Kutti Mamar Danta Kaahini

কুট্টি মামার দন্ত কাহিনী

 

== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় == 

পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে কোনও ব্যবসায়িক স্বার্থে নয়  



'Tenida Treasury' Blog.



কাঁকড়াবিছে’-র গোড়ায়, ঐ প্রাণীকে হত্যা করেন ক্যাবলা
বর্তমান গল্পে, গুলতি দিয়ে তাক করেন কুকুরের ল্যাজকে ।
বিচক্ষণ মেধাবী ছাত্রের এহেন নৃশংসতা পশুপ্রেমীদের পক্ষে মেনে নেওয়া কঠিন । 

টেনিদা-র স্বনামধন্য কুট্টিমামা
সাহেবি নাম ‘গাঁজা-গাবিণ্ডে হালদার
পয়লা কাহিনিতেই তাঁর খাইয়ে স্বভাব এবং রামপ্রসাদী-প্রীতি জানা গিয়েছিল
এখানেও তা অক্ষুণ্ণ ।

ধারাবাহিক ‘চার মূর্তি’ উপন্যাস চলাকালীন রচিত হয় ‘কুট্টি মামার দন্ত কাহিনী’ । 
এর পরে চার মূর্তির অভিযান’-হালদার মশাই-কে একেবারে প্রত্যক্ষ করা যায় । 


প্রথম প্রকাশ : 
জয়যাত্রা, দেব সাহিত্য কুটীর, মহালয়া ১৩৬৩ 

নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) : 
১) ‘খুশির হাওয়া’, ইষ্টলাইট বুক হাউস, সাল অজানা ।  
২) খুশির হাওয়া’, অভ্যুদয় প্রকাশ-মন্দির, আশ্বিন ১৩৬৫  
৩) ‘খুশির হাওয়া’, অন্নপূর্ণা পাবলিশিং হাউস, জুন ১৯৭৪ । 
৪) টেনিদার গল্প’, অভ্যুদয় প্রকাশ-মন্দির, জ্যৈষ্ঠ ১৩৭৫  

চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত : 
টেনিদা, প্যালা, ক্যাবলা, হাবুল 

‘জয়যাত্রা’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী)-র প্রচ্ছদ : 

'Tenida Treasury' Blog.
শিল্পী ।। বলাইবন্ধু রায়













প্রথম প্রকাশিত হেডপীস ও অলংকরণ :

'Tenida Treasury' Blog.

কুট্টি মামার দন্ত কাহিনী’, জয়যাত্রা’, দেব সাহিত্য কুটীর, ১৩৬৩
শিল্পী ।। বলাইবন্ধু রায়
















'Tenida Treasury' Blog.

কুট্টি মামার দন্ত কাহিনী’, জয়যাত্রা’, দেব সাহিত্য কুটীর, ১৩৬৩
শিল্পী ।। বলাইবন্ধু রায়





















'Tenida Treasury' Blog.
কুট্টি মামার দন্ত কাহিনী’, জয়যাত্রা’, দেব সাহিত্য কুটীর, ১৩৬৩
শিল্পী ।। বলাইবন্ধু রায়





















'Tenida Treasury' Blog.
কুট্টি মামার দন্ত কাহিনী’, জয়যাত্রা’, দেব সাহিত্য কুটীর, ১৩৬৩
শিল্পী ।। বলাইবন্ধু রায়











___________________________________________________________________________________ 

= ‘কুট্টিমামার হাতের কাজ 

= ‘সমগ্র কিশোর-সাহিত্য, ম খণ্ড, নারায়ণ গঙ্গোপাধ্যায়, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, ১৯৭৮ থেকে প্রাপ্ত তথ্য । 

= নারায়ণ গঙ্গোপাধ্যায়’, সরোজ দত্ত, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, ১৯৯৬ থেকে প্রাপ্ত তথ্য  
___________________________________________________________________________________
 

No comments: