Chaamchikey Aar Ticket Checker

চামচিকে আর টিকিট চেকার

 

== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় == 

পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে কোনও ব্যবসায়িক স্বার্থে নয়  



'Tenida Treasury' blog.



টেনিদা-র পাঁচশো পঞ্চান্ন জন মামা
এই গল্পে তাঁদের একজনের প্রসঙ্গ এল :
পাটনা-র ‘বাঁড়ুজ্যেছোটমামা
নায়কের শাসানি-লিস্টে যুক্ত হল ‘চাঁটিতে চাপাটি’ বানানো । 
ক্যাবলা-র ছোটবেলা কাটে পশ্চিমে ।
সুপরিচিত সেই তথ্যখানি এখানেই সর্বাগ্রে জানা গেল ।

ইতিপূর্বে ‘সপ্তকাণ্ড’ (১৩৫৫)-তে টেনি-গ্রন্থচিত্রণে হাতেখড়ি হয় শৈল চক্রবর্তী-র ।
চামচিকে আর টিকিট চেকার’ থেকে পত্রিকায় প্রথম প্রকাশিত টেনিদা-র সঙ্গী হলেন শিল্পী । 


প্রথম প্রকাশ : 
বার্ষিক শিশুসাথী, ১৩৬০ 

নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) : 
১) ‘ছুটির আকাশ, ইষ্টলাইট বুক হাউস, ১০ ই আশ্বিন ১৩৬৩ 
২) টেনিদার গল্প’, অভ্যুদয় প্রকাশ-মন্দির, জ্যৈষ্ঠ ১৩৭৫  
৩) সবার প্রিয় টেনিদা’, শিব্রাম চকরবর্তীর বইয়ের দোকান, সেপ্টেম্বর ১৯৭১  
৪) সবার প্রিয় টেনিদা’, শৈব্যা প্রকাশন বিভাগ, ১৯৮৬  

চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত : 
টেনিদা, প্যালা, ক্যাবলা, হাবুল 

প্রথম প্রকাশিত হেডপীস ও অলংকরণ :

'Tenida Treasury' Blog.

চামচিকে আর টিকিট চেকার’, বার্ষিক শিশুসাথী’, ১৩৬০
শিল্পী ।। শৈল চক্রবর্তী ।
















'Tenida Treasury' Blog.
চামচিকে আর টিকিট চেকার’, বার্ষিক শিশুসাথী’, ১৩৬০
শিল্পী ।। শৈল চক্রবর্তী ।






















___________________________________________________________________________________ 

= কাঁকড়াবিছে 
___________________________________________________________________________________