাঁর ম্যাট্রিক পরীক্ষা আসন্ন ।
‘পরের উপকার করিও না’ থেকে পুরোপুরি ঢাকাই ভাষায় বাক্যালাপ জুড়ে দিলেন হাবুল সেন ।
বিশু মুখোপাধ্যায় তথা ‘মৌচাক’ পত্রিকার কাছে ঋণী ছিলেন নারায়ণ ।
তাঁর কিশোর সাহিত্যের প্রবেশদ্বার উন্মুক্ত করে দেওয়ার জন্য ৮ ।
অনেকের ধারণা, ‘মৌচাক’-এ বহুবার দেখা দিয়েছেন টেনিদা ৯ ।
হিসাব কিন্তু বলছে, সম্ভবত একবারই । ‘একটি ফুটবল ম্যাচ’-এ ।
মঞ্চের পর চার মূর্তি এবার মাঠে ।
‘ক্রিকেট মানে ঝিঁঝিঁ’-তেও তাই ।
এই কিসসার সূত্রে, বার্ষিক-এর পাশাপাশি ‘শিশুসাথী’-র সাধারণ সংখ্যাতেও ঠাঁই পেলেন আমাদের নায়ক ।
পরে এতেই ছাপা হয় তাঁর প্রথম দুই উপন্যাস ।
১৩৬১ সনে টেনিদা হাজির হন আরও দু’বার ।
একটি, ৫৫৫ জন মামার প্রধানতম-কে নিয়ে ‘কুট্টিমামার হাতের কাজ’ ।
অপর গল্প ‘বনভোজনের ব্যাপার’ ।
‘বনভোজনের ব্যাপার’ দিয়ে সেই পথ চলা শুরু ।
‘উত্তরায়ণ’ (১৩৭১) বার্ষিকী ভাগ্যবান । এতে একসঙ্গে হাজির হর্ষবর্ধন, ঘনাদা এবং টেনিদা !
‘চার মূর্ত্তি’ । এই ধারাবাহিক উপন্যাস চলাকালীন নারায়ণ লিপিবদ্ধ করেছিলেন টেনিদা-র আরও চারটি ছোটগল্প ।
সঙ্গে একমাত্র টেনি-নাটিকা ১১ ।
‘শুকতারা’-য় বোধহয় একবারই তাঁর উদয় – ‘হালখাতার খাওয়া-দাওয়া’-য় ।
‘ঢাউস’ গল্পে সর্বপ্রথম ধ্বনিত হল ‘ডি-লা-গ্রান্ডি মেফিস্টোফিলিস ইয়াক্ ইয়াক্’ ।
‘ন্যাংচাদার ‘হাহাকার’’-এ জানা গেল কুরুবক বকবক করে ।
ক্যাবলা চশমা নিলেন ‘বেয়ারিং ছাঁট’-এ ।
গত শতকের ছয়ের দশক ।
আরও কিছু সাময়িকী অলংকৃত করলেন পটলডাঙার টেনিদা ।
‘বেতার জগৎ’ (?), ‘ওরে তোরা জয়ধ্বনি কর’ (?), ‘শারদীয়া কিশোর ভারতী’ ।
নতুন পর্যায়ের ‘সন্দেশ’-এ গল্প ছাড়াও এল অন্তিম উপন্যাসদুটি ।
চার বন্ধু ততদিনে কলেজের ফার্স্ট ইয়ার-এর ছাত্র ।
১৯৪৬ – ১৯৭০ ।
চব্বিশ বছরে ৩৩ খানি ছোটগল্পের নায়ক টেনিদা । এছাড়া দুটিতে অতিথি মাত্র ১২ ।
এর মধ্যে কিন্তু ১৫ টিতেই অনুপস্থিত ক্যাবলা আর হাবুল ।
লিডারের পাশে শুধুই কথক প্যালারাম ।
নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর অকালপ্রয়াণ ১৩৭৭-এ ।
সে-সনে ছাপা হল সর্বশেষ টেনি-কাহিনিত্রয়ী ।
যার অন্যতম ‘ঘুঁটেপাড়ার সেই ম্যাচ’ ।
একাই সেখানে বত্রিশটি গোল দিয়েছিলেন ভজহরি ।
আর বাঙালি মনের গোলপোস্টে ? তেত্রিশটি !
