Shaanghatik !

সাংঘাতিক !

 

== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় == 

পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে কোনও ব্যবসায়িক স্বার্থে নয়  



'Tenida Treasury' Blog.



হালখাতার খাওয়া-দাওয়া’-র ক’মাস পরেই ফের টেনি-কাহিনি অলংকৃত করলেন শিল্পী সমর দে
শিশুসাথী’ পত্রিকায় তখন চার মূর্তি ধারাবাহিক চলছে
বার্ষিক শিশুসাথী’-তে বেরল ‘সাংঘাতিক !

চার মূর্তি উপন্যাসের প্রথম পঙক্তি : 
“স্কুল ফাইন্যাল্ পরীক্ষা শেষ হয়ে গেল ।”
কিন্তু ‘সাংঘাতিক !’-এর গোড়ায় :
“সাতদিন পরেই পরীক্ষা । আর কী ? সেই কালান্তক স্কুল ফাইন্যাল !” 

প্যালারাম-এর মেজদা ডাক্তার ।  
এই গল্পে পাওয়া যায় তাঁর বড়দা-কেও ।  

প্ল্যানচেট-প্রসঙ্গে এসে যায় বিরিঞ্চিমামা-র কথা  
টেনিদা-র বিশ্বময় মাতুলের একজন ।
তাঁর মামা-র সংখ্যা জিজ্ঞেস করেন ক্যাবলা 
প্রশ্নটি পরে ফিরে আসে ‘কাঁকড়াবিছে’ গল্পেও । 


প্রথম প্রকাশ : 
বার্ষিক শিশুসাথী, ১৩৬ 

নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) : 
১) ‘খুশির হাওয়া’, ইষ্টলাইট বুক হাউস, সাল অজানা ।  
২) খুশির হাওয়া’, অভ্যুদয় প্রকাশ-মন্দির, আশ্বিন ১৩৬৫  
৩) ‘খুশির হাওয়া’, অন্নপূর্ণা পাবলিশিং হাউস, জুন ১৯৭৪ । 
৪) টেনিদার গল্প’, অভ্যুদয় প্রকাশ-মন্দির, জ্যৈষ্ঠ ১৩৭৫  
৫) পটলডাঙ্গার টেনিদা’, বেঙ্গল পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, ফাল্গুন ১৩৭৭ । 

চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত : 
টেনিদা, প্যালা, ক্যাবলা, হাবুল 

প্রথম প্রকাশিত হেডপীস ও অলংকরণ :

'Tenida Treasury' Blog.

সাংঘাতিক !’, বার্ষিক শিশুসাথী’, ১৩৬৩
শিল্পী ।। সমর দে



















'Tenida Treasury' Blog.
সাংঘাতিক !’, বার্ষিক শিশুসাথী’, ১৩৬৩
শিল্পী ।। সমর দে

























___________________________________________________________________________________ 

= ‘একটি ফুটবল ম্যাচ 

= ‘চার মূর্তির অভিযান’-এ ইঙ্গিত রয়েছে, বড়দা আইনজ্ঞ । 

= ‘কাঁকড়াবিছে 

= ‘সমগ্র কিশোর-সাহিত্য, ম খণ্ড, নারায়ণ গঙ্গোপাধ্যায়, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, ১৯৭৮ থেকে প্রাপ্ত তথ্য  

= নারায়ণ গঙ্গোপাধ্যায়’, সরোজ দত্ত, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, ১৯৯৬ থেকে প্রাপ্ত তথ্য  
___________________________________________________________________________________
 

4 comments:

Unknown said...

দুর্দান্ত সংগ্রহ! খুব ভাল লাগছে দেখতে আর পড়তে।

Unknown said...

অশেষ ধন্যবাদ কেয়া দেবী ।
'টেনিদা ট্রেজারি' ব্লগে স্বাগত জানাই ।

Sumit Roy said...

that's what i call real ink! real ink - yeah! old masters! salute.

Unknown said...

Well said Sumit babu !
Thank you for visiting 'Tenida Treasury'.