বেয়ারিং ছাঁট
== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
পোস্টের বক্তব্য স্পষ্টতর
করতে এগুলি সাজানো হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।
কুশলকুমার মিত্র চশমা পরেন ।
কিন্তু প্রথম কোন্ গল্পে
সেটির উল্লেখ ?
বোধহয় ‘বেয়ারিং ছাঁট’-এ
। ১
কেশ-কর্তন বিষয়ক দ্বিতীয়
কাহিনি এটি ।
প্যালা বলেন, “গত বছর টেনিদা
আমাকে এমন একখানা ‘গ্রেট-ছাঁটাই’ লাগিয়েছিল...” ।
প্রকৃতপক্ষে ‘দি গ্রেট ছাঁটাই’ প্রকাশিত হয় তিন বছর
পূর্বে ।
‘বেয়ারিং ছাঁট’-এ ফিরে
আসে ‘কুরুবক’-প্রসঙ্গ । ২
‘ন্যাংচাদার ‘হাহাকার’’-এর
মত ।
গল্পের কেন্দ্রে ভুলোদা ।
টেনিদা-র দূর-সম্পর্কের
জ্যাঠামশাইয়ের ছেলে । পশ্চিমে ব্যবসা করেন ।
প্রথম প্রকাশ :
‘বার্ষিক শিশুসাথী’, ১৩৬৮
নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে
সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) :
১) ‘ছোটদের ভালো ভালো গল্প’, শ্রী প্রকাশ ভবন, জ্যৈষ্ঠ
১৩৭১ ।
২) ‘টেনিদা দি গ্রেট’,
গ্রন্থপ্রকাশ, ৯ ই শ্রাবণ ১৩৭৮ । চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত :
টেনিদা, প্যালা, ক্যাবলা, হাবুল ।
‘বার্ষিক শিশুসাথী’, ১৩৬৮-র প্রচ্ছদ :
শিল্পী ।। অর্ধেন্দু চক্রবর্তী । |
প্রথম প্রকাশিত হেডপীস ও অলংকরণ :
‘বেয়ারিং ছাঁট’, ‘বার্ষিক শিশুসাথী’, ১৩৬৮ ।
শিল্পী ।। ধীরেন বল । |
‘বেয়ারিং ছাঁট’, ‘বার্ষিক শিশুসাথী’, ১৩৬৮ ।
শিল্পী ।। ধীরেন বল । |
‘বেয়ারিং ছাঁট’, ‘বার্ষিক শিশুসাথী’, ১৩৬৮ ।
শিল্পী ।। ধীরেন বল । |
___________________________________________________________________________________
১ = পরে ‘টেনিদা আর ইয়েতি’, ‘প্রভাত সঙ্গীত’, ‘চেঙ্গিস আর হ্যামলিনের বাঁশিওলা’-তেও রয়েছে ক্যাবলা-র
চশমার কথা ।
২
= বিচ্ছিরি বক ‘কুরুবক’-এর মত বকবক করা ।
‘টিকটিকির ল্যাজ’, ‘কাঁকড়াবিছে’, ‘দশানন-চরিত’,
‘একাদশীর রাঁচি যাত্রা’, ‘প্রভাত সঙ্গীত’, ‘ঘুঁটেপাড়ার সেই ম্যাচ’,
‘কম্বল নিরুদ্দেশ’ [উপন্যাস]-এও শোনা যাবে টেনিদা-র
এই গালাগালি । ___________________________________________________________________________________
4 comments:
দারুণ ব্লগ। খুব ভাল কাজ হচ্ছে
অশেষ ধন্যবাদ অতনু বাবু ।
'টেনিদা ট্রেজারি' ব্লগে স্বাগত জানাই ।
এইটা ছেড়াখোঁড়া অবস্থায় আছে।
'বেয়ারিং ছাঁট' পাওয়া সম্ভব হয়েছে আপনারই মতো এক সহৃদয় বন্ধুর সৌজন্যে ।
'টেনিদা ট্রেজারি' ব্লগে স্বাগত জানাই ।
Post a Comment