সপ্তকাণ্ড [বই]
== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
পোস্টের বক্তব্য স্পষ্টতর
করতে এগুলি সাজানো হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।
নানা পত্রিকা ও বার্ষিকীতে পয়লা প্রকাশের পর ...
কোন্ সংকলন-গ্রন্থে প্রথম স্থান পায় টেনিদা-র গল্প ?
কোন্ পুস্তক-প্রচ্ছদে প্রথম পেলাম তাঁকে ?
শৈল চক্রবর্তী মহাশয়ের সর্বপ্রথম টেনি-অলংকরণ কোন্ বইতে ?
নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর প্রথম ছোটদের গল্প-সংকলন কোনটি ?
উত্তর একটাই ।
‘সপ্তকাণ্ড’ (১৩৫৫) ।
সাতটি ছোটগল্পের মধ্যে চারখানি ছিল টেনিদা-র প্রথম গল্প চতুষ্টয় ।
‘পরের
উপকার করিও না’ [ছোটগল্প] প্রথম প্রকাশিত হয় ‘সপ্তকাণ্ড’-র দু’বছর বাদে ।
মূল পাঠে একটি পঙক্তি ছিল :
“আমি, ক্যাবলা আর হাবুল সেন – ‘সপ্তকাণ্ডের’ তিন মূর্তি –
চাঁদা করে তিন টাকা জমা দিয়ে টেনিদাকে খালাস করে আনলাম ।” পরে, গ্রন্থবদ্ধ হওয়ার কালে ‘সপ্তকাণ্ডের’ পরিবর্তে ছাপা হয় “‘চার মূর্তি’র” ।
১৪২১ সনে লালমাটি প্রকাশন থেকে পুনঃপ্রকাশিত হয়েছে ‘সপ্তকাণ্ড’ ।
মূল গ্রন্থের মলাট-সহ যাবতীয় অলংকরণ অক্ষুণ্ণ রেখে ।
এই
নব-সংস্করণ সহজলভ্য । তাই ‘সপ্তকাণ্ড’-র ছবিগুলি রাখা হচ্ছে না ‘টেনিদা ট্রেজারি’ ব্লগে ।
প্রকাশক : বৃন্দাবন ধর অ্যান্ড সন্স (প্রাঃ) লিমিটেড ।
সাল
: ১৩৫৫ ।
গ্রন্থে সংকলিত টেনিদা-র কাহিনি :
১) ‘মৎস্য-পুরাণ’
২) ‘দধীচি, পোকা ও বিশ্বকর্মা’
৩) ‘খট্টাঙ্গ ও পলান্ন’
৪) ‘ক্যামোফ্লেজ’
গ্রন্থে
সংকলিত নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর টেনিদা-হীন
কাহিনি :
১) ‘অথ নিমন্ত্রণ ভোজন’
২) ‘সভাপতি’
৩) ‘ভূতুড়ে’
পুনঃপ্রকাশ : লালমাটি প্রকাশন ।
প্রচ্ছদ :
‘সপ্তকাণ্ড’, বৃন্দাবন ধর
অ্যান্ড সন্স (প্রাঃ) লিমিটেড, ১৩৫৫ ।
শিল্পী
।। শৈল
চক্রবর্তী । |
‘সপ্তকাণ্ড’, বৃন্দাবন ধর
অ্যান্ড সন্স (প্রাঃ) লিমিটেড, ১৩৫৫ ।
শিল্পী
।। শৈল
চক্রবর্তী । |
উৎসর্গপত্র
:
উৎসর্গপত্র, ‘সপ্তকাণ্ড’, বৃন্দাবন ধর অ্যান্ড সন্স (প্রাঃ) লিমিটেড, ১৩৫৫ । |
4 comments:
খুব সুন্দর পোষ্ট
ধন্যবাদ অর্ণব ! :)
darun hochhe.. blog jome uthchhe information-e
অশেষ ধন্যবাদ কৌশিক বাবু !
Post a Comment