হালখাতার খাওয়া-দাওয়া
== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
পোস্টের বক্তব্য স্পষ্টতর
করতে এগুলি সাজানো হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।
টেনিদা-র কুট্টিমামা সশরীরে নেই ।
তবু এই গল্পের কেন্দ্রে সেই
গজগোবিন্দ হালদার ।
তাঁর এক বিচিত্র স্বভাব – দোকানে টাকা
বাকি রাখা ।
এর ফলে ভুক্তভোগী হন ভাগনে ভজহরি । আর প্যালারাম
।
‘মৎস্য-পুরাণ’-এ প্যালা
গিয়েছিলেন ‘বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডার’-এ ।
প্রায় ন’বছর বাদে সেই প্রতিষ্ঠানের
উল্লেখ ফের ‘হালখাতার খাওয়া-দাওয়া’-য় ।
‘শিশুসাথী’-তে তখন ‘চার
মূর্ত্তি’ উপন্যাস চলছে ।
একমাত্র টেনি-নাটিকা
সদ্য প্রকাশিত হয়েছে ‘রামধনু’ পত্রিকায় । ১
এবার ‘শুকতারা’-য় হাজির হলেন টেনিদা । ২
সম্ভবত এই একবারই ।
পূর্ববর্তী কাহিনি ‘পেশোয়ার কি
আমীর’-এর অলংকরণের টেনিদা ছিলেন
নিতান্তই কিশোর ।
‘হালখাতার খাওয়া-দাওয়া’-র
ছবিতে তিনি রীতিমত পূর্ণবয়স্ক ।
প্রসঙ্গত, এই চিত্রখানি আবার দেখা
যায় সৌরীন্দ্রমোহন
মুখোপাধ্যায়-এর ‘বহুরূপী’ গ্রন্থে । ৩ প্রথম প্রকাশ :
‘শুকতারা’, আষাঢ় ১৩৬৩
নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে
সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) :
১) ‘ছুটির আকাশ’, ইষ্টলাইট বুক হাউস, ১০ ই আশ্বিন ১৩৬৩ ।
২) ‘টেনিদার গল্প’,
অভ্যুদয় প্রকাশ-মন্দির, জ্যৈষ্ঠ ১৩৭৫ ।
৩) ‘সবার প্রিয় টেনিদা’, শিব্রাম চকরবর্তীর বইয়ের দোকান, সেপ্টেম্বর ১৯৭১ ।
৪) ‘সবার প্রিয় টেনিদা’, শৈব্যা প্রকাশন বিভাগ, ১৯৮৬ । চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত :
প্রথম প্রকাশিত হেডপীস ও অলংকরণ :
‘হালখাতার খাওয়া-দাওয়া’, ‘শুকতারা’,
আষাঢ় ১৩৬৩
।
|
‘হালখাতার খাওয়া-দাওয়া’, ‘শুকতারা’,
আষাঢ় ১৩৬৩
।
শিল্পী ।। সমর দে । |
___________________________________________________________________________________
১ = ‘পরের উপকার করিও না’ [নাটিকা] ।
২ = সরোজ
দত্ত
রচিত জীবনী (পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, ১৯৯৬) গ্রন্থের ‘নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচনার প্রথম প্রকাশকাল’ অংশ অনুসারে,
‘হালখাতার খাওয়া-দাওয়া’ বেরয় ‘শুকতারা’ (শারদ সংকলন) –এ, ১৩৭৩ সনে (পৃষ্ঠা ৫০) ।
‘হালখাতার খাওয়া-দাওয়া’ বেরয় ‘শুকতারা’ (শারদ সংকলন) –এ, ১৩৭৩ সনে (পৃষ্ঠা ৫০) ।
৩ = গল্পের নাম ‘ছোট ভাই’ ।
(‘বহুরূপী’,
সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়, দেব সাহিত্য কুটীর, মহালয়া ১৩৬৮)
শিল্পী
: সমর দে । ___________________________________________________________________________________
2 comments:
saroj duuter tothyo bhul... karon shuktarar prothom sarod sonkolon beriyechilo 1985 mane 1392 sale..... eta asole 1363 mane 1956 sale beroy... pore jokhon "fire dekha" bhibhag chalu hoy tateo beriyeche..... ar sera shukatara (prothom khondo) teo ache.
ঠিক বলেছেন ।
ধন্যবাদ সুমিত বাবু ।
Post a Comment