Knaakrabichhe

কাঁকড়াবিছে

 

== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় == 

পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে কোনও ব্যবসায়িক স্বার্থে নয়  


'Tenida Treasury' Blog.



বহু বছর বাদে টেনি-কাহিনির প্রথম প্রকাশিত রূপ বিচিত্রিত করলেন তিনি ।
সবার প্রিয় শিল্পী শৈল নারায়ণ চক্রবর্তী
শারদ-সংকলনের ক্ষেত্রে, ইতিপূর্বে ‘বার্ষিক শিশুসাথী’-তে তাঁর আঁকা টেনি-চিত্র দেখা গেছে ।
দেব সাহিত্য কুটীর পূজাবার্ষিকী-তে এই প্রথম । 
টেনিদা-র অলংকরণ-তালিকায় যুক্ত হল এক বিরল বহুবর্ণ  ছবি ।

সোনার শারদীয়া ‘উত্তরায়ণ
কিশোর সাহিত্যের শ্রেষ্ঠতম চরিত্র ত্রয়ীর নবতম কীর্তি এতে সংকলিত ।
হর্ষবর্ধন ঘনাদা টেনিদা 

ভজহরি মুখুজ্যে-র মামা কত জন ?
প্রশ্নটি উঠেছিল আগেই
জবাব মিলল ‘কাঁকড়াবিছে’-য় । আট বছর বাদে ।
মোট পাঁচশো পঞ্চান্ন  জন ।

সেই ‘বিশ্বময়’ মামার একজন – পচামামা – এই গল্পের কেন্দ্রে । 
নিবাস : ধ্যাধ্যেড়ে কালীকেষ্টপুর । 


প্রথম প্রকাশ : 
উত্তরায়ণ, দেব সাহিত্য কুটীর, ১৩৭১ 

নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) : 
১) টেনিদার গল্প’, অভ্যুদয় প্রকাশ-মন্দির, জ্যৈষ্ঠ ১৩৭৫  
২) পটলডাঙ্গার টেনিদা’, বেঙ্গল পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, ফাল্গুন ১৩৭৭ । 

চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত : 
টেনিদা, প্যালা, ক্যাবলা, হাবুল  


উত্তরায়ণ’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী)-এর প্রচ্ছদ :

'Tenida Treasury' Blog.
শিল্পী ।। প্রতুল চন্দ্র বন্দ্যোপাধ্যায়














প্রথম প্রকাশিত হেডপীস ও অলংকরণ :

'Tenida Treasury' Blog.

কাঁকড়াবিছে’, উত্তরায়ণ’, দেব সাহিত্য কুটীর, ১৩৭১
শিল্পী ।। শৈল চক্রবর্তী ।





















'Tenida Treasury' Blog.
কাঁকড়াবিছে’, উত্তরায়ণ’, দেব সাহিত্য কুটীর, ১৩৭১
শিল্পী ।। শৈল চক্রবর্তী ।






















'Tenida Treasury' Blog.
কাঁকড়াবিছে’, উত্তরায়ণ’, দেব সাহিত্য কুটীর, ১৩৭১
শিল্পী ।। শৈল চক্রবর্তী ।























'Tenida Treasury' Blog.
কাঁকড়াবিছে’, উত্তরায়ণ’, দেব সাহিত্য কুটীর, ১৩৭১
শিল্পী ।। শৈল চক্রবর্তী ।












___________________________________________________________________________________ 

= শিবরাম চক্রবর্তী-র ‘বৈজ্ঞানিক ভ্যাবাচাকা 

= প্রেমেন্দ্র মিত্র প্রণীত ‘জল 
দ্রষ্টব্য : ‘ঘনাদা গ্যালারি’ ওয়েবসাইট –
http://ghanada.wixsite.com/ghanada-gallery/short-stories-from-the-1960s 

= ‘সাংঘাতিক ! 
___________________________________________________________________________________

No comments: