হনোলুলুর মাকুদা
== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
পোস্টের বক্তব্য স্পষ্টতর
করতে এগুলি সাজানো হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।
ধারাবাহিক ‘ঝাউ-বাংলোর রহস্য’-র পর টেনিদা আবার ‘সন্দেশ’-এ ।
শ্রদ্ধানন্দ পার্ক থেকে ‘দি
গ্রেট্ আবার খাবো রেস্টুরেন্ট’ অবধি বিস্তৃত গল্পের ঘটনাস্থল ।
খানিকটা কমিকসের আদলে,
সংলাপ-সহ শীর্ষচিত্র আঁকেন চিত্রকর-চলচ্চিত্রকার নীতীশ মুখোপাধ্যায় ।
পরবর্তীকালে, সত্যিই চিত্র-কাহিনি
রূপে বেরয় ‘হনোলুলুর মাকুদা’ ।
রামগরুড় (রাহুল মজুমদার)-এর তুলিতে । ঐ
‘সন্দেশ’ পত্রিকাতেই (১৪০৭) । প্রথম প্রকাশ :
‘সন্দেশ’, জ্যৈষ্ঠ ১৩৭১
নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে
সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) :
১) ‘সবার প্রিয় টেনিদা’, শিবরাম
চকরবরতির বইয়ের দোকান, সেপ্টেম্বর ১৯৭১ ।
২) ‘সবার প্রিয় টেনিদা’, শৈব্যা প্রকাশন বিভাগ, ১৯৮৬
।
২) ‘হনোলুলুর মাকুদা’, সংযোগ,
ভাদ্র ১৩৭২ ১ । চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত :
টেনিদা, প্যালা ।
প্রথম প্রকাশিত হেডপীস, অলংকরণ ও টেলপীস :
প্রথম প্রকাশিত হেডপীস, অলংকরণ ও টেলপীস :
‘হনোলুলুর মাকুদা’, ‘সন্দেশ’, জ্যৈষ্ঠ ১৩৭১
।
শিল্পী ।। নীতীশ মুখোপাধ্যায় । |
‘হনোলুলুর মাকুদা’, ‘সন্দেশ’, জ্যৈষ্ঠ ১৩৭১
।
শিল্পী ।। নীতীশ মুখোপাধ্যায় । |
টেলপীস, ‘হনোলুলুর মাকুদা’, ‘সন্দেশ’, জ্যৈষ্ঠ ১৩৭১ । |
___________________________________________________________________________________
No comments:
Post a Comment