বনভোজনের ব্যাপার
== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
পোস্টের বক্তব্য স্পষ্টতর
করতে এগুলি সাজানো হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।
“বাগুইআটি ছাড়িয়ে আরো চারটে ইষ্টিশন” ।
ক্যাবলা-র মামার বাগান-বাড়ি ।
থিয়েটার-ফুটবল-এর পর ১ , সেখানে এবার চার মূর্তি-র বনভোজন ।
১৩৫৮ সনে দেব সাহিত্য
কুটীর প্রকাশিত ছোটদের বার্ষিকীতে প্রথম লেখেন নারায়ণ গঙ্গোপাধ্যায় ২ ।
তবে ‘বনভোজনের ব্যাপার’
(১৩৬১)-এ, টেনিদা-র আবির্ভাব ঐ
শারদ-সিরিজে ।
১৩৭৭ পর্যন্ত তাঁর এক ডজন কীর্তির
পয়লা প্রকাশ এখানে ।
প্রথম প্রকাশ :
‘ইন্দ্রধনু’, দেব সাহিত্য কুটীর, মহালয়া ১৩৬১
নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) :
১) ‘নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটদের শ্রেষ্ঠ গল্প’, অভ্যুদয় প্রকাশ-মন্দির, আশ্বিন ১৩৬২ ।
২) ‘ছোটদের
শ্রেষ্ঠ গল্প’, অন্নপূর্ণা
পাবলিশিং হাউস, জুন ১৯৭৪ ।
৩) ‘টেনিদার গল্প’,
অভ্যুদয় প্রকাশ-মন্দির, জ্যৈষ্ঠ ১৩৭৫ ।
৪) ‘টেনিদার কাণ্ডকারখানা’, কামিনী প্রকাশালয়, নববর্ষ ১৩৯৭, ‘টেনিদা’ নামে ।
চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত :
টেনিদা, প্যালা, ক্যাবলা, হাবুল ।
‘ইন্দ্রধনু’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী)-র প্রচ্ছদ :
প্রথম প্রকাশিত হেডপীস ও অলংকরণ :
৪) ‘টেনিদার কাণ্ডকারখানা’, কামিনী প্রকাশালয়, নববর্ষ ১৩৯৭, ‘টেনিদা’ নামে ।
চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত :
টেনিদা, প্যালা, ক্যাবলা, হাবুল ।
‘ইন্দ্রধনু’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী)-র প্রচ্ছদ :
শিল্পী ।। প্রতুল চন্দ্র বন্দ্যোপাধ্যায় । |
প্রথম প্রকাশিত হেডপীস ও অলংকরণ :
‘বনভোজনের ব্যাপার’, ‘ইন্দ্রধনু’,
দেব সাহিত্য কুটীর, ১৩৬১ ।
শিল্পী ।। প্রতুল চন্দ্র বন্দ্যোপাধ্যায় । |
‘বনভোজনের ব্যাপার’, ‘ইন্দ্রধনু’,
দেব সাহিত্য কুটীর, ১৩৬১ ।
শিল্পী ।। প্রতুল চন্দ্র বন্দ্যোপাধ্যায় । |
‘বনভোজনের ব্যাপার’, ‘ইন্দ্রধনু’,
দেব সাহিত্য কুটীর, ১৩৬১ ।
শিল্পী ।। প্রতুল চন্দ্র বন্দ্যোপাধ্যায় । |
‘বনভোজনের ব্যাপার’, ‘ইন্দ্রধনু’,
দেব সাহিত্য কুটীর, ১৩৬১ ।
শিল্পী ।। প্রতুল চন্দ্র বন্দ্যোপাধ্যায় । |
___________________________________________________________________________________
১ = ‘দধীচি, পোকা ও বিশ্বকৰ্মা’, ‘একটি ফুটবল ম্যাচ’ (১৩৬০) ।
২ = ‘অভিষেক’ বার্ষিকীতে ‘দুরন্ত নৌকা ভ্রমণ’ ।
___________________________________________________________________________________
2 comments:
অসাধারন ।
অশেষ ধন্যবাদ ।
'টেনিদা ট্রেজারি' ব্লগে স্বাগত জানাই ইন্দ্রনাথ বাবু ।
Post a Comment