গজকেষ্ট বাবুর হাসি
== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
পোস্টের বক্তব্য স্পষ্টতর
করতে এগুলি সাজানো হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।
আপাত-নিরীহ অভ্যাস, বদলে যায় বিশ্রী বাতিকে ।
আশেপাশের মানুষের তখন
বিরক্তির একশেষ ।
কুট্টিমামা দোকানের ধার শোধ করেন না
১ ।
রাস্তার আবর্জনা জমান ঘোড়ামামা
২ ।
‘পরের পয়সায়’ খেয়ে বেড়ান পুণ্ডরীক
ভটচাজ ।
ভজগৌরাঙ্গ সমাদ্দার ৩ , ভুলোদা ৪ , একাদশী পিসে ৫ হাড় কিপটে ।
পোকন ৬ , হারাধন হাওলাদার
৭ , ফুচুদা ৮ , ন্যাংচাদা ৯ অতি-ভাবপ্রবণ ।
নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর সৃষ্টিকর্মে মিলবে
এমন ভুরিভুরি নিদর্শন ।
তাঁর বাতিকগ্রস্ত, নাক-উঁচু
বা চালবাজ চরিত্রের গ্যালারি, মনে পড়ায় সুকুমার রায়-এর কথা ।
সাহিত্য-গগনে একমাত্র নক্ষত্র
হতে চান ভজরাম বসু ১০ ।
মকরন্দ বাবু গায়ে পড়ে উপদেশ
বিতরণ করেন ১১ ।
প্রবাদ পরখ করবার নেশা নরসিংহ-র
১২ ।
কাউকে উৎসাহ দেওয়ার
অছিলায়, সুযোগ গ্রহণ করেন বলটুদা ১৩ ।
স্বয়ং টেনিদা-ও পরের অযাচিত উপকার
করতে গিয়ে নাকাল ১৪ ।
মোক্ষম ‘দাওয়াই’ এঁদের
অনেকের বদভ্যাস ছাড়িয়ে দেয় ।
ছিদ্রান্বেষী কেষ্টগোপাল-এর
মত ১৫ ।
নিরীহতম বাতিক ছিল গজকেষ্ট
বাবু-র ।
তিনি হাসতেন ।
‘গজকেষ্ট বাবুর হাসি’
ভারি বিচিত্র কাহিনি ।
এতে নারায়ণ-সৃষ্ট একরাশ মার্কামারা
চরিত্রের মেলা ।
প্যালা, ক্যাবলা, হাবুল,
ফুচুদা, বলটুদা ...
সকলেই যেন অতিথি শিল্পী ।
তবে সংক্ষিপ্ততম উপস্থিতি
যাঁর, তাঁর বরাতে একটি সংলাপও জোটেনি ।
স্বয়ং টেনিদা ।
‘টিকটিকি বাবুর গল্প’-তেও টেনি-র গেস্ট অ্যাপিয়ারেন্স ।
হয়ত সঙ্গত কারণেই, ‘টেনিদা সমগ্র’-তে স্থান পায়নি এই গল্পদুটি ১৬ ।
‘চার মূর্তির অভিযান’ দিয়েছিল হাবুল-দের মোটর গাড়ির খবর ।
সেন মহাশয় যে সেটি চালাতেও সক্ষম,
তার প্রমাণ আছে ‘গজকেষ্ট বাবুর হাসি’-তে । ‘টিকটিকি বাবুর গল্প’-তেও টেনি-র গেস্ট অ্যাপিয়ারেন্স ।
হয়ত সঙ্গত কারণেই, ‘টেনিদা সমগ্র’-তে স্থান পায়নি এই গল্পদুটি ১৬ ।
‘চার মূর্তির অভিযান’ দিয়েছিল হাবুল-দের মোটর গাড়ির খবর ।
প্রথম প্রকাশ :
‘বার্ষিক শিশুসাথী’, ১৩৬৭
নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) :
১) ‘নারায়ণ গঙ্গোপাধ্যায়ের হাসির গল্প’, এ. কে. সরকার অ্যান্ড কোং, ১৯৬১ ।
চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত :
টেনিদা, প্যালা, ক্যাবলা, হাবুল । সকলেরই উপস্থিতি সংক্ষিপ্ত ।
‘বার্ষিক শিশুসাথী’, ১৩৬৭-র প্রচ্ছদ :
শিল্পী ।। দেবশর্মা । |
প্রথম প্রকাশিত হেডপীস ও অলংকরণ :
‘গজকেষ্ট বাবুর হাসি’, ‘বার্ষিক শিশুসাথী’, ১৩৬৭ ।
শিল্পী ।। বীতপাল (অতনু বসু) । |
‘গজকেষ্ট বাবুর হাসি’, ‘বার্ষিক শিশুসাথী’, ১৩৬৭ ।
শিল্পী ।। বীতপাল (অতনু বসু) । |
‘গজকেষ্ট বাবুর হাসি’, ‘বার্ষিক শিশুসাথী’, ১৩৬৭ ।
শিল্পী ।। বীতপাল (অতনু বসু) । |
___________________________________________________________________________________
১ = ‘হালখাতার
খাওয়া-দাওয়া’ ।
২ = ‘মাল্টিপারপাস’, ‘ঘোড়ামামার
অবদান’, ‘ঘোড়ামামার কাটলেট’ ।
৩ = ‘ভজগৌরাঙ্গ
কথা’ ।
৪ = ‘বেয়ারিং
ছাঁট’
।
৫
= ‘একাদশীর
রাঁচি যাত্রা’ ।
৬ = ‘কবিতার জন্ম’ ।
৭ = ‘দুরন্ত নৌকা ভ্রমণ’ ।
৮ = ‘ঢাউস’, ‘কবিতার জন্ম’
ইত্যাদি গল্পে উল্লিখিত ।
৯ = ‘ন্যাংচাদার ‘হাহাকার’’ ।
১০ = ‘ভজরামের প্রতিশোধ’ ।
১১ = ‘হাতে-হাতেই’ ।
১২ = ‘পিসেমশায়ের মামার গল্প’ ।
১৩ = ‘বল্টুদার উৎসাহলাভ’ ।
১৪ = ‘পরের উপকার করিও না’ ।
১৫ = ‘দাওয়াই’ ।
___________________________________________________________________________________
No comments:
Post a Comment