Ekti Football Match

একটি ফুটবল ম্যাচ

 

== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় == 

পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে কোনও ব্যবসায়িক স্বার্থে নয়  



'Tenida Treasury' Blog.



ক্রীড়া-বিষয়ক একগুচ্ছ টেনি-কাহিনির প্রথম
মৌচাক’ পত্রিকায় সম্ভবত এই একবারই তাঁর পদার্পণ । 

ভজহরি মুখোপাধ্যায়, থাণ্ডার ক্লাব-এর ক্যাপ্টেন ।
ফুটবল এবং ক্রিকেট – দুই টিমেরই দলপতি ।

ক্লাবের ভন্টু-ঘন্টু-র মামা, কাশীবাসী কুট্টিমামা
পরের গল্পে জানা যায়, টেনিদা-র মার্কামারা মামারও একই নাম । 

ম্যাচের দুই পক্ষ – পটলডাঙা থাণ্ডার ফুটবল ক্লাব এবং দমদম ভ্যাগাবণ্ড ক্লাব 

ভজহরি ফিলম কর্পোরেশন’-এ ছিলেন নায়কের পরিচারক, চট্টগ্রামের বিষ্টু
এই গল্পে – ভজুয়া 

প্যালারাম-এর ছোটকাকা চিকিৎসক  
একটি ফুটবল ম্যাচ’ থেকে পাওয়া গেল তাঁর ডাক্তার মেজদা-কে


প্রথম প্রকাশ : 
মৌচাক, কার্ত্তিক ১৩৬০ 

নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) : 
১) নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটদের শ্রেষ্ঠ গল্প’, অভ্যুদয় প্রকাশ-মন্দির, আশ্বিন ১৩৬২
২) ছোটদের শ্রেষ্ঠ গল্প’, অন্নপূর্ণা পাবলিশিং হাউস, জুন ১৯৭৪
) টেনিদার গল্প’, অভ্যুদয় প্রকাশ-মন্দির, জ্যৈষ্ঠ ১৩৭৫
৪) টেনিদার কাণ্ডকারখানা, কামিনী প্রকাশালয়, নববর্ষ ১৩৯৭,পটলডাঙার ফুটবল ম্যাচ’ নামে । 

চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত : 
টেনিদা, প্যালা, ক্যাবলা, হাবুল 

প্রথম প্রকাশিত হেডপীস :

'Tenida Treasury' Blog.

একটি ফুটবল ম্যাচ’, মৌচাক’, কার্ত্তিক ১৩৬০
শিল্পী ।। অজ্ঞাত ।
















___________________________________________________________________________________

= ‘ক্রিকেট মানে ঝিঁঝিঁ 

= ‘কুট্টিমামার হাতের কাজ’ । 

= ‘দধীচি, পোকা ও বিশ্বকর্মা’ । 

= টেনিদা-হীন ‘অথ নিমন্ত্রণ ভোজন’ গল্প অনুযায়ী প্যালা-র মেজদা-র নাম ন্যালা 
___________________________________________________________________________________
 

1 comment:

স্নেহাশিস মুখোপাধ্যায় said...

এটি এবং 'ক্রিকেট মানে ঝিঁঝিঁ' গল্পদুটি একটু অন্যরকম। টেনিদা পুরোমাত্রায় উপস্থিত থাকলেও গল্পের মুখ্য চরিত্র প্যালা-ই। আর হাবুল এবং ক্যাবলা-র তো সংক্ষিপ্ত উপস্থিতিই বলা চলে বোধহয়।