কুট্টি মামার দন্ত কাহিনী
== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
পোস্টের বক্তব্য স্পষ্টতর
করতে এগুলি সাজানো হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।
‘কাঁকড়াবিছে’-র গোড়ায়, ঐ প্রাণীকে হত্যা করেন ক্যাবলা ।
বর্তমান গল্পে, গুলতি দিয়ে
তাক করেন কুকুরের ল্যাজকে ।
বিচক্ষণ মেধাবী ছাত্রের
এহেন নৃশংসতা পশুপ্রেমীদের পক্ষে মেনে নেওয়া কঠিন ।
টেনিদা-র স্বনামধন্য কুট্টিমামা
।
সাহেবি নাম ‘গাঁজা-গাবিণ্ডে’
হালদার ।
পয়লা কাহিনিতেই ১ তাঁর খাইয়ে স্বভাব এবং রামপ্রসাদী-প্রীতি
জানা গিয়েছিল ।
এখানেও তা অক্ষুণ্ণ ।
ধারাবাহিক ‘চার মূর্তি’
উপন্যাস চলাকালীন রচিত হয় ‘কুট্টি মামার দন্ত কাহিনী’ ।
এর পরে ‘চার মূর্তির
অভিযান’-এ হালদার মশাই-কে একেবারে প্রত্যক্ষ করা
যায় । প্রথম প্রকাশ :
‘জয়যাত্রা’, দেব সাহিত্য কুটীর, মহালয়া ১৩৬৩
নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে
সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) :
১) ‘খুশির
হাওয়া’,
ইষ্টলাইট বুক হাউস, সাল অজানা । ২
২) ‘খুশির হাওয়া’,
অভ্যুদয় প্রকাশ-মন্দির, আশ্বিন ১৩৬৫ । ৩
৩) ‘খুশির
হাওয়া’,
অন্নপূর্ণা পাবলিশিং হাউস, জুন ১৯৭৪ ।
৪) ‘টেনিদার গল্প’,
অভ্যুদয় প্রকাশ-মন্দির, জ্যৈষ্ঠ ১৩৭৫ । চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত :
টেনিদা, প্যালা, ক্যাবলা, হাবুল ।
‘জয়যাত্রা’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী)-র প্রচ্ছদ :
শিল্পী ।। বলাইবন্ধু রায় । |
প্রথম প্রকাশিত হেডপীস ও অলংকরণ :
‘কুট্টি
মামার দন্ত কাহিনী’, ‘জয়যাত্রা’, দেব সাহিত্য কুটীর, ১৩৬৩ ।
শিল্পী ।। বলাইবন্ধু রায় । |
‘কুট্টি
মামার দন্ত কাহিনী’, ‘জয়যাত্রা’, দেব সাহিত্য কুটীর, ১৩৬৩ ।
শিল্পী ।। বলাইবন্ধু রায় । |
‘কুট্টি
মামার দন্ত কাহিনী’, ‘জয়যাত্রা’, দেব সাহিত্য কুটীর, ১৩৬৩ ।
শিল্পী ।। বলাইবন্ধু রায় । |
‘কুট্টি
মামার দন্ত কাহিনী’, ‘জয়যাত্রা’, দেব সাহিত্য কুটীর, ১৩৬৩ ।
শিল্পী ।। বলাইবন্ধু রায় । |
___________________________________________________________________________________
১ = ‘কুট্টিমামার হাতের কাজ’ ।
৩ = ‘নারায়ণ গঙ্গোপাধ্যায়’, সরোজ দত্ত, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, ১৯৯৬ থেকে প্রাপ্ত তথ্য ।
___________________________________________________________________________________
No comments:
Post a Comment