Shaptakaanda [Book]

সপ্তকাণ্ড [বই]

 

== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় == 

পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে কোনও ব্যবসায়িক স্বার্থে নয়  


'Tenida Treasury' blog.


নানা পত্রিকা ও বার্ষিকীতে পয়লা প্রকাশের পর ...
কোন্ সংকলন-গ্রন্থে প্রথম স্থান পায় টেনিদা-র গল্প ?
কোন্ পুস্তক-প্রচ্ছদে প্রথম পেলাম তাঁকে ? 
শৈল চক্রবর্তী মহাশয়ের সর্বপ্রথম টেনি-অলংকরণ কোন্ বইতে ? 
নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর প্রথম ছোটদের গল্প-সংকলন কোনটি ?

উত্তর একটাই ।
সপ্তকাণ্ড’ (১৩৫৫)  

সাতটি ছোটগল্পের মধ্যে চারখানি ছিল টেনিদা-র প্রথম গল্প চতুষ্টয় ।

পরের উপকার করিও না [ছোটগল্প] প্রথম প্রকাশিত হয় ‘সপ্তকাণ্ড’-র দু’বছর বাদে । 
মূল পাঠে একটি পঙক্তি ছিল :
“আমি, ক্যাবলা আর হাবুল সেন – ‘সপ্তকাণ্ডের’ তিন মূর্তি – চাঁদা করে তিন টাকা জমা দিয়ে টেনিদাকে খালাস করে আনলাম ।” 
পরে, গ্রন্থবদ্ধ হওয়ার কালে সপ্তকাণ্ডেরপরিবর্তে ছাপা হয় “চার মূর্তির”

১৪২১ সনে লালমাটি প্রকাশন থেকে পুনঃপ্রকাশিত হয়েছে ‘সপ্তকাণ্ড
মূল গ্রন্থের মলাট-সহ যাবতীয় অলংকরণ অক্ষুণ্ণ রেখে । 
এই নব-সংস্করণ সহজলভ্য । তাই ‘সপ্তকাণ্ড’-র ছবিগুলি রাখা হচ্ছে না ‘টেনিদা ট্রেজারি’ ব্লগে । 


প্রকাশক : বৃন্দাবন ধর অ্যান্ড সন্স (প্রাঃ) লিমিটেড 

সাল : ১৩৫৫ 

শিল্পী : শৈল নারায়ণ চক্রবর্তী 

গ্রন্থে সংকলিত টেনিদা-র কাহিনি : 
১) ‘মৎস্য-পুরাণ
২) ‘দধীচি, পোকা ও বিশ্বকর্মা
৩) ‘খট্টাঙ্গ ও পলান্ন
৪) ‘ক্যামোফ্লেজ 

গ্রন্থে সংকলিত নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর টেনিদা-হীন কাহিনি : 
১) ‘অথ নিমন্ত্রণ ভোজন
২) ‘সভাপতি
৩) ‘ভূতুড়ে 


পুনঃপ্রকাশ : লালমাটি প্রকাশন । 

সাল : ১ বৈশাখ ১৪২১ (১৫ এপ্রিল ২০১৪) । 


প্রচ্ছদ :

'Tenida Treasury' Blog.

সপ্তকাণ্ড’, বৃন্দাবন ধর অ্যান্ড সন্স (প্রাঃ) লিমিটেড, ১৩৫৫ ।
শিল্পী ।। শৈল চক্রবর্তী





















'Tenida Treasury' Blog.

সপ্তকাণ্ড’, বৃন্দাবন ধর অ্যান্ড সন্স (প্রাঃ) লিমিটেড, ১৩৫৫ ।
শিল্পী ।। শৈল চক্রবর্তী























উৎসর্গপত্র : 

'Tenida Treasury' Blog.
উৎসর্গপত্র, সপ্তকাণ্ড’, বৃন্দাবন ধর অ্যান্ড সন্স (প্রাঃ) লিমিটেড, ১৩৫৫














4 comments:

Arnab said...

খুব সুন্দর পোষ্ট

Unknown said...

ধন্যবাদ অর্ণব ! :)

Kausik Ray said...

darun hochhe.. blog jome uthchhe information-e

Unknown said...

অশেষ ধন্যবাদ কৌশিক বাবু !