তাঁর প্রত্যেকটি ছোটগল্প যে এক-একটি মোক্ষম গোল ।
শাবাশ টেনিদা !
রঙিন স্থূলাক্ষর শিরোনামের উপর ক্লিক করলে মিলবে সচিত্র বিস্তারিত বিবরণ ।
টেনিদা-র ছোটগল্প :
অথচ সূচনাটা ছিল অন্যরকম ।
পরপর লিখেছিলেন কয়েকটি রোমহর্ষক বা অ্যাডভেঞ্চারধর্মী কাহিনি ২ ।
এল ১৯৪৬ ।
সাহিত্যিক বিশু মুখোপাধ্যায়-এর অনুরোধ ।
একসঙ্গে তৈরি হল তিনখানি ক্লাসিক হাসির গল্প ।
একই সালে জন্ম নিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর চিরন্তন চরিত্র-ত্রয়ী ।
ফুচুদা ৩ , প্যালারাম ৪ এবং ... টেনিদা ।
টেনিদা-র গল্প # ১ কোনটা ?
খোদ ‘টেনিদা সমগ্র’ গ্রন্থের সম্পাদকও এই প্রশ্ন করেছিলেন ৫ ।
প্রাপ্ত তথ্য অনুসারে এটি হল ‘খট্টাঙ্গ ও পলান্ন’ ।
প্রকাশিত হয় ‘মণিকাঞ্চন’ (বার্ষিকী), প্রথম খণ্ডে ।
‘মৎস্য-পুরাণ’ এল পরের বছর ।
বার্ষিকীর নাম ‘মাণিক-মেলা’ ।
এতেও পয়লা কাহিনির কায়দায় নায়কের সঙ্গে পরিচয় করানো হয়েছে পাঠকের ।
‘টেনিদা ট্রেজারি’ ব্লগের অনুমান এটিই গল্প # ২ ।
১৩৫৫ সনে নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর ‘সপ্তকাণ্ড’ গ্রন্থে এই দুটির সঙ্গে সংকলিত হয় আরও দু'খানি টেনি-কাহিনি ।
‘দধীচি, পোকা ও বিশ্বকর্মা’ । ‘ক্যামোফ্লেজ’ ।
এগুলি কবে কোথায় প্রথম বেরয়, জানা যায়নি ৬ ।
‘দধীচি, পোকা ও বিশ্বকর্মা’ থেকেই সম্ভবত আবির্ভূত হলেন চার মূর্তি-র বাকি সদস্যদ্বয় ।
ক্যাবলা এবং হাবুল সেন ।
‘ক্যামোফ্লেজ’-এ চারজনেই যেন টিম হিসাবে প্রতিষ্ঠিত । চাটুজ্যেদের রোয়াকে সভাপতির প্রথম গল্প শুনতে জমা হয়েছেন ।
১৩৫৫-পূর্ববর্তী এই দুটি হতে পারে গল্প # ৩ ও ৪ ।
তবে এ-বিষয়ে দ্বিমত রয়েছে ৭ ।
প্রথম প্রকাশকাল সঠিক না জানা পর্যন্ত নিশ্চিত হওয়া মুস্কিল ।
প্রসঙ্গত ‘ক্যামোফ্লেজ’ বাদে বাকি তিনটিতেই প্যালা-র কাছে জব্দ হয়েছেন টেনিদা ।
১৩৫৫ – ১৩৭৫ ।
এই বিশ বছরে মোট ন’টি টেনিদা প্রকাশিত হয় ‘বার্ষিক শিশুসাথী’-তে ।
গল্প # ৫ দিয়ে শুরু । ‘ভজহরি ফিলম কর্পোরেশন’ ।
এতদিন ভজহরি মুখোপাধ্যায় ছিলেন প্রায় পূর্ণবয়স্ক ‘ভদ্রলোক’ ।
এবার জানা গেল, তাঁর ম্যাট্রিক পরীক্ষা আসন্ন ।
‘পরের উপকার করিও না’ থেকে পুরোপুরি ঢাকাই ভাষায় বাক্যালাপ জুড়ে দিলেন হাবুল সেন ।
