Pawrer Upakaar Korio Naa [Story]

পরের উপকার করিও না [ছোটগল্প]

 

== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় == 

পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে কোনও ব্যবসায়িক স্বার্থে নয়



'Tenida Treasury' blog.



ভজহরি ফিলম কর্পোরেশন’-এর পর ‘বার্ষিক শিশুসাথী’-তে আবার তিনি ।

মূল পাঠে একটি পঙক্তি ছিল :
আমি, ক্যাবলা আর হাবুল সেন – ‘সপ্তকাণ্ডেরতিন মূর্তি চাঁদা করে তিন টাকা জমা দিয়ে টেনিদাকে খালাস করে আনলাম ।
এই ‘সপ্তকাণ্ড’ (১৩৫৫) নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর প্রথম ছোটদের গল্প-সংকলন । 
টেনিদার গল্প’ (১৩৭৫) এবং অন্যত্র গ্রন্থবদ্ধ হওয়ার কালে ‘সপ্তকাণ্ডের’ পরিবর্তে ছাপা হয় ‘চার মূর্তি’র 

টেনিদা-র উচ্চতা এখানে ছ’হাত নয়, ছ’ফুট । নাসিকা যেন গণ্ডারের খাঁড়া
এই গল্প থেকেই হাবুল সেন পুরোদস্তুর ঢাকাই ভাষায় বাক্যালাপ শুরু করেন

জানা যায়, ভজহরি মুখোপাধ্যায়-এর দেশের বাড়ি ধোপাখোলা গ্রামে ।
পাঁচশো পঞ্চান্ন জন মাতুলের একজন, পাঁচু মামা-র সেখানে বাস ।
এছাড়া থাকেন দূর-সম্পর্কের এক জ্যাঠাইমা
তাঁর মুখে নায়কের আনকোরা এক ডাকনাম । ‘টেনু’ !

পরের উপকার করিও না’-য় আছেন এক বিরাটকায় সাধু । 
টেনি-হীন ‘সদা হাস্যমুখে থাকিবে’ (১৩৬১)-তে ঘুর্ঘুরানন্দ
পরে এঁরা দুজন মিশে গিয়েই যেন সৃষ্টি হয় সেই অবিস্মরণীয় চরিত্র ।
চার মূর্ত্তি উপন্যাসের স্বামী ঘুটঘুটানন্দ  

প্যালারাম ও তাঁর পিসতুতো ভাই ফুচুদা-র ‘সৌজন্য-দিবস’ (‘শুকতারা’, আশ্বিন ১৩৬৮) গল্পে মিলবে ‘পরের উপকার করিও না’-র উল্লেখ । 

প্রসঙ্গত, ইতিপূর্বে পরের অযাচিত উপকার করতে গিয়ে নাকাল হয়েছিলেন সাহিত্যের আরও এক স্বনামধন্য চরিত্র ।
শিবরাম চক্রবর্তী-র হর্ষবর্ধন  

শিরোনাম অপরিবর্তিত রেখে নাট্যায়িত হয় ‘পরের উপকার করিও নাবছর পাঁচেক বাদে


প্রথম প্রকাশ : 
বার্ষিক শিশুসাথী, ১৩৫৭ 

নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) : 
) নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটদের শ্রেষ্ঠ গল্প’, অভ্যুদয় প্রকাশ-মন্দির, আশ্বিন ১৩৬২
) ছোটদের শ্রেষ্ঠ গল্প’, অন্নপূর্ণা পাবলিশিং হাউস, জুন ১৯৭৪  
) টেনিদার গল্প’, অভ্যুদয় প্রকাশ-মন্দির, জ্যৈষ্ঠ ১৩৭৫
৪) ‘টেনিদার কাণ্ডকারখানা, কামিনী প্রকাশালয়, নববর্ষ ১৩৯৭ । 

চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত : 
টেনিদা, প্যালা, ক্যাবলা, হাবুল 


প্রথম প্রকাশিত হেডপীস ও অলংকরণ :

'Tenida Treasury' Blog.

পরের উপকার করিও না’, বার্ষিক শিশুসাথী’, ১৩৫৭
শিল্পী ।। ধীরেন্দ্রনাথ বল















'Tenida Treasury' Blog.
পরের উপকার করিও না’, বার্ষিক শিশুসাথী’, ১৩৫৭
শিল্পী ।। ধীরেন্দ্রনাথ বল


















'Tenida Treasury' Blog.
পরের উপকার করিও না’, বার্ষিক শিশুসাথী’, ১৩৫৭
শিল্পী ।। ধীরেন্দ্রনাথ বল























'Tenida Treasury' Blog.
পরের উপকার করিও না’, বার্ষিক শিশুসাথী’, ১৩৫৭
শিল্পী ।। ধীরেন্দ্রনাথ বল







___________________________________________________________________________________ 

= ‘ক্যামোফ্লেজগল্পেও ছিল এই উপমা ।

= ‘ক্যামোফ্লেজ-এ শুধু ছিল : হাবুল ঢাকাই ভাষায় বললে, পোলাপান । 

= ‘কাঁকড়াবিছে’ । 

= দ্রষ্টব্য : BlOGUS ব্লগে ‘টেনিদা ও চিত্রিত চা মূর্ত্তি’ - 
http://blogus-abogusblog.blogspot.in/2016/11/Tenida-and-the-Charming-Charmurti.html 

= শিবরাম চক্রবর্তী-র ‘মানুষের উপকার করো !’ (গ্রন্থাকারে প্রকাশ : ১৩৫০), ‘বাড়ি থেকে পালিয়ের পর’ (প্রথম ধারাবাহিক প্রকাশ : ১৩৭৫) । 

=  টেনিদা সমগ্র’ গ্রন্থের সম্পাদক অনুমান করেন, “নাটিকাটিই আগে লেখা হয়েছে । গল্পটি পরে । (পৃষ্ঠা ৪৯২)
প্রকৃতপক্ষে উলটোটাই সত্য 
___________________________________________________________________________________
 

2 comments:

Arnab said...

Asadharon

Unknown said...

ধন্যবাদ অর্ণব !