Prabhaat Sangeet

প্রভাত সঙ্গীত

 

== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় == 

পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে কোনও ব্যবসায়িক স্বার্থে নয়  


'Tenida Treasury' Blog.



চার মূর্তি-র যাবতীয় কীর্তির কথক তথা কাহিনিকার প্যালারাম
বন্ধুদের কাছে তাঁর লেখক-পরিচয় অজানা নয় ।
এই গল্পে টেনিদা বলেন, “আমাদের নিয়ে তো খুব উষ্টুম-ধুষ্টুম গপ্পো বানাতে পারিস...”

দলের কনিষ্ঠতম ক্যাবলা-র ভাল নাম কুশলকুমার মিত্র
হায়ার সেকেন্ডারি-তে ন্যাশনাল স্কলার ।
সংবাদপত্রে ছাপা হয়েছিল তাঁর ছবি ।
প্রভাত সঙ্গীত’-এ জানা যায় এই সুখবর ।

রয়েছে ক্যাবলা-র চশমা এবং প্যালা-র ডাক্তার মেজদা-র কথা  
হাবুল সেন ফিরিয়ে আনেন ভাউয়া ব্যাঙ প্রসঙ্গ  

একসারসাইজ ক্লাব-এর জন্য চাঁদা তোলার উদ্দেশ্যে বেরয় প্রভাতফেরি
পথে পড়ে গজকেষ্ট হালদার-এর গৃহ ।
ইনিই কি ‘গজকেষ্ট বাবুর হাসি’-র প্রধান চরিত্র ?

থাণ্ডার ক্লাব’-এর গোলকীপার কে ?
একটি ফুটবল ম্যাচ’-এ ছিলেন গোবরা
আলোচ্য গল্পে পাঁচুগোপাল

প্রভাত সঙ্গীত’-এর অন্তে দুটি টেনি-কাহিনির প্রথা-ভাঙা ঘটনা । 
চাটুজ্যেদের রোয়াক-এ চার মূর্তি-র পাশাপাশি দেখা যায় পাঁচুগোপাল-কে । গেস্ট হিসাবে । 
টেনিদা নিজের খরচে সকলকে আইসক্রিম খাওয়ান । 


প্রথম প্রকাশ : 
শুকসারী, দেব সাহিত্য কুটীর, মহালয়া ১৩৭৬ 

নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) : 
১) টেনিদা ও ভূতুড়ে কামরা’, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, পৌষ ১৩৮৮  

চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত : 
টেনিদা, প্যালা, ক্যাবলা, হাবুল  

‘শুকসারী’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী)-র প্রচ্ছদ :

'Tenida Treasury' Blog.
শিল্পী ।। অজ্ঞাত














প্রথম প্রকাশিত হেডপীস ও অলংকরণ :

'Tenida Treasury' Blog.

প্রভাত সঙ্গীত’, শুকসারী’, দেব সাহিত্য কুটীর, ১৩৭৬
শিল্পী ।। শৈল চক্রবর্তী ।


















'Tenida Treasury' Blog.
প্রভাত সঙ্গীত’, শুকসারী’, দেব সাহিত্য কুটীর, ১৩৭৬
শিল্পী ।। শৈল চক্রবর্তী ।

















___________________________________________________________________________________ 

= ‘চার মূর্তির অভিযান’ গ্রন্থের ভূমিকাতেও রয়েছে টেনিদা-র অনুরূপ ধমক ।
বেয়ারিং ছাঁট’-এ জানা যায়, প্যালা-রচিত ‘দি গ্রেট্ ছাঁটাই’ পড়েছিলেন ক্যাবলা 

= ‘চার মূর্তির অভিযান’ উপন্যাসে প্রথম পাওয়া যায় এই নাম

= প্রথম উল্লেখ সম্ভবত ‘বেয়ারিং ছাঁট’-এ । 

= একটি ফুটবল ম্যাচ’ গল্পে প্রথম আবির্ভাব । 

= ‘ঝাউ-বাংলোর রহস্য’-তে পয়লা উল্লেখ । 

= ঐ গল্পে ভদ্রলোকের পদবি জানা যায়নি । 

= ‘ক্রিকেট মানে ঝিঁঝিঁ ও পরে ‘ঘুঁটেপাড়ার সেই ম্যাচ-এও খেলোয়াড় ছিলেন পাঁচুগোপাল
___________________________________________________________________________________

4 comments:

sankha goswami said...

eni to baltudar utsaholabher pachugopal jar khemenkari pisima jhatar ghaye baltudake bidhwastakore den.sekhaneo pachugopal football khelte gie pa machke porechilen. abar enii ki sei baigyanik gabeshanapriyo pachugopal jar priyo poshya chilo pechak? enar basasthan thik khas potoldanga street noy. balai dhang lane

Unknown said...

বলা কঠিন - তিনজনেই একই ব্যক্তি কিনা ...
তবে সূত্রগুলি ধরিয়ে দেওয়ার জন্য সেলাম !

sankha goswami said...

amar mone hoy eki byakti. karon barbari pachugopal ar tar pisimar prasangati ghure fire eseche. dekhun ghuteparar sei matcheo pachugopal bhul kore pisimar chosma pore goal keeping korte namen. fole biparjay ghote

Unknown said...

দারুণ বলেছেন । ধন্যবাদ ।