বিশু মুখোপাধ্যায় তথা ‘মৌচাক’ পত্রিকার কাছে ঋণী ছিলেন নারায়ণ ।
তাঁর কিশোর সাহিত্যের প্রবেশদ্বার উন্মুক্ত করে দেওয়ার জন্য ৮ ।
অনেকের ধারণা, ‘মৌচাক’-এ বহুবার দেখা দিয়েছেন টেনিদা ৯ ।
হিসাব কিন্তু বলছে, সম্ভবত একবারই । ‘একটি ফুটবল ম্যাচ’-এ ।
মঞ্চের পর চার মূর্তি এবার মাঠে ।
‘ক্রিকেট মানে ঝিঁঝিঁ’-তেও তাই ।
এই কিসসার সূত্রে, বার্ষিক-এর পাশাপাশি ‘শিশুসাথী’-র সাধারণ সংখ্যাতেও ঠাঁই পেলেন আমাদের নায়ক ।
পরে এতেই ছাপা হয় তাঁর প্রথম দুই উপন্যাস ।
১৩৬১ সনে টেনিদা হাজির হন আরও দু’বার ।
একটি, ৫৫৫ জন মামার প্রধানতম-কে নিয়ে ‘কুট্টিমামার হাতের কাজ’ ।
অপর গল্প ‘বনভোজনের ব্যাপার’ ।
দেব সাহিত্য কুটীর পূজাবার্ষিকী-র অন্যতম আকর্ষণ ছিলেন টেনিদা । ঘনাদা-র মতই ১০ ।
মোট ষোল বছরে তাঁর এক ডজন কীর্তি এখানেই
বেরয় । ‘বনভোজনের ব্যাপার’ দিয়ে সেই পথ চলা শুরু ।
‘উত্তরায়ণ’ (১৩৭১) বার্ষিকী ভাগ্যবান । এতে একসঙ্গে হাজির হর্ষবর্ধন, ঘনাদা এবং টেনিদা !
‘চার মূর্ত্তি’ । এই ধারাবাহিক উপন্যাস চলাকালীন নারায়ণ লিপিবদ্ধ করেছিলেন টেনিদা-র আরও চারটি ছোটগল্প ।
সঙ্গে একমাত্র টেনি-নাটিকা ১১ ।
‘শুকতারা’-য় বোধহয় একবারই তাঁর উদয় – ‘হালখাতার খাওয়া-দাওয়া’-য় ।
‘ঢাউস’ গল্পে সর্বপ্রথম ধ্বনিত হল ‘ডি-লা-গ্রান্ডি মেফিস্টোফিলিস ইয়াক্ ইয়াক্’ ।
‘ন্যাংচাদার ‘হাহাকার’’-এ জানা গেল কুরুবক বকবক করে ।
ক্যাবলা চশমা নিলেন ‘বেয়ারিং ছাঁট’-এ ।
গত শতকের ছয়ের দশক ।
আরও কিছু সাময়িকী অলংকৃত করলেন পটলডাঙার টেনিদা ।
‘বেতার জগৎ’ (?), ‘ওরে তোরা জয়ধ্বনি কর’ (?), ‘শারদীয়া কিশোর ভারতী’ ।
নতুন পর্যায়ের ‘সন্দেশ’-এ গল্প ছাড়াও এল অন্তিম উপন্যাসদুটি ।
চার বন্ধু ততদিনে কলেজের ফার্স্ট ইয়ার-এর ছাত্র ।
১৯৪৬ – ১৯৭০ ।
চব্বিশ বছরে ৩৩ খানি ছোটগল্পের নায়ক টেনিদা । এছাড়া দুটিতে অতিথি মাত্র ১২ ।
এর মধ্যে কিন্তু ১৫ টিতেই অনুপস্থিত ক্যাবলা আর হাবুল ।
লিডারের পাশে শুধুই কথক প্যালারাম ।
নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর অকালপ্রয়াণ ১৩৭৭-এ ।
সে-সনে ছাপা হল সর্বশেষ টেনি-কাহিনিত্রয়ী ।
যার অন্যতম ‘ঘুঁটেপাড়ার সেই ম্যাচ’ ।
একাই সেখানে বত্রিশটি গোল দিয়েছিলেন ভজহরি ।
আর বাঙালি মনের গোলপোস্টে ? তেত্রিশটি !
