Bearing Chhnaat

বেয়ারিং ছাঁট

 

== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় == 

পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে কোনও ব্যবসায়িক স্বার্থে নয়


'Tenida Treasury' Blog.




কুশলকুমার মিত্র চশমা পরেন ।
কিন্তু প্রথম কোন্ গল্পে সেটির উল্লেখ ?
বোধহয় ‘বেয়ারিং ছাঁট’-এ ।  

কেশ-কর্তন বিষয়ক দ্বিতীয় কাহিনি এটি । 
প্যালা বলেন, “গত বছর টেনিদা আমাকে এমন একখানা ‘গ্রেট-ছাঁটাই’ লাগিয়েছিল...” ।
প্রকৃতপক্ষে ‘দি গ্রেট ছাঁটাই’ প্রকাশিত হয় তিন  বছর পূর্বে ।

বেয়ারিং ছাঁট’-এ ফিরে আসে ‘কুরুবক’-প্রসঙ্গ ।  
ন্যাংচাদার ‘হাহাকার’’-এর মত

গল্পের কেন্দ্রে ভুলোদা
টেনিদা-র দূর-সম্পর্কের জ্যাঠামশাইয়ের ছেলে । পশ্চিমে ব্যবসা করেন । 

পরের উপকার করিও না’ [ছোটগল্প]-র পর, শিল্পী ধীরেন বল ভিন্ন মেজাজে চিত্রিত করেছিলেন ভজহরি-কে ।


প্রথম প্রকাশ : 
বার্ষিক শিশুসাথী, ১৩৬৮ 

নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) : 
১) ‘ছোটদের ভালো ভালো গল্প’, শ্রী প্রকাশ ভবন, জ্যৈষ্ঠ ১৩৭১ । 
২) ‘টেনিদা দি গ্রেট’, গ্রন্থপ্রকাশ, ৯ ই শ্রাবণ ১৩৭৮ । 

চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত : 
টেনিদা, প্যালা, ক্যাবলা, হাবুল 


বার্ষিক শিশুসাথী’, ১৩৬৮-র প্রচ্ছদ : 

'Tenida Treasury' Blog.
শিল্পী ।। অর্ধেন্দু চক্রবর্তী



 









প্রথম প্রকাশিত হেডপীস ও অলংকরণ :

'Tenida Treasury' Blog.

বেয়ারিং ছাঁট’, বার্ষিক শিশুসাথী’, ১৩৬৮
শিল্পী ।। ধীরেন বল
















'Tenida Treasury' Blog.

বেয়ারিং ছাঁট’, বার্ষিক শিশুসাথী’, ১৩৬৮
শিল্পী ।। ধীরেন বল
























'Tenida Treasury' Blog.

বেয়ারিং ছাঁট’, বার্ষিক শিশুসাথী’, ১৩৬৮
শিল্পী ।। ধীরেন বল





















___________________________________________________________________________________ 


= পরে ‘টেনিদা আর ইয়েতি’, ‘প্রভাত সঙ্গীত’, ‘চেঙ্গিস আর হ্যামলিনের বাঁশিওলা-তেও রয়েছে ক্যাবলা-র চশমার কথা । 

= বিচ্ছিরি বক  ‘কুরুবক’-এর মত বকবক করা । 
টিকটিকির ল্যাজ’, ‘কাঁকড়াবিছে’, ‘দশানন-চরিত’, ‘একাদশীর রাঁচি যাত্রা’, ‘প্রভাত সঙ্গীত’, ‘ঘুঁটেপাড়ার সেই ম্যাচ’, ‘কম্বল নিরুদ্দেশ’ [উপন্যাস]-এও শোনা যাবে টেনিদা-র এই গালাগালি ।
___________________________________________________________________________________
 

4 comments:

Atanu Deb (শ্রী শাম্ব) alias Shree Shambo said...

দারুণ ব্লগ। খুব ভাল কাজ হচ্ছে

Unknown said...

অশেষ ধন্যবাদ অতনু বাবু ।
'টেনিদা ট্রেজারি' ব্লগে স্বাগত জানাই ।

অভিমন্যু মজুমদার said...

এইটা ছেড়াখোঁড়া অবস্থায় আছে।

Unknown said...

'বেয়ারিং ছাঁট' পাওয়া সম্ভব হয়েছে আপনারই মতো এক সহৃদয় বন্ধুর সৌজন্যে ।
'টেনিদা ট্রেজারি' ব্লগে স্বাগত জানাই ।