Tiktiki Babur Gawlpa

টিকটিকি বাবুর গল্প

 

== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় == 

পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে কোনও ব্যবসায়িক স্বার্থে নয়  



'Tenida Treasury' Blog.



গল্প শুনছেন প্যালারাম, ক্যাবলা, হাবুল সেন
অথচ কথক
ভজহরি মুখোপাধ্যায় নন ।
এই বিরল দৃশ্যখানি রয়েছে
নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিতটিকটিকি বাবুর গল্প’-তে ।



একটি বিশেষ প্রাণীর সঙ্গে আকৃতিগত সাদৃশ্যের জন্য টিকটিকি বাবু-র ঐ নাম ।
তাঁর ভাল নামটা অজানাই রয়ে যায় ।



তাই বলে টেনিদা কিন্তু পুরোপুরি অনুপস্থিত নন ।
কাহিনির শেষ পাঁচ লাইনে চমক ! আচমকা তাঁর উদয় ।
সেই কারণেই অদ্যাবধি অগ্রন্থিত এই গল্পটিকে
টেনিদা ট্রেজারি’ ব্লগে রাখা ।

টেনি তথা চার মূর্তির এহেন গেস্ট অ্যাপিয়ারেন্স এই প্রথম নয় ।
গজকেষ্ট বাবুর হাসি’-তেও  ঘটেছিল এমন কাণ্ড ।


টেনিদা সমগ্র গ্রন্থে সংকলিত হয়নি এই দুটি গল্প । হয়ত টেনিদা-র অতি-সংক্ষিপ্ত উপস্থিতির কারণেই ।
টিকটিকি বাবুর গল্প’ অবশ্য নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর ‘সমগ্র কিশোর-সাহিত্য’ বা প্যালারামচরিত’-এও গরহাজির ।


প্রথম প্রকাশ :
শারদীয়া রোশনাই, ১৩৭৪ 


নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) :
সম্ভবত অদ্যাবধি অগ্রন্থিত । 


চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত : 
টেনিদা, প্যালা, ক্যাবলা, হাবুল সকলেরই উপস্থিতি সংক্ষিপ্ত । 

‘শারদীয়া রোশনাই’, ১৩৭৪-এর প্রচ্ছদ :

'Tenida Treasury' Blog.

শিল্পী ।। বিমল দাস













প্রথম প্রকাশিত হেডপীস ও অলংকরণ :

'Tenida Treasury' Blog.

টিকটিকিবাবুর গল্প’,
‘শারদীয়া রোশনাই’
, ১৩৭৪
শিল্পী ।। অজ্ঞাত

'Tenida Treasury' Blog.
টিকটিকিবাবুর গল্প’,
‘শারদীয়া রোশনাই’
, ১৩৭৪
শিল্পী ।। অজ্ঞাত





___________________________________________________________________________________

= দ্রষ্টব্য : গজকেষ্ট বাবুর হাসি’ -
https://tenida-treasury.blogspot.in/2016/12/Gajakeshto-Babur-Haashi.html



= নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর ‘সমগ্র কিশোর-সাহিত্য’, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড ।
প্রথম খণ্ড - ১৯৭৮ ; দ্বিতীয় খণ্ড - ১৯৮১ ; তৃতীয় খণ্ড - ১৯৮৩ ; চতুর্থ খণ্ড - ১৯৮৭ ।
অখণ্ড সংস্করণ - ১৯৯৬, সম্পাদনা - আশা দেবী ও অরিজিৎ গঙ্গোপাধ্যায় ।

প্যালারামচরিত- আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, ২০১২ ।
 

___________________________________________________________________________________
 

13 comments:

Arnab said...

দারুণ, মনেও পড়ছে না পড়েছি কিনা!

Unknown said...

ধন্যবাদ অর্ণব !
এমন আরও কত নারায়ণ বাবু-র ছোটদের গল্প - হয়ত টেনিদা-ও - দুষ্প্রাপ্য পত্রিকার পৃষ্ঠায় লুকোচুরি খেলছে ...

rajatsarkar said...

Darun bapar, kintu eta porbo ki bhabe .. kichu ekta kor ..

Unknown said...

ধন্যবাদ রজত !
মুস্কিল হল আমাদের কাছে তো নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর রচনার কপিরাইট নেই ।
কাজেই ব্লগে গল্পখানি রাখা সম্ভব হচ্ছে না ।
শুধু খবরটুকুই দিতে পারি ।
যদি সংশ্লিষ্ট প্রকাশকদের নজরে আসে, তাঁরা নিশ্চয় 'কিশোর সাহিত্য সমগ্র' বা 'টেনিদা সমগ্র'-তে অগ্রন্থিত লেখাগুলি অন্তর্ভুক্ত করবার দায়িত্ব নেবেন ।

aagontuk said...

Osadharon khoj

Unknown said...

অশেষ ধন্যবাদ !
'টেনিদা ট্রেজারি' ব্লগে আপনাকে স্বাগত জানাই ।

Anonymous said...

'কিশলয় প্রকাশন' থেকে প্রকাশিত 'অগ্রন্থিত কিশোর রচনা' বইটাতে কিছু নারায়ণ গঙ্গোপাধ্যায় এর লেখা পাওয়া যাবে যেগুলো আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত সংকলন গুলোতে নেই।
একটা প্রশ্ন: এই শারদীয়া রোশনাই কি দেব সাহিত্য কুটিরের পূজাবার্ষিকী?

Unknown said...

না । 'রোশনাই' একটি অধুনালুপ্ত স্বতন্ত্র পত্রিকা ছিল ।
তারই ১৩৭৪ সনের শারদীয়া সংখ্যায় প্রকাশিত হয় 'টিকটিকি বাবুর গল্প' ।

'টেনিদা ট্রেজারি' ব্লগে আপনাকে স্বাগত জানাই ।

Anonymous said...

পত্রিকাটির ঐ সংখ্যাটি এখন বাজারে পাওয়া অসম্ভব বললেই চলে। গল্পটা পড়ার কি কোনো উপায় নেই?

Unknown said...

পুরনো গ্রন্থাগারগুলিতে একবার ‘শারদীয়া রোশনাই’-টি খুঁজে দেখতে পারেন ।

Anonymous said...

শুধু কি এতেই হবে? এই ব্লগ থেকে 'ভাদ্র মাসের গল্প'- এর খোঁজও তো পেলাম। এই গল্পগুলোর খোঁজ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম নারায়ণবাবুর আরও কিছু অগ্রন্থিত গল্পের খোঁজ দিলে কৃতজ্ঞ থাকব।

Unknown said...

ধন্যবাদ । অবশ্যই চেষ্টা করব ।

Anonymous said...

ধন্যবাদ।