পেশোয়ার কি আমীর
== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
পোস্টের বক্তব্য স্পষ্টতর
করতে এগুলি সাজানো হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।
টেনিদা-র বিশ্বময় মামা ১ ।
কুট্টিমামা-র পর এবার গাবলু
মামা । বাড়ি খড়্গপুর-এ ।
সেখানে টেনি শর্মা-র এক বন্ধু জুটে যায় ।
ঘটকর্পর, ওরফে ঘটা ।
‘ক্যামোফ্লেজ’ গল্পে সাহেব ছিলেন মিস্টার বোগাস
।
‘চামচিকে আর টিকেট
চেকার’-এ মিস্টার
রাইনোসেরাস ।
মিস্টার প্যান্থার
, ‘দশানন-চরিত’-এ ।
এখানে রয়েছেন ডার্কডেভিল
। দেব সাহিত্য কুটীর বার্ষিকী-সিরিজে সর্বাধিক টেনি-কাহিনি অলংকৃত করেন শিল্পী বলাইবন্ধু রায় ।
আম নিয়ে খাস গল্প ‘পেশোয়ার
কি আমীর’ থেকে তার সূচনা ।
প্রথম প্রকাশ :
‘দেবালয়’, দেব সাহিত্য কুটীর, মহালয়া ১৩৬২
নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে
সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) :
১) ‘খুশির হাওয়া’, ইষ্টলাইট বুক হাউস, সাল অজানা । ২
২) ‘খুশির হাওয়া’,
অভ্যুদয় প্রকাশ-মন্দির, আশ্বিন ১৩৬৫ । ৩
৩) ‘খুশির হাওয়া’, অন্নপূর্ণা পাবলিশিং হাউস, জুন ১৯৭৪ ।
৪) ‘টেনিদার গল্প’,
অভ্যুদয় প্রকাশ-মন্দির, জ্যৈষ্ঠ ১৩৭৫ ।৫) ‘পটলডাঙ্গার টেনিদা’, বেঙ্গল পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, ফাল্গুন ১৩৭৭ ।
চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত :
টেনিদা, প্যালা ।
‘দেবালয়’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী)-র প্রচ্ছদ :
শিল্পী ।। প্রতুল চন্দ্র বন্দ্যোপাধ্যায় । |
প্রথম প্রকাশিত হেডপীস ও অলংকরণ :
‘পেশোয়ার কি আমীর’, ‘দেবালয়’, দেব সাহিত্য
কুটীর, ১৩৬২
।
শিল্পী ।। বলাইবন্ধু রায় । |
‘পেশোয়ার কি আমীর’, ‘দেবালয়’, দেব সাহিত্য
কুটীর, ১৩৬২
।
শিল্পী ।। বলাইবন্ধু রায় । |
‘পেশোয়ার কি আমীর’, ‘দেবালয়’, দেব সাহিত্য
কুটীর, ১৩৬২
।
শিল্পী ।। বলাইবন্ধু রায় । |
___________________________________________________________________________________
১ = ‘কাঁকড়াবিছে’ ।
২ = ‘সমগ্র কিশোর-সাহিত্য’, ১ ম খণ্ড, নারায়ণ গঙ্গোপাধ্যায়, আনন্দ পাবলিশার্স প্রাইভেট
লিমিটেড, ১৯৭৮ থেকে প্রাপ্ত তথ্য ।
___________________________________________________________________________________
2 comments:
tenida o yietite farasi saheb monsieur lelefa
ঠিক বলেছেন । ধন্যবাদ !
Post a Comment