ব্রহ্মবিকাশের দন্তবিকাশ
== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
পোস্টের বক্তব্য স্পষ্টতর
করতে এগুলি সাজানো হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।
২২ শে কার্ত্তিক ১৩৭৭ ।
প্রয়াত হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায় ।
তার মাস কয়েক আগে তিনটি শারদ-সংখ্যায় বেরয় টেনিদা-র অন্তিম কাহিনিত্রয়ী ।
দেব সাহিত্য কুটীর পূজাবার্ষিকী ‘মণিহার’-এর ভাগে পড়েছিল ‘ব্রহ্মবিকাশের দন্তবিকাশ’ ।
এই শারদ-সিরিজে প্রকাশিত এক ডজন টেনি-কীর্তির শেষতম ।
নারায়ণ-সৃষ্ট ছোটদের সাহিত্যে বিচিত্র সব মুখের সারি ১ ।
শেষ দুই অবিস্মরণীয় নতুন চরিত্র - খাঁড়ামশাই ২ এবং ব্রহ্মবিকাশ চোংদার ।
অখিল মিস্তিরি লেন-এর বড়লোক ব্যাচেলর ব্রহ্মবিকাশ ।
মানুষকে নিমন্ত্রণ করে এনে খাওয়ার প্রতিযোগিতায় মাতেন ।
নিজের খেলাতেই তাঁকে মাত করেন ভজহরি ও প্যালারাম ।
গরমের ছুটিতে হাবুল গেছেন বহরমপুর-এ, পিসিমার বাড়ি ।
ক্যাবলা শিলং-এ ৩ ।
উভয়ই অনুপস্থিত ।
প্যালা-র লেখক-খ্যাতি স্রেফ বন্ধু মহলে আটকে নেই ।
তাঁর দু’-একটি গল্প পড়ে ফেলেছেন ব্রহ্মবিকাশ বাবু-ও ।
আসল বা কল্পিত প্রিয় সাহিত্যিকদের প্রসঙ্গ বারবার এসেছে চার মূর্তি-র কাহিনিতে ৪ ।
এই গল্পে আছে শিবরাম চক্রবর্তী ও সুকুমার রায়-এর নাম ।
সুরেন্দ্রনাথ কলেজ-এ ব্যাক খেলেন বিশু ।
টেনিদা-র এই চেনা ছেলেটি একবার এখানে উঁকি দিয়ে যান ।
অন্যদিকে বলটু বনাম টেনি-র চিরকালীন রেষারেষি চলতেই থাকে ৫ ।
ভজহরি মুখুজ্যে-র অভিধানে ‘মেফিস্টোফিলিস’-এর হরেকরকম মানে ৬ ।
‘ব্রহ্মবিকাশের দন্তবিকাশ’-এ শব্দটি প্রায় ‘পুঁদিচ্চেরি’ বা ডেনজারাস-এরই সমার্থক ।
গল্পে চার মূর্তি-র লিডার বলেছেন,
“আমি - এই টেনিরাম শর্মা - কাউকে কক্ষণো [য] খাওয়াই না - নিজেই খেয়ে থাকি বরাবর । এ হচ্ছে আমার নীতি - মানে প্রিনসিপল ।”
এই দাবি সম্পূর্ণ সত্য নয় ।
নেমন্তন্ন থাকলেই কিন্তু প্যালা-কে ডেকে নিয়েছেন টেনিদা ৭ ।
তাঁকে পোলাও এবং কাঁকড়া ভোজন করিয়েছেন ৮ । নিজের প্রতিশ্রুতির মান রাখতে ।
সর্বোপরি ‘প্রভাত সঙ্গীত’-এর গোটা টীম-কে আইসক্রিম খাইয়েছেন নিজের পয়সাতেই ।
প্রমাণিত হয় পটলডাঙা-র টেনি শর্মা প্রকৃত মেফিস্টোফিলিস । বিনয়ী ।
প্রথম প্রকাশ :
‘মণিহার’, দেব সাহিত্য কুটীর, মহালয়া ১৩৭৭
নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) :
১) ‘টেনিদা দি গ্রেট’, গ্রন্থপ্রকাশ, ৯ ই শ্রাবণ ১৩৭৮ ।
চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত :
টেনিদা, প্যালা ।
‘মণিহার’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী)-এর প্রচ্ছদ :
