Chaar Murti [Novel]

চার মূর্ত্তি [উপন্যাস]

 

== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় == 

পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে কোনও ব্যবসায়িক স্বার্থে নয়  



'Tenida Treasury' blog.



সেই পঞ্চম কাহিনি থেকেই টেনিদা-র বন্ধুত্ব ‘বার্ষিক শিশুসাথী’-র সঙ্গে
অবশেষে ঐ পত্রিকার সাধারণ সংখ্যাতেও তিনি এলেন ।
ক্রিকেট মানে ঝিঁঝিঁ’ গল্পে ।

তার দু’মাস বাদেই ‘শিশুসাথী’-র গ্রাহকগণ নির্ঘাত আনন্দে ‘স্ট্রিম-ট্রিম-ট্রা-লা-লা’ করে ওঠেন ।
একাদশ কিসসার নায়ক, সবার প্রিয় ভজহরি এবার হাজির উপন্যাসে  সদলবলে ।
দলের নব পরিচয় দিয়েই ধারাবাহিকের নাম ।
চার মূর্ত্তি

স্কুল ফাইনাল পরীক্ষা-দেওয়া বন্ধু চতুষ্টয় ।
তাঁদের ঝন্টিপাহাড়-যাত্রা কণ্টকিত করেছেন ভয়ংকর তিন ভিলেন ।
দলপতি ঘুটঘুটানন্দ-র পূর্বাভাস মিলেছিল ‘পরের উপকার করিও না’ এবং টেনি-হীন ‘সদা হাস্যমুখে থাকিবে’ ছোটগল্পের দুই সাধু-র মধ্যে 

টেনিদা-র ‘দুঁদে’ বড়দা, প্যালা-র ছোটকাকা , লিলুয়া-র রাঙা-পিসিমা, হাবুল সেন-এর বর্ধমান-এর বড়মামা । 
চার মূর্তি-র নানা আত্মীয়স্বজনের উল্লেখ রয়েছে উপন্যাসে । 
সর্বোপরি, সশরীরে হাজির ক্যাবলা-র রাঁচিবাসী মেসোমশাই ।

ডি-লা-গ্রান্ডি মেফিস্টোফিলিস ইয়াক্ ইয়াক্তখনও অজানা  
চার মূর্তি-র তৎকালীন স্লোগান ‘পটলডাঙা জিন্দাবাদ’ ! 

পরে কমিকস ও চলচ্চিত্র-রূপেও দেখা যায় ‘চার মূর্ত্তি’-কে ।  


প্রথম ধারাবাহিক প্রকাশ : 
শিশুসাথী, বৈশাখ ১৩৬২ অগ্রহায়ণ ১৩৬৩ (কার্ত্তিক ১৩৬২, জ্যৈষ্ঠ ১৩৬৩, কার্ত্তিক ১৩৬৩ বাদ) । 

ধারাবাহিক উপন্যাসের কিস্তি-সংখ্যা : ১৭ 

নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে স্থান পেয়েছে (নির্বাচিত তালিকা) : 
১) চার মূর্তি, অভ্যুদয় প্রকাশ-মন্দির, চৈত্র ১৩৬৩
২) চার মূর্তি, শৈব্যা পুস্তকালয়, ফেব্রুয়ারি ১৯৭৬ (?)
৩) নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কিশোর সম্ভার’, অভ্যুদয় প্রকাশ-মন্দির, ১৯৭০
৪) টেনিদার অভিযান’, শৈব্যা প্রকাশন বিভাগ, ২৫ শে বৈশাখ ১৩৮৫  
৫) ‘সমগ্র কিশোর-সাহিত্য, ১ ম খণ্ড, নারায়ণ গঙ্গোপাধ্যায়, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, ১৯৭৮ 

চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র উপন্যাসে উপস্থিত : 
টেনিদা, প্যালা, ক্যাবলা, হাবুল 

প্রথম প্রকাশিত হেডপীস ও অলংকরণ :

'Tenida Treasury' Blog.

ধারাবাহিক উপন্যাস ‘চার মূর্ত্তি-র হেডপীস, শিশুসাথী’, ১৩৬২ ১৩৬৩
শিল্পী ।। নরেন্দ্র দত্ত

















'Tenida Treasury' Blog.

চার মূর্ত্তি, শিশুসাথী’, বৈশাখ ১৩৬২
শিল্পী ।। নরেন্দ্র দত্ত




















'Tenida Treasury' Blog.

চার মূর্ত্তি’, শিশুসাথী’, আষাঢ় ১৩৬২
শিল্পী ।। নরেন্দ্র দত্ত
























'Tenida Treasury' Blog.

চার মূর্ত্তি’, শিশুসাথী’, শ্রাবণ ১৩৬২
শিল্পী ।। নরেন্দ্র দত্ত
























'Tenida Treasury' Blog.

চার মূর্ত্তি’, শিশুসাথী’, ভাদ্র ১৩৬২
শিল্পী ।। নরেন্দ্র দত্ত
























'Tenida Treasury' Blog.

চার মূর্ত্তি’, শিশুসাথী’, আশ্বিন ১৩৬২
শিল্পী ।। নরেন্দ্র দত্ত
























'Tenida Treasury' Blog.

চার মূর্ত্তি’, শিশুসাথী’, অগ্রহায়ণ ১৩৬২
শিল্পী ।। নরেন্দ্র দত্ত










___________________________________________________________________________________ 

= দধীচি, পোকা ও বিশ্বকর্মা’-য় জানা গেছে ইনি ডাক্তার । 

= ‘ঢাউস’ গল্পে আবিষ্কৃত । 

= পাশাপাশি দ্রষ্টব্য : BlOGUSব্লগে ‘টেনিদা ও চিত্রিত চা মূর্ত্তি - 
http://blogus-abogusblog.blogspot.in/2016/11/Tenida-and-the-Charming-Charmurti.html
___________________________________________________________________________________
 

4 comments:

Arnab said...

Amar priyotomo Teni golpo aka uponyas, abar mone koriye dile abar porbo aajke

Unknown said...

এর এমনই জাদু - মুখস্থ হয়ে যাওয়ার পরও পুরনো হতে চায় না !

অতনু said...

অসাধারণ উদ্যোগ নিয়েছেন৷ অনেক ধন্যবাদ৷

Unknown said...

অশেষ ধন্যবাদ অতনু বাবু !
'টেনিদা ট্রেজারি' ব্লগে স্বাগত জানাই ।