Peshawar Ki Ameer

পেশোয়ার কি আমীর

 

== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় == 

পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে কোনও ব্যবসায়িক স্বার্থে নয়  



'Tenida Treasury' Blog.



টেনিদা-র বিশ্বময় মামা  
কুট্টিমামা-র পর এবার গাবলু মামা । বাড়ি খড়্গপুর-এ ।
সেখানে টেনি শর্মা-র এক বন্ধু জুটে যায় । 
ঘটকর্পর, ওরফে ঘটা 

ক্যামোফ্লেজগল্পে সাহেব ছিলেন মিস্টার বোগাস 
চামচিকে আর টিকেট চেকার-এ মিস্টার রাইনোসেরাস
মিস্টার প্যান্থার , ‘দশানন-চরিত’- 
এখানে রয়েছেন ডার্কডেভিল  

দেব সাহিত্য কুটীর বার্ষিকী-সিরিজে সর্বাধিক টেনি-কাহিনি অলংকৃত করেন শিল্পী বলাইবন্ধু রায় 
আম নিয়ে খাস গল্প ‘পেশোয়ার কি আমীর’ থেকে তার সূচনা । 

এটি প্রকাশিত হয় ধারাবাহিক উপন্যাসচার মূর্ত্তি’ চলাকালীন । 


প্রথম প্রকাশ : 
দেবালয়, দেব সাহিত্য কুটীর, মহালয়া ১৩৬২ 

নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) : 
১) খুশির হাওয়া’, ইষ্টলাইট বুক হাউস, সাল অজানা ।  
২) খুশির হাওয়া’, অভ্যুদয় প্রকাশ-মন্দির, আশ্বিন ১৩৬৫  
৩) খুশির হাওয়া’, অন্নপূর্ণা পাবলিশিং হাউস, জুন ১৯৭৪ । 
৪) টেনিদার গল্প’, অভ্যুদয় প্রকাশ-মন্দির, জ্যৈষ্ঠ ১৩৭৫
৫) ‘পটলডাঙ্গার টেনিদা’, বেঙ্গল পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, ফাল্গুন ১৩৭৭ । 

চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত : 
টেনিদা, প্যালা 


দেবালয়’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী)-র প্রচ্ছদ : 

'Tenida Treasury' Blog.
শিল্পী ।। প্রতুল চন্দ্র বন্দ্যোপাধ্যায়















প্রথম প্রকাশিত হেডপীস ও অলংকরণ :

'Tenida Treasury' Blog.

পেশোয়ার কি আমীর’, ‘দেবালয়’, দেব সাহিত্য কুটীর, ১৩৬২
শিল্পী ।। বলাইবন্ধু রায়

















'Tenida Treasury' Blog.
পেশোয়ার কি আমীর’, ‘দেবালয়’, দেব সাহিত্য কুটীর, ১৩৬২
শিল্পী ।। বলাইবন্ধু রায়






















'Tenida Treasury' Blog.
পেশোয়ার কি আমীর’, ‘দেবালয়’, দেব সাহিত্য কুটীর, ১৩৬২
শিল্পী ।। বলাইবন্ধু রায়






















___________________________________________________________________________________ 

= ‘কাঁকড়াবিছে 

= সমগ্র কিশোর-সাহিত্য, ম খণ্ড, নারায়ণ গঙ্গোপাধ্যায়, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, ১৯৭৮ থেকে প্রাপ্ত তথ্য । 

= ‘নারায়ণ গঙ্গোপাধ্যায়’, সরোজ দত্ত, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, ১৯৯৬ থেকে প্রাপ্ত তথ্য । 
___________________________________________________________________________________
 

2 comments:

sankha goswami said...

tenida o yietite farasi saheb monsieur lelefa

Unknown said...

ঠিক বলেছেন । ধন্যবাদ !