তাঁর প্রত্যেকটি ছোটগল্প যে এক-একটি মোক্ষম গোল ।
শাবাশ টেনিদা !
গো অন গোলিং ...
...............
সাল অনুসারে বিন্যস্ত হল ‘টেনিদা ট্রেজারি’ ব্লগের ছোটগল্প তালিকা ।
থাকছে প্রথম প্রকাশ তথ্য । যদিও কিছু
ক্ষেত্রে তা অজানা । ১৩
সবকটির শীর্ষচিত্র বা অলংকরণ সংগ্রহ
করাও সম্ভব হয়নি ।
নামের বানান অবিকৃত রাখা হল । রঙিন স্থূলাক্ষর শিরোনামের উপর ক্লিক করলে মিলবে সচিত্র বিস্তারিত বিবরণ ।
টেনিদা-র ছোটগল্প :
‘খট্টাঙ্গ ও পলান্ন’ -‘মণিকাঞ্চন’ (বার্ষিকী),
প্রথম খণ্ড, ১৩৫৩
‘মৎস্য -পুরাণ’ -‘মাণিক-মেলা’ (বার্ষিকী), আশ্বিন ১৩৫৪
‘দধীচি, পোকা ও বিশ্বকৰ্মা’ - অজ্ঞাত (১৩৫৫ বা তার পূর্বে)
‘ক্যামোফ্লেজ’ - অজ্ঞাত (১৩৫৫ বা তার পূর্বে)
‘ভজহরি ফিলম কর্পোরেশন’ -‘বার্ষিক শিশুসাথী’, ১৩৫৫
‘পরের উপকার করিও না’ [ছোটগল্প] -‘বার্ষিক শিশুসাথী’, ১৩৫৭
‘চামচিকে আর টিকিট চেকার’ -‘বার্ষিক শিশুসাথী’, ১৩৬০
‘একটি ফুটবল ম্যাচ’ -‘মৌচাক’, কার্ত্তিক ১৩৬০
‘কুট্টিমামার হাতের কাজ’ -‘বার্ষিক শিশুসাথী’, ১৩৬১
‘বনভোজনের ব্যাপার’ -‘ইন্দ্ৰধনু’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , মহালয়া ১৩৬১
‘ক্রিকেট মানে ঝিঁঝিঁ’ -‘শিশুসাথী’, ফাল্গুন ১৩৬১
‘পেশোয়ার কি আমীর’ -‘দেবালয়’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , ১৩৬২
‘হালখাতার খাওয়া-দাওয়া’ -‘শুকতারা’, আষাঢ় ১৩৬৩
‘সাংঘাতিক !’ -‘বার্ষিক শিশুসাথী’, ১৩৬৩
‘কুট্টি মামার দন্তকাহিনী’ -‘জয়যাত্রা’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , মহালয়া ১৩৬৩
‘ঢাউস’ -‘নবপত্রিকা’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , আশ্বিন ১৩৬৪
‘দি গ্রেট্ ছাঁটাই’ -‘অপরাজিতা’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , মহালয়া ১৩৬৫
‘ন্যাংচাদার ‘হাহাকার’’ -‘দেব দেউল’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , মহালয়া ১৩৬৬
‘গজকেষ্ট বাবুর হাসি’ [টেনিদা-র সংক্ষিপ্ত উপস্থিতি] -‘বার্ষিক শিশুসাথী’, ১৩৬৭
‘বেয়ারিং ছাঁট’ -‘বার্ষিক শিশুসাথী’, ১৩৬৮
‘ভজগৌরাঙ্গ কথা’ -‘শারদীয়া’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , মহালয়া ১৩৬৮
‘নিদারুণ প্রতিশোধ’ -‘বেতার জগৎ’, ১ – ১৫ মার্চ ১৯৬২ (১৩৬৮)
‘কাক রহস্য’ (সম্ভবত এটিই ‘কাক-কাহিনী’-র আদিরূপ) -‘বেতার জগৎ’ , ১৬ – ২৮ ফেব্রুয়ারি ১৯৬৩ (১৩৬৯)
‘টিকটিকির ল্যাজ’ -‘বার্ষিক শিশুসাথী’, ১৩৭০
‘তত্ত্বাবধান মানে - জীবে প্রেম !’ -‘শ্যামলী ’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , মহালয়া ১৩৭০
‘হনোলুলুর মাকুদা’ -‘সন্দেশ’, জ্যৈষ্ঠ ১৩৭১
‘কাঁকড়াবিছে’ -‘উত্তরায়ণ’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , ১৩৭১
‘টিকটিকি বাবুর গল্প’ [টেনিদা-র সংক্ষিপ্ত উপস্থিতি] -‘শারদীয়া রোশনাই’, ১৩৭৪
‘দশানন-চরিত’ -‘বার্ষিক শিশুসাথী’, ১৩৭৪
‘একাদশীর রাঁচি যাত্রা’ -‘বার্ষিক শিশুসাথী’, ১৩৭৫
‘টেনিদা আর ইয়েতি’ - ‘ইন্দ্রনীল’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , মহালয়া ১৩৭৫
‘প্রভাত সঙ্গীত’ -‘শুকসারী’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , মহালয়া ১৩৭৬
‘ঘুঁটেপাড়ার সেই ম্যাচ’ -‘শারদীয়া কিশোর ভারতী’, ১৩৭৭
‘চেঙ্গিস আর হ্যামলিনের বাঁশিওলা’ -‘সন্দেশ’, ভাদ্র – আশ্বিন ১৩৭৭
‘ব্রহ্মবিকাশের দন্তবিকাশ’ -‘মণিহার’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , মহালয়া ১৩৭৭
___________________________________________________________________________________
১ = ‘আসল টেনিদা’, আশা দেবী, ‘সেরা সন্দেশ’ (১৩৮৮), আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড ।
২ = দ্রষ্টব্য ‘টেনিদা ট্রেজারি’ ব্লগে ‘নারায়ণ গঙ্গোপাধ্যায়’ : http://tenida-treasury.blogspot.in/p/narayan-gangopadhyay.html
৩ = ‘অথ নিমন্ত্রণ ভোজন’ গল্পে ।
৪ = ‘অথ নিমন্ত্রণ ভোজন’ এবং ‘খট্টাঙ্গ ও পলান্ন’-তে ।
৫ = ‘টেনিদা সমগ্র’ (১৯৯৬), সংকলন ও সম্পাদনা – প্রণবকুমার মুখোপাধ্যায়, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, পৃষ্ঠা ৪৯১ ।
৬ = সরোজ দত্ত রচিত জীবনী (পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, ১৯৯৬) গ্রন্থের ‘নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচনার প্রথম প্রকাশকাল’ অংশেও অনুল্লিখিত ।
৭ = ‘পটলডাঙার টেনিদা : স্নিগ্ধ কৌতুক এবং ...’, সম্রাট দত্ত, ‘সাহিত্যতক্কো’, ‘বাংলা সাহিত্যে ‘দাদাগিরি’’, হেমন্ত ১৪২১ ।
এই সুলিখিত নিবন্ধের তালিকায় (পৃষ্ঠা ১৩২) গল্প # ২, ৩, ৪ যথাক্রমে ‘দধীচি, পোকা ও বিশ্বকর্মা’, ‘ক্যামোফ্লেজ’ ও ‘মৎস্য-পুরাণ’ ।
৮ = “বড়দের জন্যেই গল্প লিখছিলাম । হঠাৎ একদিন বিশু মুখোপাধ্যায় এলেন । ... এসেই ফরমাস করলেন, ‘মৌচাকে’ গল্প লিখতে হবে ছোটদের জন্যে ।”
(নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর ‘ছোটদের শ্রেষ্ঠ গল্প’ গ্রন্থের ভূমিকা, অভ্যুদয় প্রকাশ-মন্দির, ১৩৬২)
৯ = “বাংলা-সাহিত্যে টোনিদা-কে [য] টেনে এনেছিলেন বিশুদা – ‘মৌচাকে’র পাতায় আবির্ভাব হয়েছিল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা শিশু-সাহিত্য ।” – ‘টেনিদা’র তিরোধান’, সন্তোষকুমার দে, ‘মৌচাক’, পৌষ ১৩৭৭ ।
“মৌচাক পত্রিকাতেই ‘চারমূর্তি’র প্রথম আত্মপ্রকাশ ।” – ‘বৃহৎ টেনিদা সংকলন’ (১৯৯৩), শৈব্যা প্রকাশন বিভাগ ।
এছাড়া উইকিপিডিয়া-য় ‘টেনিদা’ : https://en.wikipedia.org/wiki/Tenida
১০ = প্রেমেন্দ্র মিত্র-র ঘনাদা প্রায় ৩০ বার দেখা দেন দেব সাহিত্য কুটীর বার্ষিকী-তে ।
দ্রষ্টব্য ‘ঘনাদা গ্যালারি’ ওয়েবসাইট : http://ghanada.wixsite.com/ghanada-gallery/short-stories-from-the-1940s
১১ = দ্রষ্টব্য ‘টেনিদা ট্রেজারি’ ব্লগে ‘টেনিদা-র নাটক’ : http://tenida-treasury.blogspot.in/p/tenida-play.html
___________________________________________________________________________________
‘মৎস্য -পুরাণ’ -‘মাণিক-মেলা’ (বার্ষিকী), আশ্বিন ১৩৫৪
‘দধীচি, পোকা ও বিশ্বকৰ্মা’ - অজ্ঞাত (১৩৫৫ বা তার পূর্বে)
‘ক্যামোফ্লেজ’ - অজ্ঞাত (১৩৫৫ বা তার পূর্বে)
‘ভজহরি ফিলম কর্পোরেশন’ -‘বার্ষিক শিশুসাথী’, ১৩৫৫
‘পরের উপকার করিও না’ [ছোটগল্প] -‘বার্ষিক শিশুসাথী’, ১৩৫৭
‘চামচিকে আর টিকিট চেকার’ -‘বার্ষিক শিশুসাথী’, ১৩৬০
‘একটি ফুটবল ম্যাচ’ -‘মৌচাক’, কার্ত্তিক ১৩৬০
‘কুট্টিমামার হাতের কাজ’ -‘বার্ষিক শিশুসাথী’, ১৩৬১
‘বনভোজনের ব্যাপার’ -‘ইন্দ্ৰধনু’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , মহালয়া ১৩৬১
‘ক্রিকেট মানে ঝিঁঝিঁ’ -‘শিশুসাথী’, ফাল্গুন ১৩৬১
‘পেশোয়ার কি আমীর’ -‘দেবালয়’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , ১৩৬২
‘হালখাতার খাওয়া-দাওয়া’ -‘শুকতারা’, আষাঢ় ১৩৬৩
‘সাংঘাতিক !’ -‘বার্ষিক শিশুসাথী’, ১৩৬৩
‘কুট্টি মামার দন্তকাহিনী’ -‘জয়যাত্রা’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , মহালয়া ১৩৬৩
‘ঢাউস’ -‘নবপত্রিকা’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , আশ্বিন ১৩৬৪
‘দি গ্রেট্ ছাঁটাই’ -‘অপরাজিতা’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , মহালয়া ১৩৬৫
‘ন্যাংচাদার ‘হাহাকার’’ -‘দেব দেউল’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , মহালয়া ১৩৬৬
‘গজকেষ্ট বাবুর হাসি’ [টেনিদা-র সংক্ষিপ্ত উপস্থিতি] -‘বার্ষিক শিশুসাথী’, ১৩৬৭
‘বেয়ারিং ছাঁট’ -‘বার্ষিক শিশুসাথী’, ১৩৬৮
‘ভজগৌরাঙ্গ কথা’ -‘শারদীয়া’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , মহালয়া ১৩৬৮
