Tattwaabadhaan Maaney - Jeebey Prem !

তত্ত্বাবধান মানে – জীবে প্রেম !

 

== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় == 

পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে কোনও ব্যবসায়িক স্বার্থে নয়  


'Tenida Treasury' Blog.



প্যালা-র দুই স্বজনের উল্লেখ আছে এই কাহিনিতে ।
পূর্বপরিচিত বদরাগী ডাক্তার মেজদা
এলাহাবাদ-এর ডক্টরেট-করা সোনাদি 
আর হ্যাঁ । প্যালা-দের বাড়ির হুলো বেড়াল-এর নাম টুনি 

যাঁদের কালীঘাট পার্ক-নিকটস্থ ফ্ল্যাটের তত্ত্বাবধান নিয়ে গল্প, তাঁরা টেনিদা-র আত্মীয় ।
পিসতুতো ভাই ভোম্বলদা (অলকেশ ব্যানার্জি), তাঁর স্ত্রী এবং তিন বছরের কন্যা ব্যাম্বি  
সম্ভবত এই গল্পেই, প্রতিভাবান শিল্পী প্রতুল চন্দ্র বন্দ্যোপাধ্যায়-এর সর্বশেষ টেনি-চিত্রণ  


প্রথম প্রকাশ : 
শ্যামলী, দেব সাহিত্য কুটীর, মহালয়া ১৩৭০ 

নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) : 
১) ছোটদের ভালো ভালো গল্প’, শ্রী প্রকাশ ভবন, জ্যৈষ্ঠ ১৩৭১ । 
২) টেনিদার গল্প’, অভ্যুদয় প্রকাশ-মন্দির, জ্যৈষ্ঠ ১৩৭৫  

চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত : 
টেনিদা, প্যালা 



‘শ্যামলী’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী)-র প্রচ্ছদ :

'Tenida Treasury' Blog.
শিল্পী ।। প্রতুল চন্দ্র বন্দ্যোপাধ্যায়














প্রথম প্রকাশিত হেডপীস ও অলংকরণ :

'Tenida Treasury' Blog.

তত্ত্বাবধান মানে – জীবে প্রেম !’, শ্যামলী’, দেব সাহিত্য কুটীর, ১৩৭০
শিল্পী ।। প্রতুল চন্দ্র বন্দ্যোপাধ্যায়

















'Tenida Treasury' Blog.

তত্ত্বাবধান মানে – জীবে প্রেম !’, শ্যামলী’, দেব সাহিত্য কুটীর, ১৩৭০
শিল্পী ।। প্রতুল চন্দ্র বন্দ্যোপাধ্যায়






















'Tenida Treasury' Blog.

তত্ত্বাবধান মানে – জীবে প্রেম !’, শ্যামলী’, দেব সাহিত্য কুটীর, ১৩৭০
শিল্পী ।। প্রতুল চন্দ্র বন্দ্যোপাধ্যায়












___________________________________________________________________________________ 

= প্রথম আবির্ভাব সম্ভবত একটি ফুটবল ম্যাচ’-এ । 

= ফিলিক্স সলটেন রচিত বিখ্যাত উপন্যাস (১৯২৩) এবং ওয়াল্ট ডিজনি-র ছায়াছবি (১৯৪২)-র নায়ক ব্যাম্বি নামক হরিণ । 

= তবে এর পরেও, নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর টেনিদা-হীন কাহিনি ‘কবিতার জন্ম’ (১৩৭২) ও ‘ভজরামের প্রতিশোধ’ অলংকৃত করেন প্রতুল বাবু । 
দেব সাহিত্য কুটীর বার্ষিকী-তে । 
___________________________________________________________________________________
 

4 comments:

স্নেহাশিস মুখোপাধ্যায় said...

দুটি টিপ্পনীঃ
১) প্যালার একজন মেজদাকে 'অথ নিমন্ত্রণ ভোজন' গল্পে দেখা গেছে; যদিও তিনি বদরাগী ডাক্তার নন বা তখনো হয়ে ওঠেননি ('চারমূর্তির অভিযান' গল্পে জানা যায় তিনি সদ্য ডাক্তার হয়েছেন)।
২) টেনিদার ভোম্বলদার namesake আর একজন ভোম্বলদাকে পাওয়া যায় 'রচনার রহস্য' গল্পে।

Unknown said...

ধন্যবাদ স্নেহাশিস বাবু !
'টেনিদা ট্রেজারি'-র ‘খট্টাঙ্গ ও পলান্ন’ পৃষ্ঠার দ্বিতীয় পাদটীকায় এসেছে ‘অথ নিমন্ত্রণ ভোজন’ ও মেজদা-প্রসঙ্গ :
https://tenida-treasury.blogspot.in/2016/11/Khattaanga-O-Palaanna.html
'একটি ফুটবল ম্যাচ' (১৩৬০)-এও মেজদা-কে ডাক্তারি বই হস্তে দেখা গিয়েছিল ।

স্নেহাশিস মুখোপাধ্যায় said...

ঠিক। ‘খট্টাঙ্গ ও পলান্ন’ পৃষ্ঠাটি দেখলেও পাদটীকাটি চোখে পড়েনি। ধন্যবাদ আপনাকে।
জানতে ইচ্ছে হয় ‘খট্টাঙ্গ ও পলান্ন’ আগে না 'অথ নিমন্ত্রণ ভোজন' আগে?

Unknown said...

বলা মুশকিল স্নেহাশিস বাবু ।
‘অথ নিমন্ত্রণ ভোজন’ (১৩৫৩) বেরোয় ‘ঝিকিমিকি’ বার্ষিকী-তে ।
‘মণিকাঞ্চন’ বার্ষিকী-তে ‘খট্টাঙ্গ ও পলান্ন’-ও প্রকাশিত হয় ঐ সালেই ।
কিন্তু বছরের কোন কোন সময়ে তা আমাদের জানা নেই ।