একাদশীর রাঁচি যাত্রা
== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
পোস্টের বক্তব্য স্পষ্টতর
করতে এগুলি সাজানো হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।
একাদশী পিসে ।
টেনিদা-র
দূর-সম্পর্কের পিসেমশাই । বাঁকুড়া-র উকিল ।
ভুলোদা ১ এবং ভজগৌরাঙ্গ সমাদ্দার ২ –এর পর নারায়ণ গঙ্গোপাধ্যায় সৃষ্টি
করলেন আরও এক স্মরণীয় কঞ্জুস ক্যারেকটার ।
শিবরাম চক্রবর্তী-র নামে
প্রচলিত ‘জলযোগে প্রাণান্ত’ পড়েছেন ?
প্রকৃতপক্ষে গল্পটির লেখক গৌরাঙ্গপ্রসাদ বসু ।
সাহিত্যিক, চিত্র-প্রযোজক / পরিচালক, শিবরাম-এর অনুজপ্রতিম ।
‘বিয়োগান্ত জলযোগ !’ নামে এটি প্রথম বেরয় ‘রামধনু’
পত্রিকায় ৩ ।
পরে, সম্ভবত ভুলবশত, অন্তর্ভুক্ত হয় চক্রবর্তী মহাশয়-এর
গল্প-সংকলন ‘হাসির চোটে দম ফাটে’ (১৩৮৩)-তে ৪ ।
সেই ‘বিয়োগান্ত জলযোগ !’-এর সঙ্গে ‘একাদশীর রাঁচি যাত্রা’-র
আশ্চর্য মিল ।
দুই প্রধান চরিত্রই অতি কৃপণ । একাদশী নামে পরিচিত ৫ ।
মাত্রাছাড়া খরচ করে ফেলছে পরিবার – এই আশঙ্কায় উভয়েরই পরিণতি হয় করুণ
।
প্রথম জনের প্রয়াণ । অপরের কাঁকে-যাত্রা ।
আলোচ্য গল্পে আবার আছে বলটুদা-র উল্লেখ ৬ ।
টেনি অবশ্য তাঁর
রাইভাল-কে ডেকেছেন ‘নাট-বলটু’ কিংবা ‘বলটে’ নামে ।
‘ভজগৌরাঙ্গ কথা’-য় পুজোর ছুটিতে হাবুল সেন
গিয়েছিলেন বর্ধমান-এর মামাবাড়িতে ।
নাইনিতাল-এ
ক্যাবলা ।
‘একাদশীর রাঁচি যাত্রা’ গল্পের গ্রীষ্মাবকাশে হাবুল-এর গন্তব্য
একই ।
শ্রীমান ক্যাবলা গেছেন শিলং-এ ।
‘বার্ষিক শিশুসাথী’-তে প্রথম প্রকাশিত ন’খানি টেনি-কাহিনির এটাই শেষতম
।
‘গজকেষ্ট বাবুর হাসি’-র মত এক্ষেত্রেও অলংকরণের দায়িত্বে ছিলেন বীতপাল
(অতনু বসু) । প্রথম প্রকাশ :
‘বার্ষিক শিশুসাথী’, ১৩৭৫
নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) :
১) ‘টেনিদার কাণ্ডকারখানা’, কামিনী প্রকাশালয়, নববর্ষ ১৩৯৭ ।
চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত :
টেনিদা, প্যালা ।
প্রথম প্রকাশিত হেডপীস ও অলংকরণ :
‘একাদশীর
রাঁচি যাত্রা’, ‘বার্ষিক শিশুসাথী’, ১৩৭৫ ।
শিল্পী
।। বীতপাল । |
‘একাদশীর
রাঁচি যাত্রা’, ‘বার্ষিক শিশুসাথী’, ১৩৭৫ ।
শিল্পী
।। বীতপাল । |
___________________________________________________________________________________
১ = ‘বেয়ারিং
ছাঁট’ ।
২ = ‘ভজগৌরাঙ্গ কথা’ ।
৩ = ‘রামধনু’, শ্রাবণ
১৩৪৩ ।
‘বিয়োগান্ত জলযোগ !’ গল্পের হেডপীস । |
৪ = ইতিপূর্বে ‘জীবনের সাফল্য’ (১৩৪৫) গ্রন্থে এটি স্থান পায় ‘প্রাণান্তকর জলযোগ !’ হিসাবে ।
সেখানে
কাহিনি-লেখক হিসাবে গৌরাঙ্গ বাবুরই নাম ছিল ।
‘বিয়োগান্ত
জলযোগ !’ গল্পের পূর্বসূত্র ছিল রবীন্দ্রলাল রায় প্রণীত ‘শ্রাদ্ধের ভোজ’
(‘রামধনু’, আষাঢ় ১৩৪৩) । ৫ = এছাড়া ‘চার মূর্তির অভিযান’ উপন্যাসে ছিল পটলডাঙার জনৈক কিপটে একাদশী কুণ্ডু-র কথা ।
৬ = দ্রষ্টব্য : ‘দি গ্রেট্ ছাঁটাই’ - http://tenida-treasury.blogspot.in/2016/12/The-Great-Chhnaatai.html
___________________________________________________________________________________
No comments:
Post a Comment