Brahmabikasher Dantabikaash

ব্রহ্মবিকাশের দন্তবিকাশ

 

== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় == 

পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে কোনও ব্যবসায়িক স্বার্থে নয়  


'Tenida Treasury' Blog.


২২ শে কার্ত্তিক ১৩৭৭ ।
প্রয়াত হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়

তার মাস কয়েক আগে তিনটি শারদ-সংখ্যায় বেরয় টেনিদা-র অন্তিম কাহিনিত্রয়ী
দেব সাহিত্য কুটীর পূজাবার্ষিকীমণিহার’-এর ভাগে পড়েছিলব্রহ্মবিকাশের দন্তবিকাশ’ ।
এই শারদ-সিরিজে প্রকাশিত এক ডজন টেনি-কীর্তির শেষতম । 

নারায়ণ-সৃষ্ট ছোটদের সাহিত্যে বিচিত্র সব মুখের সারি
শেষ দুই অবিস্মরণীয় নতুন চরিত্র - খাঁড়ামশাই এবং ব্রহ্মবিকাশ চোংদার

অখিল মিস্তিরি লেন-এর বড়লোক ব্যাচেলর ব্রহ্মবিকাশ
মানুষকে নিমন্ত্রণ করে এনে খাওয়ার প্রতিযোগিতায় মাতেন ।
নিজের খেলাতেই তাঁকে মাত করেন ভজহরিপ্যালারাম

গরমের ছুটিতে হাবুল গেছেন বহরমপুর-এ, পিসিমার বাড়ি । 
ক্যাবলা শিলং-এ
উভয়ই অনুপস্থিত । 

প্যালা-র লেখক-খ্যাতি স্রেফ বন্ধু মহলে আটকে নেই ।
তাঁর দু’-একটি গল্প পড়ে ফেলেছেন ব্রহ্মবিকাশ বাবু-ও ।

আসল বা কল্পিত প্রিয় সাহিত্যিকদের প্রসঙ্গ বারবার এসেছে চার মূর্তি-র কাহিনিতে
এই গল্পে আছে শিবরাম চক্রবর্তীসুকুমার রায়-এর নাম ।

সুরেন্দ্রনাথ কলেজ-এ ব্যাক খেলেন বিশু 
টেনিদা-র এই চেনা ছেলেটি একবার এখানে উঁকি দিয়ে যান ।
অন্যদিকে বলটু বনাম টেনি-র চিরকালীন রেষারেষি চলতেই থাকে  

ভজহরি মুখুজ্যে-র অভিধানে ‘মেফিস্টোফিলিস’-এর হরেকরকম মানে
ব্রহ্মবিকাশের দন্তবিকাশ’-এ শব্দটি প্রায় পুঁদিচ্চেরি বা ডেনজারাস-এরই সমার্থক । 

গল্পে চার মূর্তি-র লিডার বলেছেন, 
“আমি - এই টেনিরাম শর্মা - কাউকে কক্ষণো [য] খাওয়াই না - নিজেই খেয়ে থাকি বরাবর । এ হচ্ছে আমার নীতি - মানে প্রিনসিপল ।”
এই দাবি সম্পূর্ণ সত্য নয় ।
নেমন্তন্ন থাকলেই কিন্তু প্যালা-কে ডেকে নিয়েছেন টেনিদা
তাঁকে পোলাও এবং কাঁকড়া ভোজন করিয়েছেন । নিজের প্রতিশ্রুতির মান রাখতে ।

সর্বোপরিপ্রভাত সঙ্গীত’-এর গোটা টীম-কে আইসক্রিম খাইয়েছেন নিজের পয়সাতেই ।

প্রমাণিত হয় পটলডাঙা-র টেনি শর্মা প্রকৃত মেফিস্টোফিলিস । বিনয়ী । 


প্রথম প্রকাশ : 
মণিহার, দেব সাহিত্য কুটীর, মহালয়া ১৩৭৭ 

নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) : 
১) ‘টেনিদা দি গ্রেট’, গ্রন্থপ্রকাশ, ৯ ই শ্রাবণ ১৩৭৮ । 

চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত : 
টেনিদা, প্যালা  


মণিহার’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী)-এর প্রচ্ছদ :

'Tenida Treasury' Blog.
শিল্পী ।। অজ্ঞাত














প্রথম প্রকাশিত হেডপীস ও অলংকরণ :

'Tenida Treasury' Blog.

ব্রহ্মবিকাশের দন্তবিকাশ’, মণিহার’, দেব সাহিত্য কুটীর, ১৩৭৭
শিল্পী ।। শৈল চক্রবর্তী ।

















'Tenida Treasury' Blog.
ব্রহ্মবিকাশের দন্তবিকাশ’, মণিহার’, দেব সাহিত্য কুটীর, ১৩৭৭
শিল্পী ।। শৈল চক্রবর্তী ।






















'Tenida Treasury' Blog.
ব্রহ্মবিকাশের দন্তবিকাশ’, মণিহার’, দেব সাহিত্য কুটীর, ১৩৭৭
শিল্পী ।। শৈল চক্রবর্তী ।





















___________________________________________________________________________________ 

= দ্রষ্টব্য : গজকেষ্ট বাবুর হাসি - 
http://tenida-treasury.blogspot.in/2016/12/Gajakeshto-Babur-Haashi.html 

= ‘বার্ষিক শিশুসাথী’-তে প্রকাশিত নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর শেষ কাহিনি ‘খাঁড়ামশাই’ (১৩৭৭) ।
এটি টেনিদা-র গল্প নয় । 

= ‘একাদশীর রাঁচি যাত্রা’ গল্পেও তাই । 

= শিবরাম চক্রবর্তীহেমেন্দ্র কুমার রায়-এর নতুন বই ব্যাগে নিয়ে বেড়াতে যান প্যালা (‘চার মূর্তির অভিযান’) । 
শিব্রামদা’-র সঙ্গে তাঁর আলাপও আছে (‘তালিয়াৎ’) । 
প্রেমেন্দ্র মিত্র-র ঘনাদা-র কথাও নানা কাহিনিতে ঘুরেফিরে এসেছে । দ্রষ্টব্য : টেনিদা আর ইয়েতি’ - 
http://tenida-treasury.blogspot.in/2016/12/Tenida-Aar-Yeti.html 
এছাড়া চার মূর্তির অভিযান-এ রয়েছে প্রেমেন্দ্র-প্রণীত ‘বিশ্বম্ভর বাবুর বিবর্ত্তন-বাদ’ (১৩৪৫) গল্পের প্রসঙ্গ । 

= দ্রষ্টব্য : দি গ্রেট্ ছাঁটাই’ - 
http://tenida-treasury.blogspot.in/2016/12/The-Great-Chhnaatai.html 

= চেঙ্গিস আর হ্যামলিনের বাঁশিওলা-তে ‘বিনয়ী’
টেনিদা আর ইয়েতিগল্পে ‘বেড়ে’ (দারুণ) । 

= ‘হালখাতার খাওয়া-দাওয়া’, ‘ভজগৌরাঙ্গ কথা’ । 

= যথাক্রমে ‘খট্টাঙ্গ ও পলান্ন’ এবং ‘মৎস্য-পুরাণ’ গল্পে । 
___________________________________________________________________________________

4 comments:

sankha goswami said...

tattwabadhan mane jeebe premeo tenida pyalake pratisruti den je bhomboldar bari tattwabadhan korte sahajya korle pylake tini chachar hotele cutlet khaoaben

Unknown said...

অসামান্য আপনার স্মৃতিশক্তি !
ধরিয়ে দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ প্রীতম বাবু ।
তবে ঐ ক্ষেত্রে টেনিদা তাঁর প্রতিশ্রুতি পূরণ করেছিলেন কিনা, তা প্যালারাম আমাদের জানিয়ে যাননি । :)

sankha goswami said...

tttwabadhan parba to sukher hoyni kajei khaoano hoe otheni sombhoboto. ar desher samman bachate honoulur makudakeo tini khaoanor jonno pach taka diechilen.jodio seta chio tar kakimar

Unknown said...

বাঃ ! দারুণ বলেছেন !
'টেনিদা ট্রেজারি'-তে আপনাকে সাদরে স্বাগত জানাই ।