‘নিদারুণ প্রতিশোধ’ -‘বেতার জগৎ’, ১ – ১৫ মার্চ ১৯৬২ (১৩৬৮)
‘কাক রহস্য’ (সম্ভবত এটিই ‘কাক-কাহিনী’-র আদিরূপ) -‘বেতার জগৎ’ , ১৬ – ২৮ ফেব্রুয়ারি ১৯৬৩ (১৩৬৯)
‘টিকটিকির ল্যাজ’ -‘বার্ষিক শিশুসাথী’, ১৩৭০
‘তত্ত্বাবধান মানে - জীবে প্রেম !’ -‘শ্যামলী ’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , মহালয়া ১৩৭০
‘হনোলুলুর মাকুদা’ -‘সন্দেশ’, জ্যৈষ্ঠ ১৩৭১
‘কাঁকড়াবিছে’ -‘উত্তরায়ণ’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , ১৩৭১
‘টিকটিকি বাবুর গল্প’ [টেনিদা-র সংক্ষিপ্ত উপস্থিতি] -‘শারদীয়া রোশনাই’, ১৩৭৪
‘দশানন-চরিত’ -‘বার্ষিক শিশুসাথী’, ১৩৭৪
‘একাদশীর রাঁচি যাত্রা’ -‘বার্ষিক শিশুসাথী’, ১৩৭৫
‘টেনিদা আর ইয়েতি’ - ‘ইন্দ্রনীল’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , মহালয়া ১৩৭৫
‘প্রভাত সঙ্গীত’ -‘শুকসারী’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , মহালয়া ১৩৭৬
‘ঘুঁটেপাড়ার সেই ম্যাচ’ -‘শারদীয়া কিশোর ভারতী’, ১৩৭৭
‘চেঙ্গিস আর হ্যামলিনের বাঁশিওলা’ -‘সন্দেশ’, ভাদ্র – আশ্বিন ১৩৭৭
‘ব্রহ্মবিকাশের দন্তবিকাশ’ -‘মণিহার’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী) , মহালয়া ১৩৭৭
___________________________________________________________________________________
১ = ‘আসল টেনিদা’, আশা দেবী, ‘সেরা সন্দেশ’ (১৩৮৮), আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড ।
২ = দ্রষ্টব্য ‘টেনিদা ট্রেজারি’ ব্লগে ‘নারায়ণ গঙ্গোপাধ্যায়’ : http://tenida-treasury.blogspot.in/p/narayan-gangopadhyay.html
৩ = ‘অথ নিমন্ত্রণ ভোজন’ গল্পে ।
৪ = ‘অথ নিমন্ত্রণ ভোজন’ এবং ‘খট্টাঙ্গ ও পলান্ন’-তে ।
৫ = ‘টেনিদা সমগ্র’ (১৯৯৬), সংকলন ও সম্পাদনা – প্রণবকুমার মুখোপাধ্যায়, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, পৃষ্ঠা ৪৯১ ।
৬ = সরোজ দত্ত রচিত জীবনী (পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, ১৯৯৬) গ্রন্থের ‘নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচনার প্রথম প্রকাশকাল’ অংশেও অনুল্লিখিত ।
৭ = ‘পটলডাঙার টেনিদা : স্নিগ্ধ কৌতুক এবং ...’, সম্রাট দত্ত, ‘সাহিত্যতক্কো’, ‘বাংলা সাহিত্যে ‘দাদাগিরি’’, হেমন্ত ১৪২১ ।
এই সুলিখিত নিবন্ধের তালিকায় (পৃষ্ঠা ১৩২) গল্প # ২, ৩, ৪ যথাক্রমে ‘দধীচি, পোকা ও বিশ্বকর্মা’, ‘ক্যামোফ্লেজ’ ও ‘মৎস্য-পুরাণ’ ।
৮ = “বড়দের জন্যেই গল্প লিখছিলাম । হঠাৎ একদিন বিশু মুখোপাধ্যায় এলেন । ... এসেই ফরমাস করলেন, ‘মৌচাকে’ গল্প লিখতে হবে ছোটদের জন্যে ।”
(নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর ‘ছোটদের শ্রেষ্ঠ গল্প’ গ্রন্থের ভূমিকা, অভ্যুদয় প্রকাশ-মন্দির, ১৩৬২)
৯ = “বাংলা-সাহিত্যে টোনিদা-কে [য] টেনে এনেছিলেন বিশুদা – ‘মৌচাকে’র পাতায় আবির্ভাব হয়েছিল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা শিশু-সাহিত্য ।” – ‘টেনিদা’র তিরোধান’, সন্তোষকুমার দে, ‘মৌচাক’, পৌষ ১৩৭৭ ।
“মৌচাক পত্রিকাতেই ‘চারমূর্তি’র প্রথম আত্মপ্রকাশ ।” – ‘বৃহৎ টেনিদা সংকলন’ (১৯৯৩), শৈব্যা প্রকাশন বিভাগ ।
এছাড়া উইকিপিডিয়া-য় ‘টেনিদা’ : https://en.wikipedia.org/wiki/Tenida
১০ = প্রেমেন্দ্র মিত্র-র ঘনাদা প্রায় ৩০ বার দেখা দেন দেব সাহিত্য কুটীর বার্ষিকী-তে ।
দ্রষ্টব্য ‘ঘনাদা গ্যালারি’ ওয়েবসাইট : http://ghanada.wixsite.com/ghanada-gallery/short-stories-from-the-1940s
১১ = দ্রষ্টব্য ‘টেনিদা ট্রেজারি’ ব্লগে ‘টেনিদা-র নাটক’ : http://tenida-treasury.blogspot.in/p/tenida-play.html
১২ = ‘গজকেষ্ট
বাবুর হাসি’ (১৩৬৭) এবং ‘টিকটিকি
বাবুর গল্প’ (১৩৭৪) ।
১৩ = তালিকার প্রধান অবলম্বন সরোজ দত্ত রচিত জীবনী (পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, ১৯৯৬) গ্রন্থের ‘নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচনার প্রথম প্রকাশকাল’ অংশ ।
সেটির কিছু অসম্পূর্ণতা বা ত্রুটি, ‘টেনিদা
ট্রেজারি’-র এই ছোটগল্প তালিকা-য় সাধ্যমত শোধরানোর চেষ্টা করা হল । ১৩ = তালিকার প্রধান অবলম্বন সরোজ দত্ত রচিত জীবনী (পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, ১৯৯৬) গ্রন্থের ‘নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচনার প্রথম প্রকাশকাল’ অংশ ।
___________________________________________________________________________________
4 comments:
Very valuable information. Thank you Dattababu on behalf of all Tenida-lovers.
dekhlum. ekTa kajer kaj halo. saroj datta-r 'timir phalake' baiTi ki dekha achhe? Tenida bishaye na haleo narayan gangopadhyay-er nijer lekha o tar opar khodkiri niye kichhu tathya achhe sekhane. ekbar dekhe nile bhalo hay.
Thank you for visiting 'Tenida Treasury', Kausik babu.
অশেষ ধন্যবাদ রামকৃষ্ণ বাবু !
'তিমির ফলকে' বইটি সম্পর্কে জানা ছিল না।
অবশ্যই চেষ্টা করব সংগ্রহ করতে ।
'টেনিদা ট্রেজারি' ব্লগে স্বাগত জানাই ।
Post a Comment