Chengis Aar Hameliner Bnaashiola

চেঙ্গিস আর হ্যামলিনের বাঁশিওলা

 

== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় == 

পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে কোনও ব্যবসায়িক স্বার্থে নয়  


'Tenida Treasury' Blog.



শেষ তিন টেনি-কাহিনির একটি ।
সন্দেশ পত্রিকায় তাঁর চতুর্থ তথা অন্তিম আবির্ভাব

নানা চেনা বিষয় ছড়িয়ে আছে গল্পের ছত্রে ছত্রে । 
ক্যাবলা-র চশমা , চুয়িং গাম , হিন্দি বলা , টেনিদা-র ঘনাদা-প্রশস্তি , ‘ডেনজারাস’ অর্থে ‘পুঁদিচ্চেরি’ ইত্যাদি ।
‘মেফিস্টোফিলিস’ শব্দের নয়া মানে সাব্যস্ত হয় ‘বিনয়ী’

দশানন-চরিত’-এর মত আবার টেনিদা-র কিসসায় হাজির হন পুরাকালের এক ব্যক্তিত্ব ।
স্বয়ং মোঙ্গল সম্রাট চেঙ্গিস খাঁ

ইতিহাসের সঙ্গে এই কাহিনির সম্পর্ক এখানেই শেষ হয় না ।
সপ্তদশ শতকে ভারতে আসেন এক ইতালিয় পর্যটক । 
মুঘল দরবার নিয়ে তাঁর একটি গ্রন্থ বেশ সাড়া ফেলে দেয় ।
লেখকের নাম নিকোলাও মানুচ্চি
বইটি ? ‘স্তোরিয়া দো মোগোরা 
টেনিদা-পঠিত মোঙ্গল হিস্ট্রি-বিষয়ক পুস্তক এবং রচয়িতার পদবি মনে আছে ?
তাহলে সাদৃশ্যটা নির্ঘাত কান এড়াবে না ।

চেঙ্গিস আর হ্যামলিনের বাঁশিওলা’ আরও একটি কারণে উল্লেখযোগ্য ।
এই একটিমাত্র বার নারায়ণ-এর টেনি-কাহিনি অলংকৃত করেছিলেন খোদ ‘সন্দেশ’-এর সম্পাদকমশাই । 
নাম যাঁর সত্যজিৎ রায়  


প্রথম প্রকাশ : 
সন্দেশ, ভাদ্র - আশ্বিন ১৩৭৭ 

নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) : 
১) পটলডাঙ্গার টেনিদা’, বেঙ্গল পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, ফাল্গুন ১৩৭৭ । 

চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত : 
টেনিদা, প্যালা, ক্যাবলা, হাবুল  


প্রথম প্রকাশিত হেডপীস অলংকরণ :

'Tenida Treasury' Blog.

চেঙ্গিস আর হ্যামলিনের বাঁশিওলা’, ‘সন্দেশ’, ভাদ্র - আশ্বিন ১৩৭৭
শিল্পী ।। সত্যজিৎ রায়














'Tenida Treasury' Blog.
চেঙ্গিস আর হ্যামলিনের বাঁশিওলা’, ‘সন্দেশ’, ভাদ্র - আশ্বিন ১৩৭৭
শিল্পী ।। সত্যজিৎ রায়
















___________________________________________________________________________________ 

= বাকি তিনটি : ‘ঝাউ-বাংলোর রহস্য’ ও ‘কম্বল নিরুদ্দেশ’ উপন্যাস, ‘হনোলুলুর মাকুদা’ ছোটগল্প । 

= প্রথম উল্লেখ ‘বেয়ারিং ছাঁট’-এ । 

= ‘ঢাউস’ গল্পে জানা যায়, চুয়িং গাম ক্যাবলা-র প্রিয় চর্ব্য । 

= ক্যাবলা-র ছোটবেলা কাটে পশ্চিমে ।
চামচিকে আর টিকিট চেকার’-এ প্রথম এই তথ্য প্রকাশিত । 

= দ্রষ্টব্য : টেনিদা আর ইয়েতি’ -

= ঝাউ-বাংলোর রহস্য’ থেকে চালু হয় । 

= টেনিদা আর ইয়েতি-তে অর্থ ছিল ‘বেড়ে’ (দারুণ) । 

= পরে ‘সন্দেশ’ পত্রিকায় ও গ্রন্থাকারে প্রকাশিত আশা দেবী-র ‘আসল টেনিদা’-ও বিচিত্রিত করেছিলেন সত্যজিৎ
___________________________________________________________________________________

No comments: