Cricket Maaney Jhnijhni

ক্রিকেট মানে ঝিঁঝিঁ

 

== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় == 

পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে কোনও ব্যবসায়িক স্বার্থে নয়  



'Tenida Treasury' Blog.



ক্রীড়া-বিষয়ক টেনি-কাহিনি # ২

বৈশাখ ১৩৬২ থেকে ধারাবাহিক উপন্যাস ‘চার মূর্ত্তি’-র সূচনা ।
তার দু’মাস আগে বেরল ‘ক্রিকেট মানে ঝিঁঝিঁ’ ।

বার্ষিক-এর পর এবার ‘শিশুসাথী’ পত্রিকার সাধারণ সংখ্যায় টেনিদা-র প্রথম উদয়
সম্ভবত সেই কারণেই নায়কের পরিচয়টা নতুন করে ঝালিয়ে নিয়েছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় :
আমাদের পটলভাঙার টেনিদাকে মনে আছে তো ? সেই খাঁড়ার মতো উঁচু নাক আর রণডম্বরুর মতো গলা – যার চরিত-কথা তোমাদের অনেকবার শুনিয়েছি ?” 

একটি ফুটবল ম্যাচ’-এর মত ভজহরি মুখোপাধ্যায় এখানেও থাণ্ডার ক্লাব-এর ক্যাপ্টেন । 
বিপক্ষ দল চোরবাগান টাইগার ক্লাব  

বছর পাঁচেক বাদে, ‘ক্রিকেট মানে ঝিঁঝিঁ’-র পুনঃপ্রকাশ । 
ধীরেন্দ্রলাল ধর সম্পাদিত ‘আহরণী’ (১৩৬৬) বার্ষিকীতে । 

এই গল্পের কমিকস ছাপা হয় আনন্দমেলা পূজাবার্ষিকী’ ১৩৯৫-তে ।
শিল্পী : দেবকান্তি দাশগুপ্ত  


প্রথম প্রকাশ : 
শিশুসাথী, ফাল্গুন ১৩৬ 

নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) :  
১) নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কিশোর সঞ্চয়ন’, অভ্যুদয় প্রকাশ-মন্দির, আশ্বিন ১৩৬৮  
২) টেনিদার গল্প’, অভ্যুদয় প্রকাশ-মন্দির, জ্যৈষ্ঠ ১৩৭৫  
৩) ক্রিকেটার টেনিদা, কামিনী প্রকাশালয়, ভাদ্র ১৩৯২,ক্রিকেটার টেনিদানামে । 

চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত : 
টেনিদা, প্যালা, ক্যাবলা, হাবুল 

প্রথম প্রকাশিত হেডপীস ও অলংকরণ :

'Tenida Treasury' Blog.


ক্রিকেট মানে ঝিঁঝিঁ’, শিশুসাথী’, ফাল্গুন ১৩৬১












'Tenida Treasury' Blog.
ক্রিকেট মানে ঝিঁঝিঁ’, শিশুসাথী’, ফাল্গুন ১৩৬১
শিল্পী ।। নরেন্দ্র দত্ত ।





















'Tenida Treasury' Blog.
ক্রিকেট মানে ঝিঁঝিঁ’, শিশুসাথী’, ফাল্গুন ১৩৬১
শিল্পী ।। নরেন্দ্র দত্ত ।
























আহরণী’ (১৩৬৬) বার্ষিকীর প্রচ্ছদ :

'Tenida Treasury' Blog.

‘আহরণী’, শিশু সাহিত্য-পরিষদ, মহালয়া ১৩৬৬ ।
সম্পাদক ।। ধীরেন্দ্রলাল ধর । 
শিল্পী ।। অজ্ঞাত ।

















‘আহরণী’ (১৩৬৬) বার্ষিকীতে পুনঃপ্রকাশিত এই গল্পের হেডপীস ও অলংকরণ :

'Tenida Treasury' Blog.

ক্রিকেট মানে ঝিঁঝিঁ’, হেডপীস ও লেখক-পরিচিতি, 
‘আহরণী’, শিশু সাহিত্য-পরিষদ, মহালয়া ১৩৬৬ ।




 











'Tenida Treasury' Blog.
ক্রিকেট মানে ঝিঁঝিঁ’, 
‘আহরণী’, শিশু সাহিত্য-পরিষদ, মহালয়া ১৩৬৬ । 
শিল্পী ।। অজ্ঞাত (সম্ভবত নরেন্দ্রনাথ দত্ত)


___________________________________________________________________________________ 

= তবে সরোজ দত্ত-র নারায়ণ গঙ্গোপাধ্যায়’ গ্রন্থে (পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, ১৯৯৬) আছে ক্রিকেট মানে ঝিঁঝিঁ’-র ভিন্ন প্রথম প্রকাশ-তথ্য (পৃষ্ঠা ৩৫) : মাসিক বসুমতী, মাঘ ১৩৬১ 

= ‘ঘুঁটেপাড়ার সেই ম্যাচ’-এর গোড়ায় এঁদের সঙ্গেই থাণ্ডার ক্লাব-এর ফুটবল খেলা ।
___________________________________________________________________________________
 

2 comments:

Arnab said...

bah, Tenida r ei cricket match khela baki dada der kotha mone poriye dilo. Noleda, Nonida aar bodhoi Brojoda o ei cricket khelechen.

Unknown said...

এই না হলে অর্ণব !
অসাধারণ অ্যাঙ্গেল থেকে ব্যাপারটাকে ধরেছ । :)