শিল্পী ।। অজ্ঞাত । |
প্রথম প্রকাশিত হেডপীস ও অলংকরণ :
‘ব্রহ্মবিকাশের
দন্তবিকাশ’, ‘মণিহার’, দেব সাহিত্য কুটীর,
১৩৭৭ ।
শিল্পী
।। শৈল
চক্রবর্তী । |
‘ব্রহ্মবিকাশের
দন্তবিকাশ’, ‘মণিহার’, দেব সাহিত্য কুটীর,
১৩৭৭ ।
শিল্পী
।। শৈল
চক্রবর্তী । |
‘ব্রহ্মবিকাশের
দন্তবিকাশ’, ‘মণিহার’, দেব সাহিত্য কুটীর,
১৩৭৭ ।
শিল্পী
।। শৈল
চক্রবর্তী । |
___________________________________________________________________________________
১ = দ্রষ্টব্য : ‘গজকেষ্ট বাবুর হাসি’ -
http://tenida-treasury.blogspot.in/2016/12/Gajakeshto-Babur-Haashi.html
২ = ‘বার্ষিক শিশুসাথী’-তে প্রকাশিত নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর শেষ কাহিনি ‘খাঁড়ামশাই’ (১৩৭৭) ।
এটি টেনিদা-র গল্প নয় ।
৩ = ‘একাদশীর রাঁচি যাত্রা’ গল্পেও তাই ।
৪ = শিবরাম চক্রবর্তী ও হেমেন্দ্র কুমার রায়-এর নতুন বই ব্যাগে নিয়ে বেড়াতে যান প্যালা (‘চার মূর্তির অভিযান’) ।
‘শিব্রামদা’-র সঙ্গে তাঁর আলাপও আছে (‘তালিয়াৎ’) ।
প্রেমেন্দ্র মিত্র-র ঘনাদা-র কথাও নানা কাহিনিতে ঘুরেফিরে এসেছে । দ্রষ্টব্য : ‘টেনিদা আর ইয়েতি’ -
http://tenida-treasury.blogspot.in/2016/12/Tenida-Aar-Yeti.html
এছাড়া ‘চার মূর্তির অভিযান’-এ রয়েছে প্রেমেন্দ্র-প্রণীত ‘বিশ্বম্ভর বাবুর বিবর্ত্তন-বাদ’ (১৩৪৫) গল্পের প্রসঙ্গ ।
৫ = দ্রষ্টব্য : ‘দি গ্রেট্ ছাঁটাই’ -
http://tenida-treasury.blogspot.in/2016/12/The-Great-Chhnaatai.html
৬ = ‘চেঙ্গিস আর হ্যামলিনের বাঁশিওলা’-তে ‘বিনয়ী’ ।
‘টেনিদা আর ইয়েতি’ গল্পে ‘বেড়ে’ (দারুণ) ।
৭ = ‘হালখাতার খাওয়া-দাওয়া’, ‘ভজগৌরাঙ্গ কথা’ ।
৮ = যথাক্রমে ‘খট্টাঙ্গ ও পলান্ন’ এবং ‘মৎস্য-পুরাণ’ গল্পে ।
___________________________________________________________________________________
4 comments:
tattwabadhan mane jeebe premeo tenida pyalake pratisruti den je bhomboldar bari tattwabadhan korte sahajya korle pylake tini chachar hotele cutlet khaoaben
অসামান্য আপনার স্মৃতিশক্তি !
ধরিয়ে দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ প্রীতম বাবু ।
তবে ঐ ক্ষেত্রে টেনিদা তাঁর প্রতিশ্রুতি পূরণ করেছিলেন কিনা, তা প্যালারাম আমাদের জানিয়ে যাননি । :)
tttwabadhan parba to sukher hoyni kajei khaoano hoe otheni sombhoboto. ar desher samman bachate honoulur makudakeo tini khaoanor jonno pach taka diechilen.jodio seta chio tar kakimar
বাঃ ! দারুণ বলেছেন !
'টেনিদা ট্রেজারি'-তে আপনাকে সাদরে স্বাগত জানাই ।
Post a Comment